জেনারেল রাইটিং-সত্যিই কি ঈদ সবার জন্য আনন্দের?||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। প্রথমেই সবাইকে জানাই ঈদের শুভচ্ছা "ঈদ মোবারক"। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি থেকে লিখতে অনেক ভালো লাগে। তাইতো আজকে আমি কিছু কথা লিখে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


সত্যিই কি ঈদ সবার জন্য আনন্দের?:

eid-mubarak-5210294_1280.jpg

Source


দেখতে দেখতে ঈদের দিন কেটে গেল। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে অনেক ভালো লাগে। তবে সত্যিই কি ঈদ আনন্দের? আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের কাছে ঈদের আনন্দ মানেই হতাশা আর বুকে চাপা কষ্ট। ঈদের আনন্দ মানেই যেন এক দীর্ঘশ্বাস। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে না পারার চাপা কষ্ট হয়তো হাজারো বাবা-মায়ের দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের মুখে ভালো-মন্দ খাবার তুলে দিতে যেন তারা অপারগ। তাদের কাছে ঈদ মানে হৃদয়ের চাপা কষ্ট আর না বলা কিছু কথা। তাদের কাছে ঈদের আনন্দ মানেই যেন এক গভীর কষ্টের আত্মকথা। হয়তো সেই কষ্ট কেউ দেখে না। তাদের চারপাশের মানুষগুলো হয়তো নিজের আনন্দেই মেতে থাকে। চারপাশের মানুষগুলো পরিবার-পরিজন নিয়ে ভালো মন্দ রান্না করে খেলেও পাশের বাড়ির সেই দরিদ্র লোকটির খবর কেউ দেখেনা। কিংবা সেই দরিদ্র পরিবারের খবর কেউ রাখেনা।


দরিদ্র পিতার ছোট রাজকন্যাটি লাল টুকটুকে জামা কেনার বায়না করেছিল। বাবা প্রত্যেকদিন একটু একটু করে টাকা জমিয়েছিল তার রাজকন্যার জন্য। সে চেয়েছিল তার ফুটফুটে রাজকন্যা কে লাল টুকটুকে জামা কিনে দিবে। কিন্তু বিধাতা যে তার সুখ সইতে পারেনি। কোন এক ছিনতাইকারী দরিদ্র পিতার শেষ সম্বল টুকু কেড়ে নিয়েছিল। অনেক স্বপ্ন আশা নিয়ে গিয়েছিল ফুটপাতের কোন একটি ছোট্ট দোকানে। আর সেখানেই ওত পেতে বসে আছিল কিছু ছিনতাইকারী। যারা আসলে মানুষ নামের কলঙ্ক। সেই খেটেখাওয়া মানুষগুলো কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে পরিবারের জন্য কিছু কেনার আশায় ফুটপাতের দোকানের পাশে ঘোরাঘুরি করছিল। সেই মানুষগুলোর কাছ থেকে শেষ সম্বল টুকু ছিনিয়ে নিয়ে তাদের ঈদের স্বপ্নটাই যেন মাটি করে দিয়েছে। হয়ত এই কষ্ট কেউ দেখেনা। কেউ সাহায্যের হাত বাড়িয়ে বলে না তোমার রাজকন্যার জন্য লাল টুকটুকে জামা আমি কিনে দিবো।


পাশের বাড়িতে পোলাও কোরমা রান্না হচ্ছে। মাংসের গন্ধে পুরো বাড়ি জুড়ে যেন মম করছে। আর তার পাশেই ছোট্ট একটি ঘরে বসবাস করে কোন এক দরিদ্র পরিবার। বাড়ির ছোট্ট ছেলেটা বারবার ওই বাড়ির দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে কি যেন ভাবছে। হয়তো মনে মনে ভাবছে আমাকে যদি এক বেলা খেতে দিত তাহলে হয়তো ঈদের আনন্দটা অনেক বেড়ে যেত। ভালো-মন্দ খাওয়ার মতো সামর্থ্য যাদের নেই। তাদের কাছে ঈদের আনন্দ খোঁজা মানেই বিলাসিতা। হয়তো সেই অর্থশালী পরিবারটি পারতো তাদের প্রতিবেশী দরিদ্র পরিবারটিকে একবেলা ভালো-মন্দ খাওয়াতে। যাতে করে তাদের ঈদের আনন্দটা অনেক বেড়ে যায়। কিন্তু আমরা যে অনেক স্বার্থপর। স্বার্থের দুনিয়ায় কেউ করা কথা ভাবি না। হয়তো এভাবেই হাজারো পরিবার প্রত্যাশা করে থাকে কেউ একজন তাদের একবেলা পেট ভরে খাওয়াবে।


মধ্যবিত্ত বাবা যখন ব্যাগ হাতে নিয়ে বাজারে যায় পরিবারের জন্য ঈদের খরচ করতে তখন তার বুকে আনন্দের জোয়ার ভাসে। কিন্তু দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে যখন অনেকটা শূন্য হাতে ফিরে আসে তখন তার মুখে নেমে আসে বিষাদের ছায়া। তার মুখে এক অদ্ভুত কষ্ট লুকিয়ে থাকে। যেই কষ্ট বোঝার অনুভূতি শুধু মধ্যবিত্ত মানুষদেরই আছে। তাদের কাছে ঈদের আনন্দটা যেন আজ কষ্টে পরিণত হয়েছে। তারা চাইলেও আর পরিবার নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে না। কারণ তারা যে মধ্যবিত্ত। তাদের কাছে ঈদের আনন্দটাই একেবারে মলিন হয়ে যায়। হয়তো এভাবেই তাদের টিকে থাকতে হবে। বুকে কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে বলতে হবে সবার ঈদ ভালো কাটুক।


আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা ঈদের আনন্দ খুঁজে পায় না। যাদের কাছে এক বেলা পেট ভরে খাওয়ার মাঝেই অনাবিল অনেক আনন্দ লুকিয়ে থাকে। যাদের মাঝে কোন বিলাসিতা নেই। কিন্তু পরিবারের ছোট সন্তানটিকে রাজপুত্র কিংবা রাজকন্যার মত সাজাতে পারলেই যেন তারা অনেক খুশি। কিন্তু সমাজের বাস্তবতা তার থেকেও কঠিন। সবার ক্ষেত্রেই ঈদ মানে আনন্দ নয়। অনেকের কাছে ঈদ মানে হতাশা কিংবা বুকে চাপা কষ্ট। অনেকের কাছে ঈদ মানেই যেন এক অদ্ভুত কষ্টের অনুভূতি। তাই সবার কাছে প্রত্যাশা করবো যে যার জায়গা থেকে আশেপাশের মানুষগুলোকে সাহায্য করার। চেষ্টা করবে নিজেদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার। আর তাদের ঈদের আনন্দ বাড়িয়ে তোলার। আপনার একটু সাহায্যই তাদেরকে ঈদের আনন্দ দিতে পারে। আপনার একটু সহানুভূতি একটি পরিবারের মুখে হাসি ফুটাতে পারে। সবশেষে একটি কথাই বলতে চাই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই সকাল বেলা আজকের লেখা ব্লগ টি আপনি বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন ৷ কথা গুলো যে বলেছেন একদম যথার্থ আর সঠিক ৷ ঈদ সবার জন্য জীবনে আনন্দ বয়ে আনে না ৷ কারো জীবনে চাওয়া পাওয়ার না পাওয়ার আক্ষেপ সব পরে থাকে ৷ তবে একমাত্র সেই বাবা তার মনের সমস্ত বুক চাপা কথা গুলো প্রকাশ করে না ৷
তবে আমাদের সমাজ উন্নত হলেও মনের দিক দিয়ে এখনে অবনতি ৷ যা হোক অসংখ্য ধন্যবাদ দারুন একটি ব্লগ তুলে ধরার জন্য ৷

Posted using SteemPro Mobile

 last month 

বাস্তবিক চিন্তাধারা থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 last month 

ঠিক বলেছেন আপু ঈদ সবার জন্য আনন্দের নয়। ঈদ কিছু কিছু মানুষের জন্য চাপা কষ্টের। আসলে বর্তমান সমাজ কারো ভালো মন্দ দেখে না।সবাই শুধু নিজের স্বার্থ নিয়েই থাকে। আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last month 

সত্যি আপু কারো মনে চাপা কষ্ট লুকিয়ে থাকে আর ঈদের আনন্দটাই মিছে হয়ে যায়। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

ঈদ মানুষের জীবনে আনন্দ বয়ে আনে কিন্তু সবার জন্য আনন্দের হয় না। অনেক সময় দেখা যায় বিভিন্ন দুর্ঘটনার জন্য আনন্দ মাটি হয়ে যায়। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা নজরে এসেছে। বিশেষ করে বর্তমান এক্সিডেন্ট এর প্রবণতা বেশি। এজন্য ঈদের আনন্দ থাকে না আবার অনেকের আর্থিক অস্বচ্ছলতার কারণে আনন্দ দূরে থাক নিজেদের টিকিয়ে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। যাই হোক এই বিষয়ে সুন্দর লেখা লিখেছেন দেখে ভালো লাগলো।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া ঈদ অনেকের জীবনে আনন্দ নিয়ে আসে না। অনেকেই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় আর ঈদের আনন্দ মাটি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last month 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে ঈদ সকলের জন্য আনন্দের নয়৷ কারণ কিছু কিছু মানুষ ঈদ উপলক্ষে অনেক ধরনের আনন্দ উদযাপন করে থাকে৷ তবে এমন অনেক মানুষ রয়েছে যারা ঈদ উপলক্ষে কোন কিছু কিনতে পারে না৷ অথচ তাদের এই বিষয়টি দেখার মত কেউ নেই৷ সকলে নিজ নিজ আনন্দ উদযাপনে ব্যস্ত। এই আনন্দ উদযাপন করতে করতে একটা সময় যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা ঈদ আনন্দ উদযাপন করতে পারছে কিনা সেই চিন্তাটুকু কারোর মধ্যে আসে না৷ তাই তাদের এই কষ্টের মুহূর্ত শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে৷

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66924.38
ETH 3111.57
USDT 1.00
SBD 3.75