জেনারেল রাইটিং-Puss কয়েন কেনা ও আমার অনুভূতি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।Puss কয়েন কেনা ও আমার অনুভূতি নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করবো। ইতোমধ্যেই অনেকে নিজের অনুভূতি শেয়ার করেছেন। আর আমি আজকে নিজের অনুভূতি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।


Puss কয়েন কেনা ও আমার অনুভূতি:

Yellow_Modern_Cryptocurrency_Instagram_Post_20240905_213048_0000.png


আমি সর্বপ্রথম একটি কথাই বলতে চাই কোন কিছুর শুরুটা যদি সুন্দর হয় তাহলে শেষটা সব সময় অনেক বেশি ভালো হয়। Puss কয়েন হলো "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম মিনি কয়েন। আমার বাংলা ব্লগ পরিবার যখন নতুন সিদ্ধান্ত নিয়েছে তখন থেকেই আমি Puss কয়েন কেনার প্রতি আগ্রহী ছিলাম। তবে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে থাকার কারণে একটু সময় নিয়ে Puss কয়েন কিনেছিলাম। যেহেতু আমার প্রতি মাসেই ডক্টর দেখাতে হয় তাই ডক্টর দেখানোর ডেট পার হওয়ার পরেই মূলত আমি Puss কয়েন কিনতে চেয়েছিলাম।


আমি ডক্টর দেখানোর সময় মনে মনে ভাবছিলাম কিছু টাকা অন্তত যেন বেঁচে যায়। এরপর ডক্টর দেখানো শেষ করে আমি নিজের সঞ্চয়ের কিছু স্টিম দিয়ে Puss কয়েন কিনে ফেললাম। বর্তমানে স্টিম প্রাইস খুবই কম। আর ট্রন প্রাইস অনেকটাই বেশি। তবুও দুটো ব্যালেন্স করে অল্প কিছু Puss কয়েন কিনেছি। নতুন স্বপ্ন নিয়ে আমরা সবসময় এগিয়ে যাই। আর নতুন স্বপ্নের পথে যখন কোন বাঁধা আসে তখন সেই বাঁধা উপেক্ষা করেই এগিয়ে যেতে হয়। তাহলেই সফলতার নতুন পথ সৃষ্টি হয়।


শুরু থেকেই Puss কয়েন নিজের সফলতার জায়গা ধরে রেখেছে। শুরুর দিকে যারা Puss কয়েন কিনেছিল তারা তো নিজের চোখেই সফলতার প্রতিটি ধাপ দেখেছে। হয়তো আমরা অনেকেই দেরিতে Puss কয়েন কিনেছি। তবে সবার সফলতা দেখে অনেক বেশি আনন্দ হয়েছে। বিশেষ করে প্রতিযোগিতার আয়োজন দেখে আরো বেশি ভালো লেগেছে। কারণ এক একটি প্রতিযোগিতা যেন এক একটি আনন্দঘন মুহূর্ত। প্রতিযোগিতার সময় সবার মনে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে। সবাই নিজেদের সাধ্যমত Puss কয়েন কিনেছে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু আমি অংশগ্রহণ করতে গিয়েও কেন জানি আর অংশগ্রহণ করিনি। কারণ সবার Puss কয়েন কেনার এমাউন্ট দেখে নিজেকে খুবই তুচ্ছ মনে হচ্ছিল। তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি।


তবে আমি মন খারাপ করিনি। কারন আমার সামর্থ্য অনুযায়ী আমি Puss কয়েন কিনেছি। আমার যতটুকু সাধ্য ছিল ততটুকু দিয়েই সর্বোচ্চ চেষ্টা করেছি। যেখানে একটি পরিবার যুক্ত আছে সেখানে সফলতা আসবেই। এই Puss কয়েনের পিছে যেহেতু দাদা এবং আমার বাংলা ব্লগ পরিবার যুক্ত আছে তাই আমি মনে করি Puss কয়েন সময়ের সাথে সাথে জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে আর সফল হবে। ইতোমধ্যেই Puss কয়েন বেশ সফল হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। যেটা ধারণার চেয়েও অনেক গুণ বেশি।


Puss কয়েন কেনার পর মনে হচ্ছিল যেন বেশ শান্তি পেলাম। কয়েকদিন বেশ ছটফট করছিলাম যে কখন কিনবো। অবশেষে যখন Puss কয়েন কিনেছি তখন ভালোই লেগেছে। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে সঞ্চয় করার। আমি মনে করি আমাদের এই সঞ্চয় একসময় ভবিষ্যতে কাজে লাগবে। একটু একটু সঞ্চয় এক সময় বিশাল কিছু অর্জন করার সুযোগ করে দিবে। তাই আমি সবার কাছে অনুরোধ করবো সময় থাকতে এখনই Puss কয়েন কিনে ফেলুন। কারণ Puss কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমার অভিমত সবার মাঝে তুলে ধরলাম। এখন আপনারা একটু ভেবেচিন্তে Puss কয়েন কিনবেন। আশা করছি ভালো ফলাফল পাবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 months ago 

Puss কয়েন কেনা নিয়ে আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো আপু। Puss কয়েন নিয়ে আমাদের স্বপ্নের কোন শেষ নেই। Puss কয়েন ধীরে ধীরে সাফল্যের দরজায় পৌঁছে যাবে। Puss কয়েন সংগ্রহ করতে পারা সত্যি বেশ গর্বের বিষয়। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

Puss কয়েন কেনা এবং অনুভূতি প্রকাশ করতে আমার খুবই ভালো লেগেছে। তাই তো আপনাদের মাঝে এই পোস্ট তুলে ধরেছি ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আরে না আপু মন খারাপ করবেন না। $Puss অংশ গ্রহণ করেছেন সেটাই তো অনেক। আশা করি ধীরে ধীরে আপনি নিজের ভালোবাসার কয়েনটি নিজের ঘরে আরও তুলে নিবেন। তবে ঠিক বলেছেন যে এই কয়েনটি প্রিয় কমিউনিটির খুব কাছের একটি কয়েন। তাই আশা করবো এই কয়েনটি খুব তাড়াতাড়ি আরও বৃহ আকারে জনপ্রিয়তা লাভ করুক। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু মন খারাপ করবো না। তবে প্রতিযোগিতায় সবার অংশগ্রহণ দেখে অনেক ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 months ago 

সঞ্চয়ের কিছু টাকা দিয়ে আপনি puss কয়েন কিনেছিলেন জেনে খুবই ভালো লাগলো আপু। আপনি খুব সুন্দর ভাবে puss কয়েন কেনার অনুভূতি শেয়ার করেছেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

সঞ্চয়ের টাকা দিয়ে puss কয়েন কিনতে অনেক ভালো লেগেছে। আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 months ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি করে। আসলে এই কয়েন আমাদের সকলের জন্য এক অন্যরকম ভালোলাগা জাগ্রত করেছে। শুরু থেকে এই পর্যন্ত কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমাদের কমিউনিটির প্রিয় কয়েন। আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো আপু।

 3 months ago 

আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি তুলে ধরার। অনেক সুন্দর করে মন্তব্য প্রবেশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 3 months ago 

আমার বাংলা ব্লগের একটা নির্দিষ্ট কয়েন হচ্ছে $puss কয়েন। এটা খুবই অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের মাঝে এসেছে। তবে আমরা এই প্লাটফর্মের একজন ভেরিফাইড সদস্য হিসাবে আমাদের সকলের ওয়ালেটেই এই কয়েন থাকা দরকার।। আপনার অনুভূতিটি কিন্তু দারুন ছিল। ধন্যবাদ আপনাকে আপু শেয়ার করার জন্য।

 3 months ago 

Puss কয়েন খুবই ভালো একটি প্রজেক্ট। তাই আমরা সবাই নিজেদের মতো করে কেনার চেষ্টা করেছি ভাইয়া। আমার অনুভূতি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 months ago 

আমিও আশা করছি ভবিষ্যতে ভালো ফলাফল আমরা পাবো। আস্তে আস্তে পুশ আরো বেশি সফলতা অর্জন করবে। আপনার পুশ করেন কেনার অনুভূতিটা আমার কাছে সম্পূর্ণ পড়তে অনেক বেশি ভালো লেগেছে আপু। সবার উচিত নিজের সাধ্যমত পুশ কয়েন কিনে নেওয়া এই সময়টাতে। এটা আমাদের অনেক প্রিয় একটা কয়েন। এটা এতো সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

Puss কয়েন নিয়ে আমরা সকলেই আশাবাদী। আশা করছি ভবিষ্যতে ভালো কিছুই পাবো আমরা। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 months ago 

নিজের সঞ্চয়ের টাকা দিয়ে পুশ কয়েন কিনে ফেলেছেন জেনে ভীষণ ভালো লাগলো আপু। কমিউনিটিতে হৈ চৈ পরে গিয়েছিল।এই $puss coin এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

নিজের সঞ্চয়ের অল্প কিছু টাকা দিয়ে Puss কয়েন কিনেছি আপু। সামর্থ্য থাকলে আরো কিছু কিনতাম। ধন্যবাদ আপু।

 3 months ago 

$puss কয়েন আমার বাংলা ব্লগের প্রথম মিমি কয়েন। প্রতিদিন $puss কয়েনের দাম বাড়ছে। আপনিও $puss কয়েন কিনেছেন জেনে ভালো লাগলো। তবে $puss কয়েন আমাদের সকলের ভাগ্য পরিবর্তন করে দেবে। তাই এই মুহূর্তে $puss কয়েন বেশি করে হোল্ড রাখা উচিত। আপনার অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো আপু ।ধন্যবাদ আপু আপনাকে।

 3 months ago 

Puss কয়েন আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম মিমি কয়েন আর ইতোমধ্যেই এই কয়েন সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97542.75
ETH 3458.83
USDT 1.00
SBD 3.15