আর্ট-সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। এই পেইন্টিং বেশ কিছুদিন আগে করা হয়েছিল। ইতিমধ্যেই সুপারি পাতার প্লেটে বেশ কিছু পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করেছি। আর আজকে আমি সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি।


সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের পেইন্টিং:

IMG_20240804_101322.jpg
Device-OPPO-A15
IMG_20240804_101158.jpg
Device-OPPO-A15


চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। যেহেতু আমি সুপারি পাতার প্লেটে বেশ কয়েকটি পেইন্টিং করেছি তাই ভাবলাম প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য সুপারি পাতা প্লেটে তুলে ধরলে ভালোই হবে। আমি যেহেতু এগুলো ওয়ালমেট হিসেবে ঘরে সাজিয়ে রেখেছি তাই প্রায় একই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করেছি। সুপারি পাতার প্লেটে পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তবে এই প্লেট গুলো একটু বড় সাইজের হওয়ার কারণে একটু সময় লাগে পেইন্টিং করতে। ইতোমধ্যেই আমি বেশ কিছু পেইন্টিং করে ফেলেছি। আর আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আর আজকে চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সুপারি পাতার প্লেট।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20240718155545.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240718155730.jpg
Device-OPPO-A15
IMG20240718155801.jpg
Device-OPPO-A15


সুপারি পাতার প্লেটে এই পেইন্টিং করার জন্য প্রথমে সুপারি পাতা প্লেটের উপরের অংশে রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240718155934.jpg
Device-OPPO-A15
IMG20240718160104.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সাদা এবং আকাশী রঙের মিশ্রণে আরো কিছু অংশ পেইন্টিং করেছি।


ধাপ-৩

IMG20240718160439.jpg
Device-OPPO-A15
IMG20240718160637.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সম্পূর্ণ অংশে রঙের ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240718160738.jpg
Device-OPPO-A15
IMG20240718161053.jpg
Device-OPPO-A15


আমার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য এবার প্লেটের চারপাশের অংশে রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে আর। সম্পূর্ণ প্লেটটি রঙিন করেছি।


ধাপ-৫

IMG20240718161727.jpg
Device-OPPO-A15
IMG20240718161956.jpg
Device-OPPO-A15


যেহেতু আমি রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করবো তাই সুন্দর একটি চাঁদ অংকন করেছি।


ধাপ-৬

IMG20240718162116.jpg
Device-OPPO-A15
IMG20240718162336.jpg
Device-OPPO-A15


চাঁদ অংকন করা হয়ে গেলে নিচের দিকে সাদা রং দিয়ে চাঁদের আলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর নিচের দিকে কালো রং দিয়েছি।


ধাপ-৭

IMG20240718162416.jpg
Device-OPPO-A15
IMG20240718162818.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240718162926.jpg
Device-OPPO-A15
IMG20240718162945.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে কিছু ডালপালা তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240718163016.jpg
Device-OPPO-A15
IMG20240718163156.jpg
Device-OPPO-A15


এবার গাছের পাতাগুলো সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240718163408.jpg
Device-OPPO-A15
IMG20240718163411.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে গাছের পাতাগুলো আরো বেশি সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-১১

IMG20240718163946.jpg
Device-OPPO-A15
IMG20240718164109.jpg
Device-OPPO-A15


গাছের পাতাগুলো সুন্দর করে অংকন করা হয়ে গেলে এবার নিচের দিকে ঘাস অংকন করেছি।


শেষ ধাপ

IMG_20240804_105224.jpg
Device-OPPO-A15


এবার চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য আরো কিছু অংশের কাজ করেছি এবং এই পেইন্টিং শেষ করেছি।


উপস্থাপনা:

IMG_20240718_215718.jpg
Device-OPPO-A15


সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে সত্যি অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর কোন দৃশ্য দেখতেও ভালো লাগে। আমি আমার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য এই পেইন্টিং গুলো করেছিলাম। আর একই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করেছি। যাতে সবগুলো পেইন্টিং একসাথে দেখতে ভালো লাগে। সব মিলিয়ে এই পেইন্টিং করতে আমার সত্যিই অনেক ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপনি মাঝেমধ্যেই খুব সুন্দর সুন্দর পেইন্টিং করেন সুপারির পাতায়। এই পাতাগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? যাইহোক আপু ঠিকই বলেছেন চাঁদনী রাতে এমনিতেই খুব ভালো লাগে। আপনি আজকে চমৎকার একটি চাঁদনী রাতের আর্ট করেছেন। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 months ago 

এই সুপারি পাতার প্লেট গুলো মূলত পেইন্টিং করার জন্য কিংবা কোন ওয়ালমেট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমিও বেশকিছু পেইন্টিং ওয়ালমেট তৈরী করেছি আপু। এরপর দেয়ালে লাগিয়ে দিয়েছি। পরবর্তী কোন একদিন পোস্ট করে সেই বিষয়টি ক্লিয়ার করব আপু।

 2 months ago 

আপু আজ আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। সুপারির পাতায় করা পেইন্টিংটি দেখতে খুবই চমৎকার লাগছে।আপনি মাঝেমধ্যেই সুপারির পাতায় অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করেন দেখে অনেক ভালো লাগে। আপনি অনেক চমৎকার করে একটি চাঁদনী রাতের আর্ট করেছেন কালার কম্বিনেশন টাও অনেক দারুন লাগছে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে চমৎকার লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কালারটা দেখতে জটিল লাগছে।

 2 months ago 

আমার এই পেইন্টিং আপনার কাছে চমৎকার লেগেছে এবং কালার কম্বিনেশন ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

সত্যি অসাধারণ হয়েছে আপু আপনার তৈরি করা পেইন্টিংটি।

 2 months ago 

আপু আপনার পেইন্টিং গুলো সব সময় আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে খুব সুন্দর ভাবে আপনি পেইন্টিং গুলো করে থাকেন। আজকের পেইন্টিংটাও দেখতে আমার কাছে অসাধারণ লাগছে চাঁদনী রাতের পেন্টিংটা। অনেক সুন্দরভাবে সুপারি পাতার প্লেটের ওপর চাঁদনী রাতের এই সৌন্দর্য তুলে ধরেছেন। আপনার পেইন্টিং এর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমার পেইন্টিং আপনার কাছে ভালো লাগে জেনে খুবই খুশি হলাম। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু সুপারি পাতার প্লেটে প্রেইন্টিং অসাধারণ হয়েছে। সত্যি আপু আপনি অনেক সুন্দর প্রেইন্টিং করেন।গাছগুলো দেখতে অনেক ভালো লেগেছে। চাঁদের ও তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু সুপারি পাতার প্লেটগুলো আপনি কিভাবে তৈরি করলেন সেটা হচ্ছে আমার প্রশ্নের বিষয়। তবে প্লেট গুলো দেখতে খুবই সুন্দর। সে প্লেটের উপরে আপনি কালার করেন তাও আবার অসাধারণ হয়। আপনি চাঁদনী রাতের দৃশ্য পেইন্টিং করলেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনার চমৎকার ক্রিয়েটিভি দেখে মুগ্ধ হয়ে গেছি।

 2 months ago 

আপু আমি এগুলো তৈরি করিনি। এই প্লেটগুলো কিনতে পাওয়া যায়। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 months ago 

সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি এই পেইন্টিংটি করেছেন। পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 months ago 

সুপারি পাতার প্লেটে চাঁদনী রাতের পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 months ago 

চাঁদনী রাতের দৃশ্যটি খুব সুন্দর ভাবে আর্ট করলেন।এ ধরনের আর্ট গুলো খুবই ভালো লাগে দেখতে।প্রাকৃতিক এই দৃশ্যটির সৌন্দর্য দেখে ভীষণ ভালো লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর্ট করতে সত্যি অনেক ভালো লাগে। তাই আমি চাঁদনী রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বাহ আপনি তো দেখতেছি সুপারি পাতার প্লেটের মধ্যে চমৎকার চাঁদনী রাতের পেইন্টিং করেছেন। আসলে কিছু কিছু পেইন্টিং আছে দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার চাঁদনী রাতের পেইন্টিং এর মধ্যে গাছ দুটো আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে পেইন্টিংটি। চমৎকারভাবে পেইন্টিংটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

আমারে এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67789.28
ETH 2615.54
USDT 1.00
SBD 2.72