DIY-পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যেহেতু ডাই ইভেন্ট চলছে তাই নিজের মতো করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহেই আমি একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে একটি ডাই পোস্ট শেয়ার করবো।


পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি:

IMG_20240716_133356.jpg
Device-OPPO-A15
IMG_20240716_133602.jpg
Device-OPPO-A15


পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি করার চেষ্টা করেছি। ভালো লাগার কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম সুন্দর একটি ঝর্ণা তৈরি করবো। কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে সকাল থেকে ভাবছিলাম যেভাবেই হোক আজকে এই শোপিস তৈরি করবো। আসলে কোন কিছু তৈরি করে যখন সাজিয়ে রাখা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। এই কাজটি করার আমার বহুদিনের ইচ্ছে ছিল। এজন্য আমি একটু একটু করে ছোট ছোট পাথর জমিয়ে রেখেছিলাম। এবার চলুন দেখি নেয়া যাক কিভাবে আমি এই প্রজেক্ট তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. পাথর।
২. কার্ডবোর্ড।
৩. রং।
৪. প্লাস্টিকের কাগজ।
৫. আঠা
৬. প্লাস্টিকের বাটি।
৭. ক্লে।

IMG20240716114403.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240716114541.jpg
Device-OPPO-A15
IMG20240716114550.jpg
Device-OPPO-A15


সুন্দর এই ঝর্ণা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পাথর নিয়েছি। এরপর সুন্দর করে কালার করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240716115008.jpg
Device-OPPO-A15
IMG20240716115113.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে বেশ কিছু পাথর কালার করেছি আর ঝর্ণা তৈরি করার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৩

IMG20240716115228.jpg
Device-OPPO-A15
IMG20240716115411.jpg
Device-OPPO-A15


এবার এই ঝর্ণাটি সুন্দর করে তৈরি করার জন্য একটি প্লাস্টিকের বাটি নিয়েছি। এরপর সুন্দর করে রঙের ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG20240716115553.jpg
Device-OPPO-A15
IMG20240716115627.jpg
Device-OPPO-A15


সুন্দর ভাবে রংয়ের ব্যবহার করা হয়ে গেলে এবার কার্ডবোর্ডের ওপর বাটি বসিয়ে দিয়েছি। নিচের অংশে আমি আঠা লাগিয়েছি।এবার কার্ডবোর্ডের ডিজাইন সুন্দর করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি


ধাপ-৫

IMG20240716115845.jpg
Device-OPPO-A15
IMG20240716120029.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে সম্পূর্ণ অংশে সবুজ রং দিয়েছি। এরপর আঠা দিয়ে পাথরগুলো আটকে নিয়েছি। এখানে আমি ভালো মানের একটি আঠা ব্যবহার করেছি।


ধাপ-৬

IMG20240716120158.jpg
Device-OPPO-A15
IMG20240716120255.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে পাথরগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240716120319.jpg
Device-OPPO-A15
IMG20240716120345.jpg
Device-OPPO-A15


একটির উপর আরেকটি পাথর দিয়ে আঠা লাগিয়েছি যাতে করে খুলে না যায়। এবার সুন্দরভাবে ঝর্ণা তৈরি করার জন্য রংয়ের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240716120454.jpg
Device-OPPO-A15
IMG20240716120708.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ঝর্ণার নিচের পানি গুলো আর ঝর্ণার সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240716120738.jpg
Device-OPPO-A15
IMG20240716121030.jpg
Device-OPPO-A15


এবার প্লাস্টিকের কিছু কাগজ নিয়েছি। আর ঝর্ণা তৈরি করার জন্য কালার করে নিয়েছি।


ধাপ-১০

IMG20240716121204.jpg
Device-OPPO-A15
IMG20240716121503.jpg
Device-OPPO-A15


এবার কাগজগুলো কেটে কেটে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর উপরের অংশের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য হালকা করে ক্লে ব্যবহার করেছি।


শেষ ধাপ

IMG20240716121538.jpg
Device-OPPO-A15
IMG_20240716_124535.jpg
Device-OPPO-A15


সবকিছু সুন্দর করে উপস্থাপন করার জন্য আরো কিছু অংশে ক্লে ব্যবহার করেছি। আর সুন্দর করে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20240716_133542.jpg
Device-OPPO-A15
IMG_20240716_125324.jpg
Device-OPPO-A15


শোপিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। নিজের তৈরি করা কোন কিছু দিয়ে ঘর সাজাতে সত্যি অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আমার তৈরি করা এই পাথরের ঝর্ণাটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে এটি তৈরি করতে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রথমে কোন পরিকল্পনা ছাড়াই বসে পড়েছিলাম। অবশেষে তৈরি করতে সক্ষম হয়েছি।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 6 days ago 

পাথর কার্ডবোর্ড ও প্লাস্টিকের কাগজ ও রং দিয়ে এত সুন্দর ঝর্ণার শোপিস তৈরি করা যায় সেটা না দেখলে বোঝা যেত না। এই ঝরনা শোপিস তৈরি করার ক্ষেত্রে পাথরগুলো কালেকশন করে নেওয়া এবং রং করে নেওয়া। কার্ডবোর্ডের উপর একটা বাটি বসিয়ে রং করে নেওয়া এবং প্লাস্টিকের কাগজ ঝর্ণার পানি আকৃতি করে নেওয়া সবগুলোই আমার কাছে অসাধারণ লেগেছে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে সুন্দর একটি ঝর্ণার শোপিস তৈরি করেছি আপনার ভালো লেগেছে। আর এত সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দিয়েছেন দেখে আমি মুগ্ধ হয়েছি।পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আমার পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। সুন্দর করে এই ঝর্ণাটি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 6 days ago 

ভিন্ন ধরনের একটা পোস্ট করেছেন আপু। অসাধারণ লাগছে আপনার তৈরির ডাই প্রজেক্ট দেখতে। ঝরনাটা অনেক সুন্দর লাগছে দেখতে। চারপাশে কালারফুল পাথরগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু ভিন্ন ধরনের একটি শোপিস তৈরি করে শেয়ার করার জন্য।

 5 days ago (edited)

আমার তৈরি করা ঝরনা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। পাথরগুলো কালারফুল করার চেষ্টা করেছি।

 6 days ago 

ওয়াও কি ইউনিক বুদ্ধি আপনার। বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে কি সুন্দর একটি ঝর্ণা তৈরি করে ফেললেন আপু।আপনার তৈরি করা ঝর্ণাটি আমার অনেক পছন্দ হয়েছে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

বিভিন্ন রকমের উপকরণ ব্যবহার করে ঝর্ণা তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে ভাইয়া। মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 6 days ago 

আপনার আর্ট টি দেখে মনে হচ্ছে এটি বাস্তবের একটি ঝর্ণার দৃশ্য। আপনি দেখছি খুবই সুন্দর করে পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি করেছেন।আর ভিন্ন কালারের ব্যবহার করার জন্য দৃশ্য টি অনেক বেশি ফুটে উঠেছে। সত্যি মনে হচ্ছে এটি একটি বাস্তবের ঝর্ণা।

 5 days ago 

আমার তৈরি করা এই ঝর্ণা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 6 days ago 

পাথর দিয়ে ঝর্ণার শোপিস তৈরি অনেক অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। আপনার এই ডাই পোস্টি আমার অনেক ভালো লেগেছে

 5 days ago 

পাথর দিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 6 days ago 

আপু বেশ কিছু উপকরণ দিয়ে ঝরনার শোপিস তৈরি করলেন দেখতে বেশ ভালো লাগছে ।একদম ইউনিক একটি আইডিয়া ছিল ।আমার কাছে ভালো লেগেছে । প্রতিটি ধাপের উপস্থাপন চমৎকার ছিল । ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে আমি এই সুন্দর ঝর্ণা তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 6 days ago 

পাথর দিয়ে ঝর্ণার দারুন একটি শোপিস তৈরি করেছেন আপু।আপনার বুদ্ধির জবাব নেই।কি চমৎকার ভাবে ঝর্ণার শোপিস তৈরি করে ফেললেন।দেখে বাস্তব চিত্রের মতো লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

পাথর দিয়ে তৈরি করা ঝর্ণা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68092.03
ETH 3536.59
USDT 1.00
SBD 2.75