জেনারেল রাইটিং-অসহায় বন্যা দুর্গত মানুষ||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই আজকে আমি সেই বিষয়ে কিছু কথা উপস্থাপন করবো। আশা করছি আমার পোস্ট সবার ভালো লাগবে।


অসহায় বন্যা দুর্গত মানুষ:

bangladesh-5939913_1280.jpg

Source


দুইদিন থেকে ফেসবুকে ঢুকলেই বন্যা দুর্গত মানুষের আহাজানি দেখে হৃদয়টা ভেঙে যাচ্ছে। সেই মানুষগুলো কতটা কষ্টে আছে এই কথা ভাবতেই দুচোখে জল চলে আসছে। বিভিন্ন রকমের ভিডিও দেখে কষ্টটা যেন আরো বেড়ে যাচ্ছে। কত মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে তার হিসেব মেলানো কঠিন। ছোট ছোট বাচ্চারা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গৃহপালিত পশুগুলো। আর যারা তাদের এই সম্পদ গুলো হারিয়ে ফেলছে তাদের হাহাকারে ভারী হয়ে উঠেছে সেসব এলাকা। বন্যার এই ভয়াবহতা দেখে ভালো থাকা খুবই কঠিন।


বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই বেশ কিছু জেলা বন্যায় প্লাবিত হয়েছে। আর সেই ভয়ংকর বন্যার কবলে যারা পড়েছে সেই সব মানুষদের কথা ভেবে সত্যিই খারাপ লাগছে। গতকাল একটি ভিডিওতে দেখলাম এক মুরগির খামারির সব স্বপ্ন ভেঙ্গে গেছে। বন্যার পানি হঠাৎ করে মুরগির খামারের ভেতরে ঢুকে পড়ায় সব মুরগি মারা গেছে। সেই মানুষটির হাহাকার দেখলে নিজেকে ধরে রাখা যায় না। কখন যে দু চোখে পানি চলে এসেছে বুঝতেই পারিনি। এরকম পরিস্থিতি যখন একজন মানুষ সামনাসামনি দেখে তখন তার কেমন লাগে সেটা ভেবেই কষ্টটা আরো বেড়ে যাচ্ছে।


বন্যা দুর্গত এলাকার ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ কেউ এখন নিরাপদ নয়। বড়রা হয়তো নিজের জীবন বাঁচাতে পারছে। কিন্তু ছোটদের নিরাপদ স্থানে নিয়ে যেতে গিয়েও অনেক সময় ছিটকে পানিতে পড়ে যাচ্ছে কিংবা কোথাও হারিয়ে যাচ্ছে। আর হারিয়ে যাচ্ছে তাদের আদরের সন্তান। আবার কিছু কিছু সংবাদে দেখলাম ছোট ছোট বাচ্চারা অসহায়ের মত তাকিয়ে আছে সাহায্যের জন্য। এই দৃশ্য মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। সন্তান হারানোর ব্যথা সেই বাবা মাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। একদিকে যেমন তারা তাদের প্রিয় সন্তানকে হারিয়ে ফেলছে অন্যদিকে নিজের সবকিছু হারিয়ে ফেলছে। এই অসহায়ত্ব হৃদয় দিয়ে অনুভব করলে তাদের কষ্টটা উপলব্ধি করা যায়। এই পরিস্থিতিতে কেউ ভালো নেই।


সকল বেলায় যখন ফেসবুকে কিছু নিউজ দেখছিলাম তখন সত্যি অনেক খারাপ লেগেছে। এক ভাই লিখেছেন তিনি তার বৃদ্ধ মাকে নিরাপদ স্থানে রাখতে গিয়েছিলেন। আর বাবাকে নিতে এসে দেখেন তার বাড়িটাই ডুবে গেছে। ভেতরে ছিল তার বৃদ্ধ বাবা। নিজের বৃদ্ধ বাবাকে শেষ রক্ষা করতে পারলেন না তিনি। মাকে নিরাপদে স্থানে রেখে আসলেও বাবাকে রক্ষা করতে পারলেন না। বাবাকে হারিয়ে ফেললেন সেই ভাইটি। হয়তো সে জানে না তার বাবা বেঁচে আছে কিনা। বৃদ্ধ বাবার মায়া ভরা মুখটি তার বারবার মনে পরছে। আর নিজেকে অপরাধী মনে করছে সেই ভাইটি। সে যদি দুজনকেই নিয়ে যেতে পারতো তাহলে হয়তো তার বৃদ্ধ বাবা মা বেঁচে থাকতো।


হঠাৎ এই বন্যায় যেমন চারপাশ প্লাবিত হয়েছে তেমনি বন্যার স্রোতের সাথে মিশে গেছে অনেক মানুষের স্বপ্ন। মিশে গেছে অনেক মানুষের সাজানো সংসার। আর হারিয়ে গেছে আপন মানুষগুলো। এই ভয়াবহতা কখন থামবে আমরা কেউ জানিনা। এই ভয়াবহতা আর মেনে নিতে পারছি না। হয়তো দূর থেকে দেখা ছাড়া তেমন কিছুই আমাদের করার নেই। কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বন্যার এই ভয়াবহতা থেকে যেন আমাদের দেশের মানুষগুলো বেরিয়ে আসতে পারে। আর বন্যা কবলিত মানুষগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আসুন আমরা সবাই একসাথে দোয়া করি তাদের জন্য। অবশ্যই সৃষ্টি কর্তা আমাদের সবার দোয়া কবুল করবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

আসলেই আপু সোশ্যাল মিডিয়াতে বন্যা কবলিত এলাকাগুলোর বিভিন্ন ভিডিও দেখলে খুবই খারাপ লাগছে। সেই এলাকার মানুষগুলো যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কেবল তারাই জানে। বন্যার সময় এবং বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে ওঠা অনেক সময়ের ব্যাপার। সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট লেখার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

সত্যি আপু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এলাকাগুলোর ভিডিও দেখে খুবই খারাপ লেগেছে। আর মানুষগুলোর কষ্ট দেখে অনেক খারাপ লেগেছে।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে সময় উপযোগী একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে বাংলাদেশে বিভিন্ন জেলা বন্যায় ভেসে গিয়েছে। তাই সকল শিশু নারী পুরুষ গবাদি পশু সবকিছু বিপর্যয়ের সম্মুখে পড়েছে। আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করতে হবে তাদেরকে সাহায্য করার জন্য। আসলে ফেসবুকে নিউজ গুলো দেখলে সত্যি নিজের কাছে অনেক খারাপ লাগছে। ধন্যবাদ সকলের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

সময়োপযোগী একটি পোস্ট উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। এই বিপদের সময় সবার বিপদ দেখে সত্যিই অনেক খারাপ লাগে ভাইয়া।

 2 months ago 

আসলে আপু বর্তমান পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই বললেই চলে। কেননা ফেনী জেলার ওদিকে বন্যায় সবার পরিস্থিতি খুবই খারাপ। এগুলো দেখলে আর ভালো লাগেনা। সত্যিই আপু তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। এমনকি ছোট ছোট বাচ্চারা সহ বৃদ্ধ যারা আছেন তারা খুব বেশি বিপদে আছেন। তাছাড়া এই বন্যার ভয়াবহ দৃশ্যগুলো চোখে পড়লেই চোখ দিয়ে অঝরে পানি চলে আসে। তবে এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ আশা করছি দ্রুতই তা ঠিক হয়ে যাবে। তবে এই দুর্যোগে আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা। যেকোনো দিক থেকে হলেও সাহায্য করার। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমান পরিস্থিতিতে কেউ ভালো নেই। বিশেষ করে ফেনী জেলার মানুষ অনেক বেশি অসহায় হয়ে পড়েছে।

 2 months ago 

বাস্তবে নিজের চোখে আমি কখনো বন্যা দেখিনি তবে এবার মোবাইলে টিভিতে খবরে দেখে চোখের পানি আটকাতে পারছি না। কত শিশু মারা গেছে কত মানুষ তাদের পরিবার বাড়ি ঘর হারিয়ে ফেলছে। আজকে সকালে ফেসবুকে দেখলাম এক ভাইয়ার প্রায় ১২০০ মত মুরগি মারা গেছে বন্যা পানিতে। আপনার ফেসবুকের নিউজের গল্পটা পড়েও ভীষণ খারাপ লাগলো। এই বন্যার মধ্যে ছোট বড় সবার নিরাপদে থাকাটাই জরুরী। সবাই সব সময় ভালো থাক সুস্থ থাক এই কামনা করি সব সময় ধন্যবাদ আপু।

 2 months ago 

আমিও খুব একটা বন্যা দেখিনি আপু। তবে খবরে যেসব নিউজ দেখানো হচ্ছে সেগুলো দেখে খুবই খারাপ লাগছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আসলে আপু আমি সামনাসামনি কখনো বন্যা দেখিনি তবে সোশ্যাল মিডিয়াতে দেখে এতটা খারাপ লাগছে আর বাস্তবে দেখলে মনে হয় ঠিক থাকা যাবে না।যাইহোক আপু আমাদের সবার উচিত যে যার জায়গা থেকে যতটুকু পারি সাহায্য ও দোয়া করা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনার মতো বাস্তবে কখনো বন্যা দেখা হয়নি আমার। তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবিগুলো দেখে সত্যি খারাপ লেগেছে আপু।

 2 months ago 

আপু আপনার পোস্ট টা পড়ে কি লিখবো মুখের ভাষা হারিয়ে ফেলেছি। মানুষের এতো কান্না হাহাকার কখন শেষ হবে একমাত্র আল্লাহ জানে।তাদের জন্য দোয়া আর কিছু শুকনো খাবার ছাড়া পাশে দাঁড়াতে পারছি না। এইটাই চাওয়া আল্লাহ তায়ালা সব কিছু তাড়াতাড়ি সব ঠিক করে দিক।আর কেউ যেনও মা-বাবা ভাই বোন পরিবার হারা না হোক 😭😭।

 2 months ago 

এরকম বিপদের সময় কিছুই করার থাকে না আপু। তবে আমরা সবাই সব সময় দোয়া করি সেই মানুষগুলোর জন্য। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 months ago 

এখন তো সময় সুযোগ পেলেই ফেসবুকের ভিডিও গুলো দেখতে ইচ্ছে করে। কারণ এর মাধ্যমে বন্যার্ত এলাকার ভিডিওগুলো দেখা যায় এবং তাদের অবস্থা গুলো জানা যায়। এই ভিডিওগুলো দেখলেই মনটা খুবই খারাপ হয়ে যায়। দেশের এমন একটা পরিস্থিতি ভাবতেও পারিনি এমন হবে। আপনার লেখাগুলো পড়ে খুবই খারাপ লাগলো।

 2 months ago 

ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখে সত্যি অনেক খারাপ লেগেছে আপু। অসহায় মানুষগুলোর আর্তনাদ দেখে খুবই খারাপ লেগেছে।

 2 months ago 

আপু বন্যার ভিডিও ক্লিপগুলো যখন ফেসবুকে দেখছি খুবই খারাপ লাগছে। মনটা চাইছে তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু কি আর করার দূর থেকে কিছুই করতে পারবো না। পরিশেষে একটাই চাওয়া খুব দ্রুত যেন এই পরিস্থিতি কাটিয়ে উঠা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50