ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
ABB ১৮-৮-২৩ শুক্রবার ❤️
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।
রেললাইন
এই ফটোগ্রাফিটি হচ্ছে রেল লাইনের। বেশ কয়েকদিন আগে সোনিয়াকে নিয়ে ফেনীতে গিয়েছিলাম কারণ সোনিয়ার পরীক্ষা ছিল। কলেজের পেছনের দিকে এই রেল লাইনটি রয়েছে। যেহেতু আমি তাকে কলেজে ঢুকিয়ে দিয়ে বাহিরে অপেক্ষা করতাম, তাই একদিন ভাবলাম রেললাইনে গিয়ে একটু সময় কাটাই। এরপর একদিন আমি রেললাইনে গেলাম এবং সেখানে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাই আমি অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম সেখান থেকে। তারপরে আমি এই ফটোগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করলাম।
পাতাবাহার
পাতাবাহার গাছের সাথে তো আমরা সবাই অনেক বেশি পরিচিত। পাতাবাহার গাছগুলো কিন্তু একেবারে ভিন্ন রকম হয় বেশিরভাগ সময়। যেগুলোর কালার টাও অনেক বেশি ভিন্ন থাকে। আর আকৃতি ও একেবারে ভিন্ন হয়। যেমন এই পাতাবাহার গাছটির পাতাগুলো অনেক লম্বা লম্বা এবং একেবারে গারো সবুজ রংয়ের। এবং কি পাতাগুলোর দুই পাশে সাদা রং। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম দাওয়াত খেতে, সেখান থেকে আমি এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি। আমার কাছে ভালো লাগার কারণে আপনাদের মাঝেও শেয়ার করেছি।
গোলাপ
আমাদের সবারই অনেক বেশি পছন্দের এবং পরিচিত একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। গোলাপ আমার অতি পছন্দের একটা ফুল। যা দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে প্রত্যেকটা কালারের গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে। কোনোটার থেকে কোনোটা একেবারে কম ভাবি না। আর এই গোলাপ ফুলের কালার মিষ্টি কালারের হওয়ার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি থেকে করেছিলাম। গোলাপ ফুলের সৌন্দর্য যেন আরও বেশি বৃদ্ধি হয়েছিল ফটোগ্রাফি করার পর।
ড্রাগন ফ্লাই
ড্রাগন ফ্লাই খুবই ছোট একটা প্রাণী হলেও সবারই অনেক বেশি পছন্দের বলে আমি মনে করি। আমিতো ছোটবেলা থেকেই ড্রাগন ফ্লাই খুবই পছন্দ করি। ছোটবেলায় কত যে এরকম ড্রাগন ফ্লাই এর পেছনে দৌড়াদৌড়ি করেছি তা নিজেও জানিনা। শুধু ধরার চেষ্টা করতাম কিন্তু ধরতেই পারতাম না। ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি করতে অনেক বেশি কষ্ট হয়। কারণ এগুলোর ফটোগ্রাফি করতে গেলে শুধু উড়াউড়ি করে। তবে ফটোগ্রাফি করার পর কিন্তু অনেক বেশি ভালোও লাগে। এই ফটোগ্রাফি টা আমি আমাদের বাড়ির পেছনের দিক থেকে করেছিলাম। আমার কাছে ভালো লাগার কারণে আপনাদের মাঝেও শেয়ার করেছি।
নদী
নদীর পাড়ে তো আমরা সবাই ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করি বলে আমি। কেউ পছন্দ করুক বা না করুক আমি তো খুবই ভালোবাসি নদীর পাড়ে ঘোরাঘুরি করতে। আমি তো মাঝে মাঝেই সময় পেলে নদীর পাড়ে ঘোরাঘুরি করার জন্য চলে যাই। আর নদীর পাড়ে ঘোরাঘুরি করলে মনটাও একেবারে ভরে যায়। নদীর পাড়ে ঘোরাঘুরি করলে অন্যরকম অনুভূতি কাজ করে এবং কি নদীর পাড়ে বসে থাকতেও আমি খুব পছন্দ করি। বেশ কয়েকদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আর তখনই আমার এই ফটোগ্রাফি টা করা হয়েছিল।
সূর্যাস্ত
সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত আমি খুবই পছন্দ করি এবং কি আপনারাও সেই ফটোগ্রাফি গুলো পছন্দ করেন। আর আমি তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি সূর্যাস্তের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। আপনারা সবাই ভালো ভালো মন্তব্য করেন দেখে আমার আরো বেশি উৎসাহ বেড়ে যায় ফটোগ্রাফি করার প্রতি। সন্ধ্যা বেলায় আমি বেশ কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম। তখন আমি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। আশা করছি অন্য দিনের সূর্যাস্তের ফটোগ্রাফি গুলোর মতো আজকের এই সূর্যাস্তের ফটোগ্রাফিটা ও আপনাদের কাছে ভালো লাগবে।
আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্টফোন |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
<I'm p/center>











সুন্দর কিছু ফটোগ্রাফি মাঝে মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল তবে বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছেও ভালো লেগেছিল।
https://twitter.com/NARocky4/status/1692396836261359786?t=K4f4UCtSNSOuSNwZNoL0ow&s=19
রেল লাইনের পাশ দিয়ে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে। ছোটবেলায় অনেক ঘুরেছি রেল লাইন দিয়ে। সোনিয়া আপুকে পরীক্ষা দিতে গিয়ে তো আপনি এখানে ঘুরতে গিয়েছেন। তাছাড়া নদীর পাড়ের পরিবেশ খুব চমৎকার থাকে। নদীর পাড়ে গিয়েও খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।
রেল লাইনের পাশ দিয়ে ঘুরতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগছে ভাইয়া। সূর্যাস্তের মুহূর্ত টা দেখে তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তবে আমার কাছে সব থেকে পাতাবাহারের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে। এই পাতাবাহাটির নাম আমার জানা নেই। তবে দেখতে খুবই সুন্দর লাগছে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট টি।
পাতা বাহার এর ফটোগ্রাফিটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে লেগেছে জেনে খুশি হলাম
খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
নতুন কিছু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে বরাবরই। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে যাচ্ছেন এর আগেও আপনার ফটোগ্রাফিক পোস্ট গুলো দেখেছিলাম। পাতাবাহার এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি দুটো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার। ধন্যবাদ আপনাকে
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
আপনার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ড্রাগন ফ্লাই এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে জেনে ভালো লাগলো
ভাই আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল। তবে বর্তমানে আমরা এ ব্লগে যারা কাজ করি তারা কোথাও ঘুরতে গেলে আমাদের প্রথম মাথায় থাকে যে ফটোগ্রাফি করতে হবে। এখনো কিন্তু ঘুরতে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি করে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার সময় আপনি যে ফটোগ্রাফিটা করেছেন এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। সব মিলে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে অনেক ভালো লাগলো। পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ছিল। ভিন্ন ভিন্ন দৃশ্য খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন। আসলে ছবির মধ্যে প্রকৃতির সৌন্দর্য ভালোভাবে অনুভব এবং উপলব্ধি করতে পারা যায়। আমাদের চারিপাশে এই অপরূপ সৌন্দর্য কতটা সুন্দর ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি।
চেষ্টা করি চারিপাশের সৌন্দর্য ক্যামেরা বন্দি করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.