স্পোর্টসঃ চেলসির সাথে জয় এর মধ্য দিয়ে সিজন শুরু ম্যানচেস্টার সিটির
Credit: Sky Sports Live
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। খেলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি সবসময় আপনাদের মাঝে খেলার রিভিউ শেয়ার করে থাকি। যেহেতু ফুটবল খেলার সিজন শেষ হয়ে গিয়েছিল তাই বেশ কিছুদিন খেলা দেখতে পারছিলাম না তাই খুবই খারাপ লাগছিল। অবশেষে আবারো নতুন সৃজন শুরু হয়ে গেল আর আমিও আবারো খেলা দেখতে শুরু করে দিলাম। যেহেতু আমি এই ম্যানচেস্টার সিটির সাপোর্টার তাই আজকে আমি তাদেরই প্রথম খেলাটা রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এই খেলাতে দুইটা বড় দল অংশগ্রহণ করেছিল এক দিকে অংশগ্রহণ করেছিল ম্যানচেস্টার সিটি অন্যদিকে অংশগ্রহণ করেছিল চেলসি। যদিও গত কয়েক বছর যাবত চেলসি খুব একটা ভালো খেলা উপহার দিতে পারছে না তারপরও আমরা জানি এই দলটা কতটা বড় এবং কতটা শক্তিশালী।
Credit: Sky Sports Live
গত কয়েক বছর যাবত আমরা দেখে আসছি ম্যানচেস্টার সিটি খুবই সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছিল ঠিক এই নতুন বছরেও তেমনটাই আমরা দেখতে পেলাম। খেলা শুরু হবার পরে প্রথমেই হল্যান্ড একটা গোল দিয়ে ম্যানচেস্টার সিটি কে এগিয়ে দিল।
Credit: Sky Sports Live
এরপরে এভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় দুইটা দলই খুবই ভালো খেলা আমাদেরকে উপহার দেয় কিন্তু কেউই তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
Credit: Sky Sports Live
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবার পরে খেলাটা দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল। কেননা চেলসি জেতার জন্য মরিয়া হয়ে গিয়েছিল আর ম্যানচেস্টার সিটি ও চাচ্ছিল আরো একটা গোল করে গোল ব্যবধানটা বাড়িয়ে ফেলতে।
Credit: Arena Sports 1
খেলার শেষ অংশে ম্যানচেস্টার সিটি আরও একটা গোল দিয়ে দেয় আর সেই গোলের মধ্য দিয়ে তাদের জয়টাকে নিশ্চিত করে ফেলে। এই সিজনটা ম্যানচেস্টার সিটি জয়ের মধ্যে দিয়েই শুরু করল এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুটবল খেলা দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.