লাইফস্টাইলঃ শুধু চপ খেতে যেয়ে মনটা খারাপ হয়ে গেল
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। যারা আমার পোস্টগুলো নিয়মিত পড়েন তারা জানেন যে আমি গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। যেহেতু জ্বর কিছুটা কমে এসেছে আর তারপর থেকেই মনের মধ্যে বারবার ওকে দিচ্ছে কি খাব কি খাব। কিন্তু সঠিকভাবে যে কি করব সেটা বুঝতে পারছিলাম না আর তাই জন্য সামনে যেটা আছে সেটাই যেন খেতে শুরু করে দিচ্ছি। আজকে হঠাৎ লক্ষ্য করে দেখলাম আমাদের গ্রামের বাজারে বড়া এবং চপ ভাজতে শুরু করে দিয়েছে। তা দেখে আমরা কয়েকজন চপ খেতে শুরু করে দিলাম। সেখানে আমরা খুব একটা বেশি পরিমাণে খাইনি কেননা সেটার মান খুব একটা ভালো ছিল না। এরই মধ্যে হঠাৎ করে একজন বলে ফেলল বাওট এর চপ নাকি খেতে অনেক সুস্বাদু।
জায়গাটা যদিও আমাদের গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত তারপরও যেহেতু খাওয়া দাওয়া করতে হবে তাই আমরা আর দেরি করলাম না। আমি আমার পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছিলাম সেই কাজ বাদ দিয়ে চলে গেলাম সুস্বাদু চপ খাবার জন্য। যেহেতু আমাদের কাছে মোটরসাইকেল ছিল তাই আমাদেরকে খুব একটা বেশি পরিমাণে কষ্ট করতে হয়নি সেখানে যাবার জন্য। মোটরসাইকেল থাকার কারণে অল্প সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। সেখানে যাবার পরে আমরা নামকরা সেই চাচার কাছ থেকে কিছু চপ নেবার জন্য অর্ডার দিলাম। আগেই বলে রাখি এই জায়গাতে এর আগে আমি কোনদিন আসিনি তাই আমি জানতাম না এটা খেতে কেমন সুস্বাদু । যেহেতু আমি জানতাম না তাই আমার মনের মাঝে আগ্রহের পরিমাণটা অনেক বেশি ছিল যে হয়তোবা ভালো কোন একটা জিনিস খেতে পারব।
দীর্ঘ এই আগ্রহের অবসান যে মুহূর্তে হলো তখন আমার কাছে খুবই খারাপ লাগছিল। আমার খারাপ লাগে সব থেকে বড় কারণ হচ্ছে আমি যেভাবে আশা করে এসেছিলাম যে এটা খেতে খুবই পছন্দ হবে প্রকৃতপক্ষে এটা খেতে ততটা সুস্বাদু ছিল না। আমরা সেখানে চার জন গিয়েছিলাম। আমাদের মধ্য থেকে যে দুইজন ব্যক্তি এখানে প্রতিনিয়ত আসে তারা বলছিল আজকে নাকি ভালো হয়নি কিন্তু আমরা বাকি দুজন তাদের কথা মানতে একেবারে নারাজ। আমরা তাদের দুইজনকে বকাঝকা করতে শুরু করলাম যে এই রকমের ফালতু জিনিস খাবার জন্য আমাদেরকে এত দূরে আসতে হলো। মিথ্যা কথা বলতে আমাদের মনের মাঝে যে আগ্রহটা ছিল সেই আগ্রহে তা যেন মারা গেল এই চপ খাবার মধ্য দিয়ে। আমার মনে হয় না এরপরে কোন সময় আমাকে যদি কেউ এই জায়গাতে চপ খেতে নিয়ে আসতে চাই আমি তার সাথে যাব।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে এত দূরে গিয়ে একটা খাবার যদি মনের মত না হয় তাহলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আপনি আপনার দুই বন্ধুকে বকা দিয়েছেন, হয়তো তারা বুঝতে পারেনি যে এরকমটা হবে, ভবিষ্যতে আবার গিয়ে দেখতে পারেন।
ঠিক কথা বলেছেন এত দূরে গেলাম আর খাবার মনের মত হলো না তাই খারাপ লেগেছে।
আহারে! আজকের দিনটাই তবে চপের জন্য খারাপ! দু জায়গায় খেলেন, একটাও ভালো ছিলো না!
কথা বলেছেন আপু দুই জায়গাতে গেলাম এক জায়গাতেও ভালো লাগলো না।
আসলে ভাইয়া সবসময় সবার রেসিপি এক হয়না, সেটাও মানতে হবে। যেহেতো দুইজন প্রতিনিয়ত এখানে এসে চপ খায়, তারা তো মিথ্যা বলবে না। যায়হোক সত্য মিথ্যে যাচাই করার জন্য আরেকদিন গিয়ে চপ খাবেন,হি হি হি। ধন্যবাদ।
আসলে হয়তোবা আমার দিনটাই খারাপ ছিল তাই ভালো লাগেনি। ভাবছি আর একদিন যেতে হবে তাহলে বুঝতে পারবো কেমন খেতে।
এইটা আসলেই অনেক কষ্টের ব্যাপার।পছন্দের খাবার খেতে দূরে গিয়ে যদি মনের মত চপ পাওয়া না যায় তাহলে খারাপ তো লাগবে।তবে আপনার বন্ধুরা যেহেতু খাই তাই ভালো হওয়ার কথা ছিল।তারপরেও ওইদিন ব্যাড লাক ছিল আপনাদের।পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক কথা বলেছেন আপু এই দিন আমাদের একটু ব্যাড লাগছিল যার কারণে খারাপ লেগেছে খেতে।
চপ খেতে আমারও খুব ভালো লাগে। এতো দূরে যাওয়ার পর খাবার যদি ভালো মানের না হয় তাহলে নিশ্চয় মন খারাপ হয়ে যায়। যেকোনো কারণে হয়তো পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। যাই হোক আরেকদিন গিয়ে চপ খেয়ে আসবেন। ধন্যবাদ আপনাকে ভাই।
তেমনটাই চিন্তা করেছি ভাই আর একদিন যেতে হবে।
চপ খেতে খুব ভালো লাগে কিন্তুু তা যদি হয় মনের মতো সুস্বাদু তবেই। আপনারা সবাই মিলে গিয়ে চপ খেয়েছে এবং আপনার মন খারাপ হয়ে গেছে কারণ চপ গুলো সুস্বাদু লাগে নি জন্য। এরকমই হয় ভাইয়া কোন কিছু খেলে কারো ভালো লাগে তো কারো কাছে ভালো লাগে না সেরকম অবস্থা হয়েছিল আপনাদের। পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলে এই ধরনের তেলেভাজা গুলো খেতে আসলেই অনেক বেশি সুস্বাদু হয়।