পাখির চোখে এসেম্বলি ক্লাস দেখা

in আমার বাংলা ব্লগ8 months ago

IMG20240318084431.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, মার্চ ১৯/২০২৪

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। পূর্বে আমি প্রতিনিয়ত চেষ্টা করতাম আমাদের স্কুলে অনুষ্ঠিত বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে আমাদের স্কুলের কোন বিষয় আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তাই আজকে আমি চিন্তা করলাম আমাদের স্কুলের অনুষ্ঠিত হওয়া একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু আপনারা পূর্বে আমার পোস্টগুলো পড়েছেন এবং দেখেছেন যে আমরা অন্যান্য স্কুলের তুলনায় নিজেদেরকে ভিন্ন প্রমাণ করার জন্য অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কার্যক্রমটি হচ্ছে এসেম্বলি ক্লাসের কার্যক্রম গুলো সঠিকভাবে পালন করা। বর্তমান সময়ে স্কুলগুলোতে এসেম্বলি ক্লাস লক্ষ্য করা যায় না বললেই চলে আবার যদি কোন কোন স্কুলে এসএমএস ক্লাস হয়ে থাকে তাহলে সেখানে শুধুমাত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়েই শেষ হয়ে যায়। কিন্তু আমরা সব সময় চেষ্টা করি এসেম্বলি ক্লাসের পূর্ণ কার্যক্রম মেনে চলতে এবং সেই অনুযায়ী আমরা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাই।

IMG20240318084419.jpg

গত দিন যখন এসেম্বলি ক্লাসের কার্যক্রম চলছিল ঠিক সেই মুহূর্তে আমি চিন্তা করলাম একটু ভিন্নভাবে আজকে ফটোগ্রাফি ধারণ করা যাক। তাই আমি চলে গেলাম আমাদের স্কুলের ছাদের উপরে আর সেখান থেকেই আমি ধারণ করতে শুরু করলাম এসেম্বলি ক্লাসের মুহূর্তগুলো। সত্য কথা বলতে উপর থেকে যে এসেম্বলি ক্লাস টা দেখতে এতটা বেশি ভালো লাগবে সেটা আমি ভাবতেও পেরেছিলাম না। যেহেতু আমাদের স্কুলের প্রায়ই সকল ছাত্র-ছাত্রী স্কুল ড্রেস পরিধান করে এসেছিল আর অন্যান্য বছরে তুলনায় এ বছর ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তাই এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি বেশ কয়েকটা ভিডিও ও ধারণ করেছিলাম সেগুলো ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। যেহেতু এখানে ভিডিও শেয়ার করার মত কোন মাধ্যম নেই তাই আমি শুধুমাত্র ফটোগ্রাফি শেয়ার করেছি।

IMG20240318084415.jpg

এভাবে উপর থেকে জিনিসগুলোকে দেখাকে অনেকটাই বলা হয় পাখির চোখে দেখা। আর পাখির চোখে এমন দৃশ্য দেখতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে একটু ভিন্নভাবে গড়ে তুলতে যেন তারা খুব সহজেই সমাজের সকল স্থানে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে। আর আমাদের লক্ষ্য রয়েছে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে ক্যাডেট কলেজে ভর্তি করব তাই এই এসেম্বলি ক্লাসের এর কার্যক্রম গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি লক্ষ্য করে দেখেছি ক্যাডেট কলেজগুলোতে এসেম্বলি ক্লাসের কার্যক্রম খুবই ভালোভাবে অনুসরণ করা হয় এমনকি আর্মিদের মতো তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এমন কার্যক্রম চালিয়ে যেতে পারি তাহলে একসময় আমাদের স্কুলটা আশেপাশে এলাকার মধ্যে নাম করা একটা স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই বিশ্বাস আমাদের রয়েছে। আর সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়েই শূন্য থেকে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে।

আমাদের স্কুলের গ্রহণ করা এমন ভিন্ন ধরনের উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

জেনে খুশি হলাম ভাই আপনার স্কুলে সব কিছু নিয়ম মোতাবেক পালন করেন। এই ধরনের এসেম্বলি ক্লাস আমার কাছে অনেক ভালো লাগে। এই সময়টা আমি খুব উপভোগ করেছি। একই এরকম ড্রেস পড়ে একসাথে এই ভানে এসেম্বলিত ক্লাস দেখতে অসাধারণ লাগে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নিয়ম কানুন না মেনে চললে কোনভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয়।

 8 months ago 

হ্যা ভাই ঠিক কথা বলেছেন।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy. Kushtia

 8 months ago 

ভাইয়া আপনাদের স্কুলের গ্রহণ করা একটি দারুণ উদ্যোগ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে বর্তমান সময়ের প্রাইমারি স্কুলগুলোতে এসেম্বলি জিনিসটা কি দেখায় যায় না বাচ্চারা তো বোঝা দূরের কথা। আর সেখানে আপনারা প্রতিনিয়ত এই এসেম্বলি ক্লাসসহ নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেটি আসলে স্টুডেন্টদের মেধা বিকাশের একটি বড় মাধ্যম। আপনারা আপনাদের স্কুলের ছাত্রদের ক্যাডেট কলেজে ভর্তি করাতে চান এটি শুনে বেশ খুশি হলাম। আমার মতে প্রতিটি স্কুলের শিক্ষকদের এরকম চিন্তাভাবনা থাকা উচিত তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেকারত্ব নামক অভিশাপে ভুগবে না। অবশ্যই আপনার আজকের পোস্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার এবং আপনাদের স্কুলের জন্য শুভকামনা রইল ভাইয়া।

 8 months ago 

বর্তমান সময়ে এমন জিনিস গুলো আর দেখতে পাওয়া যায় না বললেই চলে।

 8 months ago 

আপনার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আপনার অনেক বড় স্বপ্ন, যা দেখছি ভাই। আশা করি, আপনার ছাত্র-ছাত্রীদের ক্যাডেট কলেজে ভর্তি করানোর যে স্বপ্ন আপনার রয়েছে, সেটা অবশ্যই পূরণ হবে। তবে এটা সত্যি কথা, এখনকার স্কুলগুলোতে এসেম্বলি করানো একেবারেই বন্ধ করে দিয়েছে। তবে আমি মনে করি, প্রত্যেকটা বাচ্চারই এসেম্বলি করা উচিত। এতে করে শরীরও যেমন সুস্থ থাকে, তেমনি অনেক ব্যাপারে তারা নিজেদেরকে তৈরি করতেও পারে। ভালো লাগলো ভাই আপনার চিন্তাধারা গুলো এবং আপনার এই পোস্ট টি ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92268.82
ETH 3102.93
USDT 1.00
SBD 3.03