স্পোর্টসঃ এফ এ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড
Credit: bein sports 4
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ফুটবল খেলা দেখতে আমার খুবই ভালো লাগে তাই তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে অন্তত একটি করে ফুটবল খেলার রিভিউ শেয়ার করতে। আর আমি সব সময় চেষ্টা করে থাকি জনপ্রিয় দলগুলোর খেলার রিভিউ করতে। কালকে রাতে তেমনি একটা জমজমাট খেলা হয়েছিল আর সেই খেলাটার রিভিউ নিয়েই আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা গত রাতের খেলাটা দেখতে পারেননি তারা আমার এই রিভিউটি পড়ার মাধ্যমে জানতে পারবেন কালকের খেলাটি কেমন হয়েছিল।
Credit: bein sports 4
প্রথমেই আমি আপনাদের মাঝে দুটো দলের প্লেয়ারদের নামের তালিকা শেয়ার করেছি। যারা খেলা একটু ভালো বোঝেন বা দেখেন তারা নামগুলো দেখেই বুঝতে পারবেন যে কত ভালো ভালো খেলোয়াড় এই খেলাতে অংশগ্রহণ করেছিল। খেলোয়াড়ের তালিকা দেখার পরেই আমি ভেবে নিয়েছিলাম আজকের এই খেলাটা অনেক জমজমাট হবে। আর যেহেতু এটা কোয়ার্টার ফাইনালের খেলা তাই জমজমাট হবে এটাতো স্বাভাবিক।
Credit: bein sports 4
গত রাতের খেলাটা ম্যানচেস্টার ইউনাইটেড এর মাঠে অনুষ্ঠিত হয়েছিল তাই তাদের দর্শকের পরিমাণটা তুলনামূলকভাবে একটু বেশি ছিল। আমি লক্ষ্য করে দেখেছি যাদের মাঠে খেলা হয় তাদের খেলার ধরন যেন একটু অন্য রকমের হয়ে যায়। এক কথায় তারা অনেক ভালো খেলা উপহার দিতে থাকে।
Credit: bein sports 4
যেমনটা চিন্তা করেছিলাম ঠিক তেমনটাই হল, খেলা শুরু হবার মাত্র ১১ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেড একটা গোল দিয়ে এগিয়ে যাই।
Credit: bein sports 4
ম্যানচেস্টার ইউনাইটেড আগে গোল দিলে কি হবে লিভারপুল তো কোন অংশে তাদের থেকে খারাপ দল নয় তাই তারাও সুযোগের সন্ধান করছিল। ৩৭ মিনিটের মাথায় লিভারপুলের খেলোয়াড় ম্যাক এলিস্টার এর গোলে সমতায় ফিরে আসে। আর তারপর থেকেই তারা নিজেদের আসল রূপ দেখাতে শুরু করে।
Credit: bein sports 4
হাফ টাইম হবার আগেই লিভারপুলের খেলোয়াড় মোহাম্মদ সালাহ আরও একটা গোল দিয়ে নিজেদের দলকে এগিয়ে নেয়। আর এড়িয়ে মধ্য দিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পর থেকে সকলেই ভাল খেলা উপহার দিচ্ছিল কিন্তু কোন দল গোল আদায় করতে পারছিল না।
Credit: bein sports 4
এভাবেই খেলা চালিয়ে যাচ্ছিল দুটি দল। খেলার ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭ মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেড এর খেলোয়াড় এন্টনি গোল করে সমতায় ফিরিয়ে দেয় দলকে। আর এরই মধ্য দিয়েই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যায়। যেহেতু এটা নক আউট খেলা তাই এখানে অবশ্যই ফলাফল নির্ধারণ করতে হবে। ফলাফল নির্ধারণ করার জন্য আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমে লিভারপুল একটি গোল করে এগিয়ে যাই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এর ঘরের মাঠে খেলা তাদের তো হেরে যাওয়া চলবে না তাই খেলার শেষ অংশে তারা আরও দুইটা গোল করে এবং জয় লাভ করে যাই।
সত্য কথা বলতে আমার কাছে গত রাতের খেলাটা যেন ছবির মত মনে হচ্ছিল। দুটো দল এত সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছিল তা দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি। গতরাতে অনুষ্ঠিত হওয়া এই খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ম্যানচেস্টার ইউনাইটেডর খেলা আমি সরাসরি বা হাইলাইট তেমন একটা দেখি না। কিন্তু মাঝে মাঝে আমি ফুটবল খেলার স্কোর চেক করে দেখি। অনেকদিন ধরে আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে তেমন একটা জিততে দেখিনি। ম্যাচটির রিভিউ পরে জানতে পারলাম তারা আজকে জয়লাভ করেছে। এবং এফ এ কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। শুভকামনা রইল প্রিয় দলের জন্য।
আসলে দলটা ভালো খেলা খেললেও জয়লাভ করতে পারছিল না অবশেষে জয় লাভ করতে পেরেছে দেখে আমারও ভালো লেগেছে।
হ্যা ভাই সেটাই আর কি। এই টিমে বেশ ভালো ভালো প্লেয়ার আছে।
আমার দেখা এই সিজেনের সেরা ম্যাচ ছিল এটা। এই মৌসুমে অসাধারণ খেলছে লিভারপুল তাদের কে ডমিনেট করে জেতা মোটেই সহজ ছিল না। তবে এইদিন ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ এর স্ট্যাটাজি এর একটা পরিচয় পাওয়া গেছে। এবং একেবারে শেষ মূহুর্তে ঐরকম জয়সূচক গোল আমি অবাক হয়ে গেছিলাম।
এজন্যই তো বলা হয় ভাইয়া পুরনো চাল ভাতে বাড়ে। সেই প্রমাণটাই এরিক টেন হ্যাগ দেখিয়ে দিল।