অরিগ্যামি-সাদা শাপলা ফুলের অরিগ্যামি||

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহের একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমি সাদা শাপলা ফুলের অরিগ্যামি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার পোস্ট সবাই ভালো লাগবে।


সাদা শাপলা ফুলের অরিগ্যামি:

IMG_20240515_095952.png
Device-OPPO-A15


ছোটবেলা থেকেই শাপলা ফুল আমার ভীষণ পছন্দের। নদীতে ফুটে থাকা শাপলা ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতো। অনেক সময় তো বায়না করতাম শাপলা ফুল এনে দেওয়ার জন্য। তখন মাঝে মাঝেই নদীতে ছোট ছোট শাপলা ফুল দেখতে পেতাম। আবার কিছু কিছু শাপলা ফুল গাছ ছিল যেগুলোর গোড়ায় ফলের মত কি জানি হতো। সেগুলো তুলে সবাই খেতো। আমিও খেয়েছি অনেকবার। নাম এই মুহূর্তে মনে পড়ছে না। খুব সম্ভবত ওই ফলটিকে ঢেপ বলা হতো। জানিনা অন্যান্য অঞ্চলে হয়তো অন্য নামে পরিচিত হতে পারে। যাইহোক অনেকদিন পর কাগজ দিয়ে সাদা শাপলা ফুল তৈরি করতে বেশ ভালো লেগেছে। আসলে কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতেই ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সাদা শাপলা ফুল তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. পোস্টার রং।
৫. কাঁচি।

IMG20240514134835.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240514135232.jpg
Device-OPPO-A15
IMG20240514135308.jpg
Device-OPPO-A15


সাদা শাপলা ফুল তৈরি করার জন্য প্রথমে আমি বড়, মাঝারি এবং ছোট সাইজের কাগজ কেটে নিয়েছি। এরপর একটি কাগজ নিয়ে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-২

IMG20240514135322.jpg
Device-OPPO-A15
IMG20240514135348.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু ভাঁজ করেছি। যাতে করে শাপলা ফুলের পাপড়িগুলো তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20240514135407.jpg
Device-OPPO-A15
IMG20240514135422.jpg
Device-OPPO-A15


এবার ফুলের পাপড়ির অংশ সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240514135509.jpg
Device-OPPO-A15
IMG20240514135642.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে কাগজ কেটে কেটে ফুলের পাপড়ি গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240514135735.jpg
Device-OPPO-A15
IMG20240514140154.jpg
Device-OPPO-A15


এবার পাপড়ি গুলো আরো বেশি সুন্দর করার জন্য ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240514140516.jpg
Device-OPPO-A15
IMG20240514140707.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সবগুলো ফুলের পাপড়ি সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।

ধাপ-৭


IMG20240514140722.jpg
Device-OPPO-A15
IMG20240514140807.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সবগুলো ফুলের পাপড়ি সুন্দর করে প্রস্তুত করে নিয়েছি। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৮

IMG20240514140846.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240514140937.jpg
Device-OPPO-A15
IMG20240514141005.jpg
Device-OPPO-A15


এবার ফুলের মাঝের অংশের সৌন্দর্য তৈরি করার জন্য হলুদ রঙের কাগজ কেটে নিয়েছি। এরপর ভাঁজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240514141054.jpg
Device-OPPO-A15
IMG20240514141111.jpg
Device-OPPO-A15


এবার হলুদ কাগজগুলো দিয়ে ফুলের মাঝের অংশের সৌন্দর্য তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20240514141224.jpg
Device-OPPO-A15
IMG20240514141322.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ফুলের মত আকৃতি তৈরি করেছি। আর সুন্দর করে আঠা দিয়ে ফুলের মাঝখানে লাগিয়ে নিয়েছি।


ধাপ-১২

IMG20240514141429.jpg
Device-OPPO-A15
IMG20240514141542.jpg
Device-OPPO-A15


এবার কিছু পাতা তৈরি করার জন্য সবুজ কাগজ কেটে নিয়েছি। বিভিন্ন সাইজের কাগজ কেটে নিয়েছি।


ধাপ-১৩

IMG20240514141559.jpg
Device-OPPO-A15
IMG20240514142016.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো চারকোনা করে ভাঁজ করে নিয়েছি। আর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-১৪

IMG20240514142038.jpg
Device-OPPO-A15
IMG20240514142250.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে পাতাগুলো কেটে নেওয়ার চেষ্টা করেছি। ছোট বড় বিভিন্ন সাইজের পাতা কেটে নিয়েছি।


ধাপ-১৫

IMG20240514142352.jpg
Device-OPPO-A15
IMG20240514143029.jpg
Device-OPPO-A15


এবার পাতাগুলো সুন্দর করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


শেষ ধাপ

IMG20240514143149.jpg
Device-OPPO-A15


এবার আমি সম্পূর্ণ অংশ সেটিং করে নেওয়ার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240515_004423.png
Device-OPPO-A15


সাদা শাপলা ফুলের অরিগ্যামি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। অনেকদিন থেকে সাদা শাপলা ফুল দেখি না। সত্যি কথা বলতে ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য এখনো চোখের সামনে ভেসে বেড়ায়। তাইতো আমি কাগজের শাপলা ফুল তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 6 months ago 

দুর্দান্ত দুইটি শাপলা ফুলের অরিগামি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা অরিগামি গুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। কাগজ দিয়ে তৈরি শাপলা ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার এই পোস্ট আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো। চেষ্টা করেছি প্রতিটি ধাপ তুলে ধরার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনি অনেক সুন্দর একটি শাপলা ফুলের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন। শাপলা ফুল ছোট বড় সবারই পছন্দ। এইজন্য শাপলা ফুল আমাদের জাতীয় ফুল হিসেবে পরিচিত। আর শাপলা ফুলের নিচে যে ফলটি হয় সেটি আমাদের এলাকাতেও ঢ্যাপ বলে থাকে।এই ঢ্যাপ দিয়ে খৈই হয় এবং এই খৈইগুলো খেতে অনেক সুস্বাদু লাগে । যাইহোক আপনার শাপলা ফুলের পাতার কালার কম্বিনেশনটা দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটা শাপলা ফুলের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 6 months ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি কাগজ দিয়ে সুন্দরভাবে শাপলা ফুল তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শাপলা ফুলের ফলে টেস্ট সত্যি অনেক বেশি। ছোটবেলায় অনেক খেয়েছি।

 6 months ago 

চমৎকার সুন্দর বানিয়েছেন আপু সাদা শাপলা।ভীষণ সুন্দর হয়েছে দেখতে।মনে হচ্ছে বিল থেকে তুলে আনা শাপলা।ধাপে ধাপে কাগজ কেটে দক্ষতার সাথে সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন শাপলা বানানো পদ্ধতি। ধন্যবাদ আপনাকে সুন্দর শাপলা ফুল বানিয়ে তা আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য

 6 months ago 

আমার তৈরি করা শাপলা ফুল দেখে আপনার কাছে ভালো লেগেছে এবং বিল থেকে তুলে আনা শাপলা ফুলের মতো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 6 months ago 

আমারও অরিগ্যামি তৈরি করতে ভালো লাগে। তবে এভাবে তৈরি করা হয়নি।আপনার সাদা শাপলা ফুলের অরিগ্যামি দেখে খুব সহজেই শিখে নিতে পারলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু আমি চেষ্টা করেছি সাদা শাপলা ফুল তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে এবং আপনিও শিখে নিয়েছেন জেনে ভালো লাগলো আপু।

 6 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি ফুলের অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করেছেন। সাদা শাপলা ফুলের এত সুন্দর অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায় তা আগে জানা ছিল না। এই প্লাটফর্মে আসার পর দেখতে তা পেলাম আর শিখতে ও পেলাম। আপনার এই অরিগ্যামি আমার কাছে খুব ভালো লেগেছে। শাপলা ফুল দেখতে একদম বাস্তবের ফুলের মতই দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার তৈরি করা সাদা শাপলা ফুলগুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। সত্যিই আপু এই প্লাটফর্মে আসার পর থেকে আমরা সবাই প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করছি।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর শাপলা ফুল তৈরি করেছেন। শাপলা ফুলটি দেখতে একদম হুবহু অরজিনাল ফুলের মতনই লাগছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর করে শাপলা ফুল তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে সত্যিকারের শাপলা ফুলের মতো লেগেছে জেনে ভালো লাগলো।

 6 months ago 

শাপলা ফুলের অরিগ্যামি দেখতে খুবই ভালো লাগছে। খুবই দক্ষতার সাথে ফুলের পাপড়িগুলো তৈরি করেছেন যা দেখে শিখে নিতে পারলাম। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আমার তৈরি করা শাপলা ফুল দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দরভাবে শাপলা ফুল তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 6 months ago 

বাহ, আপু আপনি তো সাদা শাপলা ফুলের চমৎকার অরিগ্যামি তৈরি করেছেন। শাপলা ফুল ও পাতা তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে খুব সহজেই তৈরি করা যাবে। ধন্যবাদ আপু।

 6 months ago 

সাদা রঙের শাপলা ফুল গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শাপলা ফুল এবং পাতা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি আপু।

 6 months ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে সাদা শাপলা ফুলের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়ে গেছি। আসলে এই ধরনের অরিগ্যামি পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।এত সুন্দর ভাবে শাপলা ফুল তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

আমার এই পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। সত্যি ভাইয়া এই ধরনের কাজগুলো করতে সময় এবং ধৈর্য দুটোরই প্রয়োজন হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32