হঠাৎ কালবৈশাখী ঝড়

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ব্লগটি হচ্ছে হঠাৎ কালবৈশাখী ঝড় নিয়ে। হঠাৎ করেই কালবৈশাখী ঝড় এ তো নতুন কিছু নয়। যেহেতু বৈশাখ মাস কালবৈশাখী ঝড় যে কোন সময় হবে এটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তের অদ্ভুত সুন্দর প্রকৃতি আমার কাছে মনমুগ্ধকর মনে হয়। বৈশাখ মাসে হঠাৎ করেই রোদের মধ্যে আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে যায়।মনে হয় যেন এই বুঝি রাত নেমে এলো। তখন হঠাৎ করেই চারদিক থেকে ঝড় ঝাপটা বাতাস শুরু হয় পাকা পাকা আম পড়তে শুরু করে।তখন গ্রামের ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি হইহুল্লোড় আর বাতাসের সাথে তাল মিলিয়ে নাচতে থাকে। আসলেই এই মুহূর্তটি এতটাই সুন্দর যে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না।

20230527_151754.jpg

20230527_152018.jpg

20230527_151944.jpg

সেই ছোটবেলা থেকেই গ্রামে যখন কালবৈশাখী ঝড় হয় তখন এই পরিবেশটা আমি বেশ উপভোগ করি। গতকাল সকাল থেকেই ছিল কাঠফাটা রোদ। চারদিকে ঝল জলে রোদ আর গরম । দুপুরবেলা হঠাৎ করেই ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে যেন দু মিনিটের মধ্যেই আলো থেকে অন্ধকার নেমে এসেছে পৃথিবীতে।তখন চারদিকে বাতাস আর বাতাস গাছগুলো যেন হেলেদুলে ভেঙে পড়ছিল।এমন সময় এত সুন্দর চিত্র দেখার জন্য আমিও বেরিয়ে পড়লাম। তারপর আমি এমন সুন্দর চিত্র ফটোগ্রাফি করলাম। নারকেল গাছগুলো যেন বাতাসের সাথে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢলে পড়ছে। এমন দৃশ্য ধারণ করার জন্য আমি মোবাইল নিয়ে ফটোগ্রাফি করার জন্য বের হয়ে যাই। পুকুর পাড়ে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ খুব ভালোভাবেই উপভোগ করছিলাম। আর দূর থেকে দেখছিলাম গ্রামের ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছে আর আনন্দ উপভোগ করছে। আসলেই এমন দৃশ্য মনমুগ্ধকর।

20230527_151915.jpg

20230527_151812.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঝড়ের সময় প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে চোখ ফেরানো দায়। বেশ ভালোলাগা, আমার এই সুন্দর প্রকৃতি মনে হচ্ছে সব হেলে দুলে নয়ে পড়ছে। কি অপরূপ দৃশ্য । কখনো বা আম পড়ার শব্দ। আসলে ছোটবেলার কথাগুলো একটু বেশি মনে পড়ে যায়।

 2 years ago 

আসলে সবাই প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তখন প্রকৃতির রূপ যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। আর ওই সময় আম পড়ার শব্দ আসলেই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

ঠিকই বলেছেন যেহেতু বৈশাখ মাস যেকোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। এরকম ঝড় বাতাসের সময় গাছের দিকে তাকালে বোঝা যায় গাছগুলো কত সুন্দর দোল খাচ্ছে। আর এরকম ঝড়ের সময় গ্রামের ছেলে মেয়েগুলো আম কুড়ানোর কাজে খুব ব্যস্ত থাকে। এবং এরকম সময় উপভোগ করতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য।

 2 years ago 

আসলেই যখন তখন বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় উঠে যায়। আর ঠিক তখনই প্রকৃতি ভিন্নরূপ ে সেজে ওঠে। গ্রামের মানুষরা তখন ব্যস্ত থাকে আমি কুড়ানোর জন্য।

 2 years ago 

শহরে কালবৈশাখী ঝড় হলে বুঝতেই পারি না। জানলা দরজা সব বন্ধ থাকে পর্দা দেওয়া থাকে দেখতে পারিনা। তবে এবার কয়েকদিন আগে বাড়িতে গিয়ে কালবৈশাখী ঝড় আমি একদম বলতে গেলে সামনে থেকে দেখেছি। যেহেতু এখন গ্রামে ধান উঠেছে এবং প্রত্যেকটা বাড়িতে ব্যস্ততা চলছে। তার মধ্যে এই কালবৈশাখী ঝড়। প্রায় সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছিল তাদের সোনার ফসল বাঁচানোর জন্য।

 2 years ago 

আপু আসলে শহরে দালানকোঠা এত বেশি যে ঝড় বৃষ্টি যাই হোক কিছুই বুঝা যায় না বাসার ভেতরে। কিন্তু গ্রামে গাছপালা যখন বাতাসে দূরে থাকে তখন গ্রামের মানুষটা ঘর থেকে বের হয়ে যায় এমন দৃশ্য দেখার জন্য।

 2 years ago 

কালবৈশাখী ঝড় আপু গ্রামে থাকলে অনেক সুন্দর ভাবে অনুভব করা যায় কিন্তু শহরে ততটা ফিল করা যায়। ছোট বেলায় যখন ছিলাম তখন কালবৈশাখী ঝড় আসার জন্য অপেক্ষা করতাম গাছ থেকে পাকা আম ঝড়ে পড়ার জন্য। একদিকে আম কুড়ানোর জন্য অনেক বেশি আগ্রহ করতাম। অন্যদিকে কালবৈশাখী ঝড়ের ভয়ে ছুটে চলে যেতাম খুব বেশি ভালো কাজ করতো ভয় হি হি হি। অনেক সুন্দর একটি অনুভূতি শেয়ার করেছেন কালবৈশাখী ঝড় নিয়ে অনেক ভালো লেগেছে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

গ্রামে থাকে তারাই এই সৌন্দর্য উপভোগ করতে পারে। ছোটবেলায় আমি ও ঝড় দেখার অপেক্ষায় থাকতাম।এটা অবশ্য ঠিক তখন অনেক ভয় কাজ করত।

 2 years ago 

এই কালবৈশাখী ঝড়ে আমাদের খুবই ক্ষতি হয়েছে আপু। সত্যি মানুষের অনেক প্রকার ক্ষতি করে রেখে যায়। তবে এই ঝড় শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাইরে অবস্থান করতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি ভালো লাগে। পাশাপাশি ছোট বড় ছেলে মেয়েরা আম কোড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং কুড়িয়ে বেড়ায়।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বৈশাখী ঝড়ের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এটা যেমন দেখতে সুন্দর তেমনি ক্ষতিগ্রস্তেরও বিষয়। তবে যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয় তাদের জন্য শোকাবহ।

 2 years ago 

আসলে এখনকার আবহাওয়া কেমন যেন হয়ে গিয়েছে। এই কাল বৈশাখী ঝড়,এই গরম,এই রোদ। সবমিলিয়ে এলোমেলো একটা অবস্থা। তবে ছোটবেলায় ঝড়ের সময় আম কুড়াতে খুব ভালো লাগতো। আম কুড়ানো নিয়ে সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা হতো। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি এখন বৈশাখী ঝড় এই আসে এই চলে যায় ।নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে না আর ঝড় হওয়ার পর রোদ উঠলে মনে হয় না যে কিছুক্ষণ আগেও যাওয়ার হয়েছে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.26
JST 0.041
BTC 98673.88
ETH 3643.75
SBD 3.28