নাটক রিভিউঃ আমি নায়ক আমি ভিলেন
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কাছে খুবই ভালো লাগে যখনই সময় পাই তখনই নাটক দেখতে থাকি। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে নাটক টিভি শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে এখন অটোমেটিভ শেয়ার করা যেতে পারে। যেহেতু আমার কাছে ট্রাঙ্ক নিয়ে নাটক গুলো খুবই ভালো লাগে তাই তো মাঝে মাঝে সেগুলো দেখি আর সময় অতিবাহিত করি। আজকে আমি তাদেরই অভিনীত একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি।
নাটকের নাম | আমি নায়ক আমি ভিলেন |
---|---|
পরিচালক | সাইদুর রহমান সবুজ |
অভিনয় | সাকিব সিদ্দিক, অনন্যা সহ আরো অনেকে |
দৈর্ঘ্য | ২৩ মিনিট ১০ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ৬ জুন ২০২৩ |
নাটকের শুরুতেই আমরা লক্ষ্য করলাম নাটকের নায়ক এবং তার বন্ধু একটা জায়গায় দাঁড়িয়ে গান গাইছে আর যখনই তারা দুজনে নাটকের নায়িকাকে দেখতে পাই ঠিক সেই সময় নায়িকাকে ইভটিজিং করতে শুরু করে।
নায়িকা শহরে থাকা তার এক আত্মীয়কে বিষয়টা জানাই আর সেই আত্মীয়তার ছেলেকে বিষয়টা বলেন যেন তার ছেলে দেখে কে নায়িকাকে ইভটিজিং করছে।
নায়ক যখন গাড়ি ছেলেকে খুঁজবে যায় তখন সে বুঝতে পারে যে সেই ছেলেটা আর অন্য কেউ নয় সে নিজেই। তাইতো নায়ক বিষয়টি নায়িকার কাছ থেকে গোপন রাখার চেষ্টা করে।
যেহেতু নায়ক বিষয়টা গোপন করে ফেলে তাই সে সব সময় নায়িকাকে যেখানে দেখতে পাই সেখানেই কথা বলার চেষ্টা করে যেন নায়িকা তার প্রতি কিছুটা আসক্ত হয়। আর নায়িকা ও তার সাথে ভালো ব্যবহার করে কেননা সে তো একজন কেউ বলেই রেখেছে এটা শায়েস্তা করার জন্য।
নাটকের একটা মুহূর্তে আমরা লক্ষ্য করি নায়ক মার খাবার অভিনয় করে নায়িকার সামনে। সে নায়িকাকে এমন ভাবে বোঝাই যে ইভটিজিং করার জন্য তাকে কেউ একজন মেরেছে। আর এই অবস্থা দেখে তাদের দুজনার মধ্যে হালকা প্রেম শুরু হয়ে যায়।
নাটকের শেষ মুহূর্তে আমরা লক্ষ্য করি যে তাদের দুজনার মধ্যে প্রেম হয়ে যায় আর নায়ক নায়িকার আত্মীয়ের বাড়িতে যাই। কিন্তু নায়িকা আগে থেকে জানতো না যে এই ছেলেটাই তার আত্মীয়ের ছেলে। সবশেষের দিকে নায়িকাকে সেই আত্মীয় বলে দেয় যে এটা আর অন্য কেউ নয় এটা তারই ছেলে। আর এরই মধ্য দিয়ে তাদের ভালোবাসা সম্পর্কটা আরও গভীর হয়ে যায়।
নাটকটির আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিবো ১০ এর মধ্যে ৮ ।
ভিডিও লিংক
আমার শেয়ার করা নাটকের এই রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা পোস্ট এর মধ্যে দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
নাটক দেখতে সবার কাছে ভালো লাগে। তবে সময় সুযোগ হয় না নাটকগুলো দেখার। আপনি সুন্দর সুন্দর নাটক রিভিউ শেয়ার করেন অনেক ভালো লাগে। আপনার মাধ্যমে বেশ সুন্দর একটি নাটক দেখতে পেলাম। অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
তারপর মাঝে মাঝে সময় বের করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।
নাটকটা নতুন মনে হয়। এর আগে কোনদিন নাটকটা দেখা হয়নি। বেশি ভালো লাগলো আপনার নাটকের ভিডিওটা দেখে। এখনকার এ নাট্যকারদের নাটকগুলো আমার কাছে ভালো লাগে। অনেক সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ
কি বলেন নাটকটা নতুন হবে কেন এটা তো অনেক দিন আগের পুরাতন নাটক।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। সাকিব সিদ্দিকের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।
সাকিব সিদ্দিক এর অভিনেতা নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাই।
Hi, @mostafezur001,
Thank you for your contribution to the Steem ecosystem.
- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি ভেবেছিলাম এই নাটক দেখবো কিন্তু সময়ের অভাবে আর দেখা হয়নি। তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সাকিব আর অনন্যার নাটক দেখতে খুব ভালো লাগে। তারা দু'জনেই খুব ভালো অভিনয় করে। সময় পেলে অবশ্যই দেখবো। সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
নাটকটা একবার দেখে নিবেন আপু আশা করি অনেক ভালো লাগবে।
যাক, নাটকের শেষে এসে তো নায়ক-নায়িকার ভিতরে প্রেমটা হয়ে যায়, এটা বেশ ভালো ব্যাপার। যদিও "আমি নায়ক আমি ভিলেন" এই নাটকটি আমি দেখিনি। তবে আপনার রিভিউটি পড়ে নাটকটি দেখার বেশ ইচ্ছে হলো। আগে অনেক বাংলাদেশী নাটক দেখতাম, তবে এখন তেমন একটা আর দেখা হয় না।
নায়ক নায়িকার মধ্যে প্রেম না হলে তো আর নাটকটা পূর্ণতা লাভ করত না।