আর্ট : অর্ধ বৃত্তের এবং অর্ধ প্রজাপতির ম্যান্ডেলা আর্টsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

ABB ৫-৮-২৩ শনিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 08-02-2023 22.10_1.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অর্ধ বৃত্তের এবং অর্ধ প্রজাপতির ম্যান্ডেলা আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে অর্ধ বৃত্তের এবং অর্ধ প্রজাপতির ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

আজকে আমি অনেক সুন্দর একটা অর্ধ বৃত্তের এবং অর্ধ প্রজাপতির ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি। আসলে আমার কাছে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি ভালো লাগে, তাই মাঝে মাঝে চেষ্টা করি নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট করার। ম্যান্ডেলা আর্ট গুলো করতে যদিও অনেক বেশি সময়ের প্রয়োজন হয় তবে দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এবং কি আমি অঙ্কন করতেও খুবই পছন্দ করি। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করতে অনেক বেশি দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য এবং দক্ষতা দিয়ে যে কোন কাজ করলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা সব সময় ভালো ভালো মন্তব্য করেন দেখে এইরকম কাজগুলোর প্রতি উৎসাহ বেড়ে যায়। আশা করছি এটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আর্ট অঙ্কন করার পদ্ধতি।

উপকরণ

আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

IMG_20220312_002424.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটা অর্ধ প্রজাপতি এবং অর্ধ বৃত্ত এঁকে নিলাম।

IMG20230716133146.jpg

IMG20230716133146.jpg

ধাপ 2️⃣

এরপর কালো চিকন কলমটি দিয়ে , পেন্সিল দিয়ে
আঁকা অর্ধ প্রজাপতি এবং অর্ধবৃত্ত এঁকে নিলাম।

IMG20230716134310.jpg

IMG20230716134310.jpg

ধাপ 3️⃣

এরপর অর্ধবৃত্তটির ভেতরের মধ্যে নিখুঁত ডিজাইন এর মাধ্যমে অনেক সুন্দর করে ডিজাইন অংকন করে নিলাম।

IMG20230716140159.jpg

IMG20230716140159.jpg

ধাপ 4️⃣

এরপর প্রজাপতির ডানাগুলোর ভেতরে সাদাকালো করে অনেক সুন্দর করে ডিজাইন করে নিলাম।

IMG20230716140140.jpg

IMG20230716140140.jpg

ধাপ 5️⃣

এরপর অর্ধ বৃত্তের আরেকটা ঘরের মধ্যে বাঁকা বাঁকা করে ডিজাইন অংকন করে নিলাম।

IMG20230716140658.jpg

IMG20230716140658.jpg

ধাপ 6️⃣

এরপর একেবারে উপরের অংশটিতে চিকন চিকন দাগের মাধ্যমে অর্ধেক অংশে ডিজাইন অংকন করে নিলাম।

IMG20230716141050.jpg

IMG20230716141050.jpg

ধাপ 7️⃣

এভাবে উপরের ঘরের অর্ধবৃত্তির ভেতরে অনেক সুন্দর করে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি। এভাবেই আমি আমার সম্পূর্ণ আর্ট করা শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG20230716141425.jpg

IMG20230716141425.jpg

ফাইনাল আউটপুট

CamScanner 08-02-2023 22.10_1.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনাদের মাথায় এত সুন্দর সুন্দর ইউনিকচিত্র অঙ্কনের বিষয়টি নিয়ে এসে সুন্দর চিত্র অংকন করে তুলে ধরেন খুবই সুন্দর লাগে। অর্ধ বৃত্তের অর্ধ প্রজাপতির চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে।

 last year 

কি অংকন করব তা চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায় আমার। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

তোমার এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে আমি অনেক বেশি মুগ্ধ হই সবসময়। তুমি অনেক সময় ব্যবহার করে এবং ধৈর্য ধরে এই ম্যান্ডেলা আর্টটি অংকন করেছ যা দেখেই বুঝতে পারছি। প্রজাপতির ডানার ভেতরে সাদা কালো ডিজাইন করার কারণে এটি অনেক বেশি ভালো লেগেছে। আর অর্ধ বৃত্তটির ভেতরেও অনেক নিখুঁত করে ফুলের ডিজাইন অঙ্কন করেছ। তুমি প্রত্যেক সপ্তাহে অসাধারণ এবং চমৎকার ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছ, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

 last year 

প্রতিনিয়ত নিখুঁতভাবে আর্ট করার চেষ্টা করি। তোমার মন্তব্যটি অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ।

 last year 

চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। এমন মেন্ডেলা আর্ট করতে ধৈর্যের প্রয়োজন যা আপনি খুব সহজে এবং ধৈর্য সহকারে করেছেন।অর্ধেক বৃত্ত এবং অর্ধেক প্রজাপতি ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এত সুন্দর ভাবে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

প্রতিনিয়ত চমৎকার চমৎকার আর্ট করার চেষ্টা করি ভাই। আপনার কাছে এত ভাল লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অর্ধ বৃত্তের ও অর্ধ প্রজাপতির মেন্ডেল আর্ট। আপনার তৈরি মেন্ডেল আট দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে ভাই। আপনি প্রতিটি স্টেপ অসাধারণ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার মন্তব্যটি ভীষণ ভালো লাগলো ভাইয়া । মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অর্ধ বৃত্তের ও অর্ধ প্রজাপতির ম্যান্ডেলা আর্টটি চমৎকার লাগছে ভাইয়া।আপনি ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে তুলে ধরেছেন।অর্ধ বৃত্তের ভেতরে ছোট ছোট ডিজাইন গুলো বেশ ভালো লাগলো। প্রজাপতির ভেতরে সাদা কালো ডিজাইন করাতে আরো বেশী সুন্দর লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকের আর্ট আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক বেশি আনন্দিত হলাম আপু। এভাবে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অর্ধবৃত্ত সহ ফুলের ম্যান্ডেলা আর্টটি দেখে ভীষণ মুগ্ধ হলাম। মেন্ডেলা আর্টের ছোট ছোট ফুল গুলো দেখে খুবই সুন্দর লাগছে। ‌ নিখুঁত ডিজাইনের জন্য ম্যান্ডেলা আর্ট গুলো খুবই দৃষ্টিনন্দন হয়।

 last year 

প্রতিনিয়ত চেষ্টা করে নিখুঁত ডিজাইনগুলো দিয়ে আর্ট করার জন্য। ধন্যবাদ

 last year 

অর্ধ বৃত্তের এবং অর্ধ প্রজাপতির খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আর্ট করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সুন্দর ও নিখুঁত ভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার আজকের আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম। এভাবে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ।

 last year 

একদম মন প্রাণ ছুয়ে যাওয়ার মত ছিল আপনার আজকের এই সুন্দর ম্যান্ডেলা আর্ট। আসলে এই জাতীয় আর্টগুলো করতে পারলে নিজের মধ্যে ভালো লাগা কাজ করে। অনেক খুশি হলাম এত সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে তুলে ধরেন দেখে। কারণ কিছুদিন আগেও লক্ষ্য করেছি দারুন একটি আর্আট মাদের মাঝে শেয়ার করেছিলেন।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.040
BTC 100333.63
ETH 3343.54
SBD 6.28