লাইফ স্টাইল :- অবশেষে চশমা নিয়ে নিলাম চোখের জন্য।

in আমার বাংলা ব্লগ3 months ago

ABB 16 জুলাই ২০২৪ রবিবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240504_202145.jpg

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। মাঝে মাঝে খুবই প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন হয়ে যায়। আজ কয়েকদিন যাবত চোখের প্রচুর সমস্যা হচ্ছিল। যার কারনে কয়েকবারই চোখের ডাক্তার দেখিয়েছি। সারাক্ষণ কম্পিউটার এবং মোবাইলের সামনে বসে থাকলে তো হবেই চোখে সমস্যা , এটা তো স্বাভাবিক।

20240504_201554.jpg

আসলে আমি কয়েকবার চোখের ডাক্তার দেখেছিলাম। বেশ কিছুদিন যাবত চোখে পানি পড়তেছিল। মাঝে মাঝে প্রচুর ব্যথা করে চোখের মধ্যে। এবং আমি যখন মোটরসাইকেল চালাই, তখন চোখে অনেক বেশি সমস্যা করে। বিশেষ করে যখন চোখের মধ্যে বাতাস লাগে। এটি অবশ্য বেশ পুরনো সমস্যা। চোখে বাতাস লাগলে আমার সর্দি কাশি ধরে যায়। যার কারণে চোখে চশমা ব্যবহার করা খুবই প্রযোজ্য হয়ে গিয়েছে আমার।

20240504_202111.jpg

যার কারণে ইতিমধ্যে কয়েকবার চোখের অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছিলাম। অবশেষে ডাক্তার বলল চোখের মধ্যে চশমা ব্যবহার করার জন্য। যদি সব সময় চশমা ব্যবহার করে তাহলে বেশ সমস্যাগুলো চলে যাবে। এবং দীর্ঘদিন চশমা ব্যবহার করার জন্য ডাক্তার বলেছিল। প্রথমত আমাদের এরিয়ার মধ্যে কয়েকটি চশমা দোকান খুঁজেছিলাম ভালো চশমা পাওয়ার জন্য। কিন্তু ভালো চশমার ফ্রেম পাওয়া যায় না।

20240504_201552.jpg

হঠাৎ করে আমার এক বড় ভাই বললেন নোয়াখালী মাইজদি যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নোয়াখালী মাইজদী চলে গেলাম। সেখানে তার পরিচিত একটি বড় দোকান রয়েছে। তার সাথে কথা বলে প্রথমত চশমার গ্লাস অর্ডার করে নিল। পরে আমরা রওনা দিয়ে দিলাম পুরো চশমার জন্য। যেতে যেতে সন্ধার পর হয়ে গিয়েছে। যার কারনে নোয়াখালীর কয়েকজন পরিচিত মানুষদের আর যোগাযোগ করলাম না। না হয় অনেকের সাথে দেখা হতো।

20240504_201035.jpg

সেখানে গিয়ে আমরা অসংখ্য চশমার ফ্রেম খুঁজতে লাগলাম। কিন্তু মনের মত কোন ফ্রেম আমার পছন্দ হচ্ছিল না। যার কারনে এক এক করে অসংখ্য ফ্রেম খুজে নিলাম। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করার পর মোটামুটি একটি চশমার ফ্রেম পছন্দ হলো। সেটার মধ্যে গ্লাস লাগানোর জন্য বলে আমরা মাইজদী শহরটা ঘুরে দেখতে বের হয়ে যাই। রাতে অনেক কিছু খেয়েছিলাম বিভিন্ন রেস্টুরেন্ট এর মধ্যে। অনেক বড় বড় কয়েকটি রেস্টুরেন্ট দেখেছিলাম। সময় নিয়ে যেতে হবে খাওয়ার জন্য।

20240504_200936.jpg

মাইজদী শহরটা আমার বেশ ভালো লেগেছিল। এর আগে অসংখ্যবার গিয়েছি। কিন্তু সব দিনের বেলায় গিয়েছিলাম। কিন্তু রাতের শহর টা দেখতে বেশ ভালো লেগেছিল। রাস্তাগুলো বেশ পরিপাটি দেখেছিলাম। অর্থাৎ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মনে হয়েছিল গভীর রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। যার কারণে অনেক জায়গায় ঘুরে দেখেছিলাম। দীর্ঘ দেড় ঘন্টা ঘুরাঘুরি করার পর আমরা অবশেষে আবার চশমা দোকানে চলে আসলাম। চশমাটি লাগানোর পর কেমন লাগতেছে তা আপনারা অবশ্যই বলবেন।

20240504_200659.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

নতুন চশমায় আপনাকে অনেক দারুন লাগছে। এছাড়াও আমিও বেশ কয়েক বছর ধরে চশমা ব্যবহার করি এবং এই সমস্যাগুলো আমারও হয়ে থাকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেকটি চশমা ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করা দরকার ধন্যবাদ।

 3 months ago 

এই সমস্যা গুলো এখন অনেকেরই দেখা যাচ্ছে।

 3 months ago 

আপনি উত্তম কাজ করেছেন ভাইয়া, চোখ দিয়ে পানি পড়লে অবশ্যই চশমা ব্যবহার করা উচিত।আমি তো ক্লাস থ্রি থেকে চশমা ব্যবহার করি।ছোটবেলা থেকে আমার চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হতো। বিশেষ করে চোখে বাতাস লাগলে প্রচুর পরিমাণ পানি বের হতো।আপনাকে আমাদের কানার জগতে স্বাগতম জানাচ্ছি হিহিহি।চশমা পরে আপনাকে বেশ সুন্দর লাগছে।

 3 months ago 

চোখে বাতাস লাগার কারণে আমার নিজেরও চোখে অনেক সমস্যা হয়েছে। আসলে আমি আগেও চশমা পড়তাম তবে মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন আবার পড়তে হচ্ছে।

 3 months ago 

আমাদের শরীরের মধ্যে চোখ হলো একটি মূল্যবাদ অংঙ্গ। আর তাই আমাদের চোখের যত্ন নেয়া অনেক জুরুরী। আমরা অনেকে ডাঃ চশমা দিলেও ব্যাবহার করি না। কারন এটাকে একটা বোঝা মনে করি। এতে করে আমরা আমাদের চোখের আরও সমস্যা তৈরী করি। যাইহোক আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন চশমা নিয়ে। এতে করে আপনার চোখও ভালো থাকলো। আর আপনার কাজগুলোও সুন্দরভাবে করতে পারবেন

 3 months ago 

চশমা নিয়ে নিলাম যেন আমার চোখও ভালো থাকে। ঠিক বলেছেন এখন সুন্দরভাবেই কাজ করতে পারবো।

 3 months ago 

বেশ ভালো হলো যেহেতু আপনি মোটরবাইক চালান স্পিডে। যাওয়ার কারণে অনেক ধূলাবালি বাতাস সরাসরি চোখে লাগে যেগুলো চোখের জন্য খুবই ক্ষতিকর। আর অতিরিক্ত ল্যাপটপ এবং মোবাইল দিয়ে কাজ করার কারণে চোখের রেটিনা নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে চশমা ব্যবহার করলে চোখের সমস্যা থেকে আরাম পাওয়া যায়। অবশেষে আপনি চোখের জন্য চশমা নিয়ে নিলেন ভালো লাগলো জানতে পেরে।

 3 months ago 

আসলেই আপু অনেক বেশি আরাম পাওয়া যায় চশমা লাগানোর পর ফলে। চশমা নেওয়ার কথাটা শুনে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 3 months ago 

চশমাটি কিন্তু বেশ সুন্দরই হয়েছে৷ দোকানটিও বেশ সুন্দর। তবে ঠিকই বলেছেন। কম্পিউটার ও মোবাইলে সারাক্ষণ তাকিয়ে থাকলে পাওয়ারের আর কি দোষ। অবশ্যম্ভাবী ভাবেই পাওয়ার এসেছে আপনার। তবে চশমা পরবেন। অবহেলা করলে আরও বাড়বে খুব তাড়াতাড়ি। এই নতুন গহনার জন্য শুভেচ্ছা

 3 months ago 

হ্যাঁ চেষ্টা করতেছি নিয়মিত চশমা পড়ার জন্য।

 3 months ago 

ভাইয়া চোখের সমস্যা যাদের আছে তারা বুঝে চোখ কি জিনিস। আমার নিজেরও চোখে সমস্যা আছে এই কারণে আমি চশমা ব্যবহার করি। আপনি দেখতেছি মাইজদী শহরে গিয়ে চশমা কিনেছেন। তবে এটি ঠিক মাইজদী শহর খুব চমৎকার। আমি নিজেও অনেকবার গিয়েছি মাইজদী শহরে। তবে চশমা দোকানে গেলে চশমার ফ্রেম কিনতে অনেক কষ্ট হয়। কারণ অনেকগুলো দেখলে কোনটা রেখে কোনটা নিই চিন্তায় পড়ে যায়। সুন্দর করে পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া চোখ কি জিনিস এটা তারাই ভালোভাবে বুঝতে পারে যাদের চোখের সমস্যা হয়।

 3 months ago 

নতুন চশমা আপনাকে ভাইয়া অসাধারণ লাগতেছে। মূলত ভাইয়া যারা বাইক চালায় এবং মোবাইল ও কম্পিউটারে কাজ করে তারা এমনিতে চশমা ব্যবহার করা ভালো। যদিও আপনার চোখের সমস্যার কারণে আপনি চশমা কিনতে গেলেন মাইজদীতে। তবে বড় বড় দোকানগুলোতে গেলে চশমা কিনতে অনেক সময় লাগে। এবং সহজ করতেও সময় নিতে হয়। আর চোখের জন্য ডাক্তারি পরামর্শ চশমা নিলে ভালো হয়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে। ভালো থাকবেন ভাইয়া।

 3 months ago 

আমি মনে করি চোখের সমস্যা না থাকলেও সবারই উচিত মোবাইল এবং কম্পিউটারে কাজ করার সময় চশমা ইউজ করা। আর বাইক চালানোর সময় ও চশমাটা ইউজ করা গুরুত্বপূর্ণ।

 3 months ago 

ভাই অনেক সুন্দর একটি কাজ করেছেন আপনি। চোখ দিয়ে পানি পড়লে অবশ্যই চশমা ব্যবহার করা উচিত। আমিও কিছুদিন আগে একটা চশমা নিয়েছিলাম চোখের জন্য এবং নিয়মিত ব্যবহার করছি।চশমা ব্যবহার করে আগের ছাড়া অনেক স্বস্তি পায়।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

সারাক্ষণ মোবাইল এবং কম্পিউটারের সামনে থাকলে চশমা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ

 3 months ago 

আর সারাক্ষণ মোবাইল কম্পিউটার ঘাটাঘাটি করে সব কিছু শেষ করে ফেলছি। সু স্বাগতম