(এসো নিজে করি" সপ্তাহ- সপ্তম দিন) রঙিন কাগজের ওয়ালমেট তৈরি
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, মার্চ ১০/২০২৪
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বড় দাদা ডাই সপ্তাহ ঘোষণা করার পর থেকে অনেক সুন্দর সুন্দর পোস্ট লক্ষ্য করলাম। আসলে আমার বাংলা ব্লক কমিউনিটির প্রত্যেকটি ইউজার অনেক ক্রিয়েটিভ যার কারণে তারা সকলেই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে থাকেন। আর এই প্রতিযোগিতা তার আয়োজন করার পর থেকে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেয়ে গিয়েছে। আমিও চেষ্টা করলাম আমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এই সাত দিনে সাতটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি আমার তৈরি করা পোস্টগুলো ও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে শেষ দিনে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজের একটা ওয়ালমেট নিয়ে।
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | রঙিন কাগজ |
২ | গাম |
৩ | কার্ডবোর্ড |
৪ | কাঁইচি |
ধাপ -১
ওয়ালমেট তৈরি করার জন্য আমি প্রথমেই কিছু রঙিন কাগজ কেটে নিলাম।
ধাপ -২
যেহেতু ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে সুন্দর সুন্দর ফুল তৈরি করতে হয় তাই আমি কেটে নেওয়ার সেই কাগজগুলো দিয়ে ফুলর পাপড়ি তৈরি করতে শুরু করলাম। আমি কিভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছি তা আপনাদের মাঝে উপরের ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে ফুলের পাপড়ি তৈরি করার পদ্ধতিটা ভালোভাবেই জানতে পারবেন।
ধাপ -৩
একই পদ্ধতি অবলম্বন করে আমি অনেকগুলো রঙিন কাগজের ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।
ধাপ -৪
এরপরে আমি আবারো লাল রঙের একটা রঙিন কাগজ নিলাম এবং সেই রঙিন কাগজটা নিয়ে সুন্দর একটা ফুল তৈরি করলাম। ফুল তৈরি করার পদ্ধতি ও আমি আপনাদের মাঝে উপরের ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।
ধাপ -৫
যেহেতু আমি রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করব তাই আমার তৈরি করা ওয়ালমেটটি সুন্দর করার জন্য রঙিন কাগজের ঠোঙ্গার মত করে তৈরি করে নিলাম।
ধাপ -৬
সবগুলো জিনিস তৈরি করে নেয়া হয়ে যাবার পরে আমি গাম দিয়ে সেগুলোকে কার্ডবোর্ড এর সাথে লাগাতে শুরু করে দিলাম।
ধাপ -৭
সবগুলো ফুলের পাপড়ি একত্রিতভাবে লাগানো হয়ে যাবার পরে সেটি এমন আকার ধারণ করল।
ধাপ -৮
এরপরে আমি লাল রঙের ফুলটি ঠিক মাঝখানে গাম দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ -৯
ওয়ালমেট এর সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আমি নিচের দিকে নিজের মত করে কিছু রঙিন কাগজ দিয়ে দিলাম আর তার ঠিক নিচে রঙিন কাগজের সেই ঠোঙ্গা লাগিয়ে দিলাম। আর এরই মধ্য দিয়েই সম্পূর্ণ হয়ে গেল আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট। আবার তৈরি করা রঙিন কাগজের এই ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের বাসায় হাজির হওয়ার নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এ ধরনের ওয়ালমেট যদি ঘরের দেয়াল এটা নিয়ে রাখা যায় দেখতে অনেক বেশি সুন্দর দেখায়, বিভিন্ন রংয়ের কাগজ ব্যবহার করার কারণে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া এমন ভাবে তৈরি করে ঘরে রেখে দিলে দেখতে অনেক সুন্দর লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে, কারণ এই রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেওয়ালে টানিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। আপনার ওয়ালমেটটি ও অসাধারণ হয়েছে।
কাগজ দিয়ে তৈরি দিয়ে কোন জিনিসই অনেক ভালো লাগে দেখতে।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল। তৈরি করার ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন।এই কাগজের ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কালার কম্বিনেশন করতে না পারলে তো কোন জিনিস ভালো লাগে না।
অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি।রঙিন কাগজের ওয়ালমেট দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি এই ওয়ালমেট তৈরি করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি ওয়ালমেট তৈরির পদ্ধতিটা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করতে।
কাগজের তৈরি ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন এবং ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।
এজন্যই আমি রঙিন কাগজগুলো খুবই ভালোভাবে নির্ধারণ করেছি।
রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানাতে এবং দেখতে ভীষণ ভালো লাগে । আপনার আজকের রঙিন কাগজের ওয়ালমেট টি খুবই চমৎকার হয়েছে। বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি করা এই ওয়ালমেট আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হয়েছি আমি।
রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে ভাই । বিশেষ করে কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। ওয়ালমেট তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হইছে। এই ধরনের ওয়ালমেট তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
চেষ্টা করেছি ভাইয়া অল্প সময়ের মধ্যে দুর্দান্ত কিছু তৈরি করতে।
রঙ্গিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এবং এটার কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল এবং আপনি বেশ দারুন ভাবে কাজটি সম্পন্ন করেছেন। এর আগেও বেশ সুন্দর সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে হাজির করেছেন এবং ফুলগুলি ভালো লাগতেছে, আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসলে সুন্দর ওয়ালমেট তৈরি করতে পারি কিন্তু সময়ের অভাবে তৈরি করা হয় না।
ওয়াও আপনি রঙিন কাগজ এবং কার্ডবোড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আসলে রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। সত্যি বলতে আপনার এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে ওয়ালমেট উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। তাই ধন্যবাদ আপনাকে।
কার্ডবোর্ড দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে সেটা অনেক শক্ত হয়।