আসলে এখনকার আবহাওয়া কেমন যেন হয়ে গিয়েছে। এই কাল বৈশাখী ঝড়,এই গরম,এই রোদ। সবমিলিয়ে এলোমেলো একটা অবস্থা। তবে ছোটবেলায় ঝড়ের সময় আম কুড়াতে খুব ভালো লাগতো। আম কুড়ানো নিয়ে সবার মধ্যে এক ধরনের প্রতিযোগিতা হতো। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
এটা ঠিক বলেছেন আপনি এখন বৈশাখী ঝড় এই আসে এই চলে যায় ।নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে না আর ঝড় হওয়ার পর রোদ উঠলে মনে হয় না যে কিছুক্ষণ আগেও যাওয়ার হয়েছে।