আর্ট : ময়ূরের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

এবিবি ০৫.০৫.২৩

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ময়ূরের ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে ময়ূরের ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজকে আমি খুব সুন্দর একটা ময়ূরের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি। ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি এরকম নিখুঁত কাজগুলো করার। এরকম ম্যান্ডেলা আর্টগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। আর এমনিতেই এরকম আর্ট গুলো অঙ্কন করতে অনেক সময় ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। আমি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করার চেষ্টা করি। আমার কাছে ভীষণ ভালো লাগে নিজের দক্ষতার প্রকাশ ঘটাতে বিভিন্ন রকম কাজের মাধ্যমে। এই আর্টটি সম্পূর্ণ করতে আমার অনেক সময় লেগেছিল।

CamScanner 04-25-2023 22.22_1.jpg

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি আর্ট খাতা নিলাম। এরপর খাতার মধ্যে একটি ময়ূরের স্কেচ এঁকে নিলাম।

IMG20230425190312.jpg

IMG20230425190312.jpg

ধাপ 2️⃣

তারপরে কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা ময়ূর টি এঁকে নিলাম।

IMG20230425214156.jpg

IMG20230425214156.jpg

ধাপ 3️⃣

তারপরে ময়ূরের শরীরের অংশ কালো রং করে নিলাম এবং পাখনার ভেতরের অংশে ছোট ফুলের ডিজাইন এঁকে নিলাম।

IMG20230425215458.jpg

IMG20230425220203.jpg

ধাপ 4️⃣

তারপরে নিচের অংশে থাকা পাতাগুলোর ভিতরের অংশে ডিজাইন এঁকে নিলাম। তারপরে পাখনা গুলোর ভেতরের অংশে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG20230425220552.jpg

IMG20230425220844_BURST000_COVER.jpg

ধাপ 5️⃣

এভাবে কয়েকটা পাখনার ভেতরে অংশে ডিজাইন এঁকে নিলাম খুবই সুন্দরভাবে।

IMG20230425221715.jpg

IMG20230425221715.jpg

ধাপ 6️⃣

তারপরে খালি যে পাখনা গুলো ছিল সেগুলোর ভেতরের অংশে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG20230425221750.jpg

IMG20230425221750.jpg

ধাপ 7️⃣

তারপরে খালি পাখনা গুলোর ভেতরের অংশে বিভিন্ন ডিজাইন এঁকে নিলাম। এভাবেই আমি আমার আর্ট শেষ করি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে।

IMG20230425222209.jpg

IMG20230425222209.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 04-25-2023 22.22_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া, অসাধারণ সুন্দর একটি ময়ূরের ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ময়ূরের ম্যান্ডেলা আর্ট করার ক্ষেত্রে ময়ূরের পাখনা গুলোর ডিজাইন করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গোছালো মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অনেকদিন থেকে ম্যান্ডেলা আর্ট করা হয় না। একটা সময় প্রতি সপ্তাহেই একটি করে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করতাম। তবে সময়ের সাথে সাথে সবকিছু সেভাবে আর্ট করার সময় করে উঠতে পারিনা। আপনি সবসময় দারুন দারুন ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন দেখে ভালো লাগে। এবারও সুন্দরভাবে ময়ূরের ম্যান্ডেলা আর্ট করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করার জন্য। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন এই আর্টগুলো করতে বেশ সময় ধৈর্য এবং যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয় । কেননা দক্ষতা ছাড়া এই আর্টগুলো করা সম্ভব নয় । এই আর্টটি করতে যে আপনার অনেক সময় লেগেছে তা দেখেই বোঝা যাচ্ছে । আর আর্টটি বেশ চমৎকার এবং নিখুঁত হয়েছে । আমার কাছে তো বেশ ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে প্রতিনিয়ত মেন্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু বেশ ভালো লাগে আর্ট করতে। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যেকোনো ধরনের আর্ট করতে নিজের দক্ষতা পরিচয় ঘটে আসলেই ।এ কথাটা ঠিক এগুলো করতে অনেক ধৈর্য ও সময়েরও প্রয়োজন হয় তাহলেই জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়। আজকের ময়ূরের আর্টটি কিন্তু অসাধারণ সুন্দর লাগলো আমার কাছে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ধৈর্য এবং সময় দিলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফুটে ওঠে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম চোখ ধাঁধানো একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ময়ূর এমনিতেই অনেক সুন্দর তার উপর আপনার ম্যান্ডেলা আর্টের মাধ্যমে ময়ূরের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। অসাধারণ হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট। প্রতিটি ধাপ একদম নিখুঁতভাবে আর্ট করে উপস্থাপন করেছেন। এতে যে ধরনের ছোট ছোট ভিন্ন ভিন্ন ম্যান্ডেলা একেছেন তাতে অনেক সময় এবং ধৈর্য নিয়ে একেছেন বোঝাই যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ময়ূরের ম্যান্ডেলা আর্ট। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ময়ূরের আর্ট করতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে ভাই। সব সময় চেষ্টা করি করার জন্য। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য

 2 years ago 

আপনার প্রস্তুত করা ম্যান্ডেলা চিত্র গুলা দেখে মাঝে মাঝে অবাক হই এবং গভীর চিন্তাভাবনায় মগ্ন হয়ে যায়।।
এত সুন্দর শৈল্পিক চিত্র প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ।সত্যি ভাইয়া আপনার ধৈর্যের তারিফ করতে হয়।।

 2 years ago 

চেষ্টা করিব সব সময় সুন্দর মন্তব্যর আনসার দেওয়ার জন্য। এছাড়াও চেষ্টা করে সব সময় সুন্দর আর্ট করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য নিয়ে নিখুঁতভাবে করা যায় তত বেশি সুন্দর হয়। আপনার আর্টটি খুব চমৎকার হয়েছে। বোঝা যাচ্ছে যে অনেক সময় নিয়ে আর্টটি করেছেন।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি ধৈর্য এবং সময় দিয়ে আর্ট
করার জন্য। । আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04