অরিগ্যামি-কাগজ দিয়ে হাত পাখা তৈরি||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। যদিও আজকে অনেক ব্যস্ত সময় কেটেছে। তাই কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না। তাই তো ঝটপট একটি সুন্দর হাত পাখা তৈরি করে ফেললাম। আর কাগজ দিয়ে হাত পাখা তৈরি করতে আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।


কাগজ দিয়ে হাত পাখা তৈরি

IMG_20240422_173511.png
Device-OPPO-A15
IMG_20240422_180206.png
Device-OPPO-A15


কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর কাগজ দিয়ে ছোট ছোট খেলনা তৈরি করতে আমার অনেক ভালো লাগে। হাত পাখা তৈরি করতে কিন্তু বেশ ভালো লেগেছিল। এই গরমে হাতপাখা ছাড়া একদমই চলে না। প্রথমে ভেবেছিলাম বড় করে কোন হাত পাখা তৈরি করবো। এরপর দেখি প্রয়োজনীয় কোন উপকরণ বাসায় নেই। তাই ছোট্ট করে কাগজের হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি। এই হাত পাখাটি তৈরি করার পর দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই তো আমি কাগজ দিয়ে হাতপাখা তৈরির পদ্ধতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20240422164403.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240422164507.jpg
Device-OPPO-A15
IMG20240422164530.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে হাত পাখা তৈরি করার জন্য প্রথমে আমি সুন্দর করে সাদা কাগজ নিয়েছি। এরপর গোল দাগ দিয়ে নিয়েছি। এবার কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240422164637.jpg
Device-OPPO-A15


সাবধানতার সাথে দাগ অনুযায়ী কাগজটি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। যাতে করে হাত পাখা তৈরি করতে সুবিধা হয়।


ধাপ-৩

IMG20240422164720.jpg
Device-OPPO-A15
IMG20240422164801.jpg
Device-OPPO-A15


হাত পাখা তৈরি করার জন্য এবার আরও একটি সাদা কাগজ নিয়েছি। আর হাত পাখার হাতল তৈরি করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। সাদা কাগজটি সুন্দর করে লম্বা করে গোল করে নিয়েছি।


ধাপ-৪

IMG20240422164909.jpg
Device-OPPO-A15
IMG20240422164944.jpg
Device-OPPO-A15


এরপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। সুন্দরভাবে সাদা কাগজটি দিয়ে হাতল তৈরি করে নিয়েছি।


ধাপ-৫

IMG20240422165035.jpg
Device-OPPO-A15
IMG20240422165135.jpg
Device-OPPO-A15


এবার হাতপাখাটির হাতল সুন্দর করার জন্য লাল কাগজ কেটে নিয়েছি। আর সুন্দর করে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৬

IMG20240422165242.jpg
Device-OPPO-A15
IMG20240422165320.jpg
Device-OPPO-A15


এবার হাতপাখাটি সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কিছু কাগজ কেটে নিয়েছি। আর হাতল তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240422165351.jpg
Device-OPPO-A15
IMG20240422165419.jpg
Device-OPPO-A15


এবার সাদা রঙের কাগজটির চারপাশে এই সুন্দর লাল রঙের কাগজগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৮

IMG20240422165705.jpg
Device-OPPO-A15
IMG20240422165724.jpg
Device-OPPO-A15


এভাবে প্রায় সম্পূর্ণ অংশে কাগজ লাগিয়ে নিয়েছি। এরপর একপাশের সাদা অংশে ভাঁজ করে নিয়েছি।


ধাপ-৯

IMG20240422165823.jpg
Device-OPPO-A15
IMG20240422165945.jpg
Device-OPPO-A15


এবার হাতপাখাটি সুন্দর করে উপস্থাপন করার জন্য লাল কলম দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240422170101.jpg
Device-OPPO-A15
IMG20240422170132.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু অংশে ডিজাইন করেছি। আর পাখাটি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর আঠা দিয়ে হাতলটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240422170443.jpg
Device-OPPO-A15


এবার হাত পাখাটির অন্যান্য অংশের কাজগুলো করে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এভাবেই এই কাগজের হাতপাখা তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20240422_172353.png
Device-OPPO-A15


এই গরমে হাতপাখা ছাড়া আমাদের একদমই চলে না। আর গরমের সময় হাত পাখা হলে আর কিছুই লাগে না। হাত পাখার শীতল বাতাস হৃদয় শীতল করে দেয়। তাইতো আমি কাগজ দিয়ে ছোট্ট একটি হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা হাতপাখা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার তৈরি করা কাগজের হাত পাখা আপনাদের সবার কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 months ago 

কাগজ দিয়ে তৈরি হাত পাখাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে কাগজ দিয়ে হাতপাখাটি তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

কাগজ দিয়ে তৈরি করা হাতপাখাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ধাপ তুলে ধরার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এই গরমে সবার অবস্থা অস্থির, আর এই অস্থির অবস্থায় আপনি অস্থির একটি কাজ আমাদের মাঝে শেয়ার করেছেন।খুব সুন্দর হয়েছে আপু আর ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 months ago 

এই গরমে সবার অবস্থাই খারাপ। তবুও আমি সুন্দর একটি হাতপাখা তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আর প্রতিটি ধাপ তুলে ধরেছি।

 3 months ago 

আপু বর্তমানে যে, গরম পড়ছে তাতে করে আপনার হাতপাখাটি দেখে বাতাস খেতে ইচ্ছা করছে। আগে যখন গ্রামে থাকতাম তখন গ্রামে প্রচুর হাত থাকার প্রচলন দেখতাম কিন্তু আস্তে আস্তে এই হাতপাখা হারিয়ে যাচ্ছে। আপনার তৈরি রঙিন কাগজের হাত পাখাটি দেখতে চমৎকার লাগছে। অনেক সুন্দর ভাবে হাতপাখার অরিগামী তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই গরমে হাত পাখার বাতাস হলে একেবারে শরীর ঠান্ডা হয়ে যায়। আর রঙিন কাগজ দিয়ে ছোট্ট একটি হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।

 3 months ago 

এই গরমের মধ্যে সবচেয়ে দরকারী জিনিসটাই তৈরি করেছেন।প্রথমে আমি ভেবেছিলাম কাপড় দিয়ে তৈরি করেছেন পরে দেখি যে রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি হাতপাখা তৈরি করেছেন ।দেখতে খুব কিউট লাগছে। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 months ago 

আপু আমি নিজের মতো করে চেষ্টা করেছি। এভাবে কাপড় দিয়ে তৈরি করলেও দেখতে অনেক ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

বর্তমান সময়ে প্রচণ্ড গরম পরছে আর এই গরমে এমন একটি পাখার দরকার রয়েছে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি পাখা তৈরি করেছেন আপনার পাখাটা দেখে বেশ ভালো লেগেছে। এত সুন্দর করে পাখাটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এই সময়ে অনেক গরম পড়েছে। আর হাত পাখা অনেক দরকারি হয়ে পড়েছে। মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

অতিরিক্ত গরম তার উপর লোডশেডিং এর জন্য হাত পাখার একটা গুরুত্ব আবার ফিরে এসেছে। বেচারা টা তো এখন একেবারে অসহায়। হাত পাখার অরিগ‍্যামি টা বেশ চমৎকার তৈরি করেছেন। বেশ সুন্দর লাগছে আপু। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এই গরমে লোডশেডিং এর মাত্রা অনেক বেড়ে গেছে। আর হাত পাখা ভীষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য প্রকাশের জন্য।

 3 months ago 

বাহ চমৎকার হাতপাখা তৈরি করলেন আপু একদম সেই আগের স্টাইলের হাতপাখাটি। গ্রামে আগে যেই হাত পাখা গুলো ব্যবহার করা হতো সেগুলো আপনার শেয়ার করা হাতপাখার মত। আমার তো আপনার হাতপাখাটি দেখে আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল। অনেক সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ আর সাদা কাগজ মিশ্রনে তৈরি করলেন। অনেক ভালো লাগলো দেখে।

 3 months ago 

আগেকার সময়ের হাত পাখাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। তাইতো আমি রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি আপু।

 3 months ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে হাতপাখা তৈরি করেছেন আপু। আমি তো প্রথমে হাতপাখা টি দেখে মনে করেছিলাম এটি কাপড়ের তৈরি। অনেক সুন্দর ভাবে পাখা তৈরীর প্রতিটি ধাপ আপনি উপস্থাপন করেছেন আপু ধন্যবাদ।

 3 months ago 

কাগজ দিয়ে সুন্দর একটি হাত পাখা তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। এভাবে কাপড় দিয়ে একদিন তৈরি করার চেষ্টা করব।

 3 months ago 

আপু যেই পরিমান গরম শুরু হয়েছে আর এর সাথে রয়েছে লোডশেডিং এমন একটি মুহূর্ত আপনার এই হাতপাখা খুব কাজে লাগবে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে হাত পাখার অরিগ্যামি তৈরি করেছেন। কালারফুল করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিক বলেছেন আপু গরমের পরিমাণ অনেক বেড়ে গেছে। আর গরমে হাত পাখা ভীষণ প্রয়োজনীয়। তাইতো কালারফুল একটি হাত পাখা তৈরি করেছি আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 58080.30
ETH 3102.16
USDT 1.00
SBD 2.40