জেনারেল রাইটিং: দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে।
ABB 22 আগস্ট ২০২৪
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
সুখ-দুঃখ তো আমাদের সবার জীবনে অবশ্যই আছে। সুখ এবং দুঃখ কখনোই চিরস্থায়ী থেকে যায় না। আপনার জীবনে এক সময় সুখ থাকলে, একসময় আপনাকে দুঃখেও থাকতে হবে। আবার একসময় দুঃখে থাকলে, আরেক সময় আপনি অবশ্যই সুখে থাকতে পারবেন। কারো জীবনে দুঃখ চিরস্থায়ীভাবে থেকে যায় না। আবার সুখ চিরস্থায়ী ভাবে থেকে যায় না। জীবনে দুঃখ আসলে সেটাকে হাসি মুখে বরণ করা দরকার। কারণ হাসিমুখে যদি আমরা দুঃখকে বরণ করে নিয়ে ধৈর্য ধরে থাকি, তাহলে অবশ্যই একসময় আমরা সুখের দেখা পাবো। সুখ আমাদের জীবনে একসময় অবশ্যই আসবে, আর অবশ্যই এজন্য ধৈর্য থাকাটা প্রয়োজন। কষ্টটাকে বুকের ভিতর চাপা দিয়ে রাখতে হবে আমাদের। আর প্রকাশ করলে আমরা হেরে যাবো এই পৃথিবীর কাছে।
একটা মানুষের ভেতর ঘৃণা থাকাটা একেবারেই উচিত না, আর ঠিক তেমনি ভয়ও। মানুষের ভেতর ঘৃণা এবং ভয়টা যদি থাকে, তাহলে ওই মানুষ জীবনে কখনোই ভালো কিছু করতে পারবে না। তার ঘৃণা এবং ভয়ের কারণে দেখা যাবে একসময় সে সবকিছুই হারিয়েছে। আর এক সময় তার এই ঘৃণার পতন অবশ্যই হবে। কিন্তু সেই পর্যন্ত ওই মানুষটার সবকিছুই চলে যাবে। আর একটা মানুষ যদি ভয়কে ভালোভাবে জয় করতে না পারে, তাহলে সে নিজের জীবনে কি বা করতে পারবে। দুঃখ ঘৃণা এবং ভয় কে হাসিমুখে আমাদের বরণ করে নিতে হবে। আর এইগুলো যদি আমরা হাসি মুখে বরণ করে নিতে পারি, তাহলে আমাদের সংসার জীবনে অবশ্যই শান্তি আসবে।
বাস্তব জীবনে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা দুঃখ, ঘৃণা এবং ভয় কে হাসিমুখে বরণ করে নেয় না। আর এজন্য তাদের সংসার জীবনেও শান্তি আসে না । সব সময় শুধু তাদের সংসারটা অশান্তি লেগেই থাকে। আর এরকমটা আমরা আমাদের আশেপাশে তাকালেও অনেক বেশি দেখতে পাবো। তবে এই মানুষগুলো যদি দুঃখ ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করে নেয়, আর মন দিয়ে সংসার করে, তাহলে দেখা যাবে তাদের সংসারে অবশ্যই শান্তি আসবে। আর তারা ভালো থাকবে। একসময় তারা এসব কিছুকেই ভালোভাবেই জয় করে নিতে পারবে। আর তাদের তখন আর দুঃখ ও থাকবে না। এই জন্য তাদের মধ্যে ধৈর্যটা রাখতে হবে।
মনে করেন, এমনি একটা দম্পতির জীবনে রয়েছে অনেক বেশি দুঃখ। আর তারা যদি নিজেদের মধ্যে ঘৃণাটাকে জন্ম দেয় এবং ভয়টাকে জন্ম দেয়, তাহলে তারা নিজের জীবনে কোনো কিছু ভালোভাবেই করতে পারবে না। আর তাদের সংসার জীবনে সব সময় অশান্তি লেগে থাকবে। কখনোই তাদের সংসার জীবনে শান্তি আসবে না। তারা যদি দুঃখ, ঘৃণা এবং ভয়টাকে হাসিমুখে বরণ করে নেয় এবং দুজনেই ভালোভাবে ধৈর্য ধরে প্রতিনিয়ত নিজেদের সংসারটাকে ভালোভাবে চালায়, তাহলে হয়তো এক সময় তাদের এই দুঃখ থাকবে না। আর ঘৃণা এবং ভয়ও চলে যাবে তখন। ধৈর্য কিন্তু সবার মধ্যে থাকে না। কিন্তু ধৈর্যটা সবার মধ্যে নিয়ে আসতে হবে। আর তাহলে মানুষ জীবনে সুখে থাকবে।
সংসার জীবনে অশান্তি থাকলে দুজনেই মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়ে। আর এই অশান্তির জন্য তাদের এই সংসারটা দেখা যায় একসময় ভেঙে যায়। কিন্তু এই অশান্তিটা আসে যে তিন কারণে, এগুলো তাদেরকে অবশ্যই হাসিমুখে বরণ করে নিতে হবে। এর মাধ্যমে আমরা পারবো ভালো কিছু করতে সংসার জীবনে। সংসার জীবন সুখের এবং শান্তির করার জন্য এগুলো অবশ্যই আমাদের মানতে হবে। ধৈর্যটা আমাদের ভেতর রাখতে হবে সব সময়। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি আপনাদের মাঝে অন্য কোনো টপিক নিয়ে লিখে হাজির হবো। আশা করছি আপনারা সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টটা সম্পূর্ণ পড়ার জন্য।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/NARocky4/status/1826481439279583320?t=6FcDpsRW1rwSPgQs8meonA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই এগুলো যারা হাসি মুখে বরণ করতে পারে না, তাদের সংসারে কখনোই সুখ শান্তি আসে না। সংসার জীবনে সবারই উচিত এই তিনটা বিষয়কে হাসিমুখে বরণ করা। এটা ঠিক বলেছ, বর্তমানে অনেক সংসার ভেঙে যাচ্ছে। এখন বেশিরভাগ সংসারে শুধুমাত্র অশান্তি রয়েছে। জীবনে তো দুঃখ আসবে। আর এটা একদিন চলেও যাবে। তাই সেই সময় হাসিমুখে এটাকে বরণ করলেই ভালো। সংসার জীবনে আমি মনে করি এই তিনটে বিষয়ে সবাইকেই হাসি মুখে বরণ করে নেওয়া উচিত।
আসলেই এগুলো হাসিমুখে বরণ না করলে সুখ শান্তি আসে না সংসারে।
সত্যি বলতে ভাই যে কোন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার গুরুত্ব যেন অপরিসীম। স্বাভাবিক অবস্থায় মানুষ বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয় তাই যেকোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে হবে। সব পরিবারে ছোট বড় সমস্যা থাকে তবে যে সমস্ত পরিবার এই ছোট ছোট সমস্যাগুলো মোকাবেলা করে এগিয়ে যায় তারাই সুখের আভাসে জীবন যাপন করে।
সব পরিস্থিতিতে আমাদেরকে এগুলো হাসিমুখে বারণ করা দরকার।
জীবনের বাস্তবতা গুলো খুবই কঠিন। জীবনে হাসি, কান্না, বিপদ, আপদ সবকিছুই থাকে। এগুলো যারা সহ্য করতে পারে মেনে নিতে পারে তাদের জীবনের সফলতা আসে তারা সংসারের সুখী হতে পারে। আর এসবে যারা অস্থির হয়ে যায় তাদের দ্বারা কখনো সুন্দর সংসার গঠন করা সম্ভব নয়। আপনি অনেক ভালো লিখেছেন ধন্যবাদ আপনাকে।
আসলেই মানুষের জীবনের বাস্তবতা অনেক বেশি কঠিন।
একদম ঠিক। মেনে নিতে পারলেই সংসারে সুখ নেমে আসে। সংসার জীবনের দুঃখ গুলো কে মেনে নিতে পারলেই কিন্তু কিন্তু সংসারে সুখ দেখা যায়। আর আমার তো মনে হয় জীবনে যার যত বেশী দুঃখ থাকুক না কেন, তার ধৈর্য যদি থাকে তাহলে সে দুঃখ গুলো কে মেনে নিয়ে সংসার জীবনে সুখী হতে পারবে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর একটা টপিক নিয়ে পুরো পোস্ট লিখতে পেরে আমার কাছে ভালো লেগেছে।
খুবই সুন্দর এটি বিষয় নিয়ে আজকে আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি দাম্পত্য জীবনে হাসি দুঃখ ঘৃণা কষ্ট আসবে। তবে এটা আমাদের সবাইকে ভাগ করে নিতে হবে। যদি সবাই এগুলো ব্যবহার করে তাহলে সংসারে অশান্তি আসবে। যত কষ্টই হোক নিজেকে সংযত রাখতে হবে চুপ থাকতে হবে। অন্যের সাথে ব্যবহার ভালো করতে হবে। সবকিছু মানিয়ে নেবার পরে আমরা শান্তি খুঁজে পাই। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হ্যাঁ সবাই এগুলো ব্যবহার করলে সংসারে শান্তি আসবে।
আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। আসলে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ ঘৃণা এবং ভয় এগুলো সংসারে আসে। আর এই গুলোকে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে সুখ আছে। তবে অনেক সংসারে দেখা যায় এসব কারণে ভেঙে যায়। তবে আপনি ঠিক বলেছেন এই তিনটি জিনিসকে যদি মানুষ সুন্দরভাবে গ্রহণ করতে পারে তাহলে সংসার সুখ আসবে। দুঃখ ঘৃণা এবং ভয় এগুলো চিরস্থায়ী না। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই এগুলো চিরস্থায়ী নয়। তাই আমাদেরকে এগুলো হাসিমুখে বরণ করতে হবে।