DIY- পুরনো আয়না নতুন ভাবে সাজালাম||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে পুরনো কিছু থেকে নতুন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। কয়েকদিন থেকেই ভাবছিলাম পুরনো একটি আয়নাকে নতুন রূপে সাজাবো। আর সেই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পুরনো আয়না নতুন ভাবে সাজালাম:

IMG_20250709_104853.jpg
Device-OPPO-A15


পুরনো জিনিস থেকে যখন নতুন কিছু তৈরি হয় তখন অনেক ভালো লাগে। পুরনো কোন কিছু যখন নতুন ভাবে সাজিয়ে তোলা হয় তখন অন্য রকমের ভালোলাগা খুঁজে পাওয়া যায়। আমিও এই পুরনো এক টুকরো আয়না কে নিজের মতো করে সাজিয়ে তুলেছি। পুরনো এই আয়নার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ক্লে দিয়ে ডিজাইন করেছি। ফুল পাতা দিয়ে সুন্দর করে নকশা করে নিয়েছি। আর পুরনো একটি আয়নাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি। জানিনা কেমন হয়েছে। তবে খুব সহজ পদ্ধতিতেই আমি এই সুন্দর আয়নাটি ডেকোরেশন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই সুন্দর আয়নাটি ডেকোরেশন করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. ক্লে।
২. আয়না।

IMG20250708174221.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250708174343.jpg
Device-OPPO-A15
IMG20250708174628.jpg
Device-OPPO-A15


পুরনো আয়না নতুন করে সাজানোর জন্য প্রথমে সুন্দর করে ছোট ছোট করে ক্লে ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20250708174932.jpg
Device-OPPO-A15
IMG20250708174949.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে বিভিন্ন কালারের ক্লে দিয়ে বিভিন্ন অংশে সেটিং করে নিয়েছি।


ধাপ-৩

IMG20250708175010.jpg
Device-OPPO-A15
IMG20250708175048.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে ফুলগুলো নকশা করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৪

IMG20250708175213.jpg
Device-OPPO-A15
IMG20250708175340.jpg
Device-OPPO-A15


ফুলের নকশা গুলো সুন্দর করে করার চেষ্টা করেছি। সেই সাথে পাতা তৈরির প্রস্তুতি নিয়েছি।


ধাপ-৫

IMG20250708175802.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ফুল এবং পাতা তৈরি করে চারপাশের ডেকোরেশন সুন্দর করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:


IMG_20250709_104659.jpg
Device-OPPO-A15


পুরনো একটি আয়না কে নতুনভাবে সাজিয়ে সবার মাঝে উপস্থাপন করতে ভীষণ ভালো লেগেছে। আমার এই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে নতুন কিছু করতে অনেক ভালো লাগে। বিশেষ করে পুরনো কিছু থেকে যখন নতুন কিছু তৈরি করি তখন অনেক ভালো লাগে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1752048355912.png

 2 months ago 

এভাবে পুরাতন কোন জিনিসকে নতুন করে সাজাতে পারলে দেখতে বেশ ভালই লাগে। আয়নাটিকে খুব সুন্দর নতুন করে সাজিয়ে তুলেছেন। আয়নাটি দেখতে খুব সুন্দর লাগছে। ভালো লাগলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 2 months ago 

পুরনো কোন কিছু থেকে নতুন কিছু তৈরি করতে ভীষণ ভালো লাগে। আর এই ধরনের কাজগুলো করতে আমার আরো বেশি ভালো লাগে আপু।

 2 months ago 

পুরনো একটি আয়না ক্লে দিয়ে খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করাটা দেখে। এভাবে যে কোন পুরনো অথবা ভাঙ্গা জিনিস সাজিয়ে তৈরি করলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। আপনার এই আয়নাটা আরো ইউনিট হয়ে গিয়েছে। এত সুন্দর আয়না দেখে বেশ ভালো লাগলো।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু পুরনো কোন কিছু সাজিয়ে তুলতে অনেক বেশি ভালো লাগে। তাই তো আমিও নতুন কিছু করার চেষ্টা করেছি।

 2 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ পোস্ট দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনি এই পুরাতন আয়নাকে যেভাবে নতুন রূপে সাজিয়েছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এভাবে পুরাতন কোন জিনিসকে ফেলে না দিয়ে এগুলোকে নতুন করে সাজানোর মধ্য দিয়ে যেন একটি আলাদা আনন্দ কাজ করতে থাকে৷

 2 months ago 

আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। পুরোনো কিছু থেকে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।

 2 months ago 

পুরানো জিনিসকে নতুন রুপে সাজাতে বেশ ভালো লাগে। তখন আবার তা নতুনের মতো লাগে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়েছেন আয়নাটি। দেখতে ভালই লাগছে।

 2 months ago 

একদম ঠিক বলেছেন আপু পুরনো কোন কিছু নতুন রূপে সাজালে দেখতে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110425.78
ETH 4395.28
USDT 1.00
SBD 0.82