অরিগ্যামি-কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি||

in আমার বাংলা ব্লগ22 days ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করি। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই কি তৈরি করবো হঠাৎ করে ভেবে পাচ্ছিলাম না। এরপর চিন্তা করলাম নতুন কিছু তৈরি করি। কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি:

IMG_20240625_211146.png
Device-OPPO-A15


রঙিন কাগজ ভাঁজ করে কোন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আর অরিগ্যামি তৈরি করতে বেশি ভালো লাগে। কারণ এই ধরনের কাজগুলো খুব সহজেই করা যায়। কাগজের ভাঁজ সুন্দর করে উপস্থাপন করে অরিগ্যামি তৈরি করা যায়। আর আমিও চেষ্টা করেছি কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি সুন্দর করে উপস্থাপন করার। সুন্দর করে গজর গুলো তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে। জানিনা কতটুকু পেরেছি। তবে কাগজের বিভিন্ন ভাঁজে গাজরের অরিগ্যামি তৈরি করতে আমার ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি গাজর গুলো তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কলম।

IMG20240625155714.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240625155811.jpg
Device-OPPO-A15
IMG20240625155910.jpg
Device-OPPO-A15


কাগজের ভাঁজে গাজর তৈরি করার জন্য প্রথমে দুই টুকরো কাগজ নিয়েছি। এরপর ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG_20240625_193456.jpg
Device-OPPO-A15
IMG20240625160226.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কাগজের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি। আর কাগজ আবারো ভাঁজ করেছি।


ধাপ-৩

IMG20240625160245.jpg
Device-OPPO-A15
IMG20240625160308.jpg
Device-OPPO-A15


এবার একটি গাজর তৈরি করা হয়ে গেলে অন্য একটি কাগজ নিয়েছি গাজর তৈরি করার জন্য।


ধাপ-৪

IMG20240625160400.jpg
Device-OPPO-A15
IMG20240625160522.jpg
Device-OPPO-A15


একই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গাজর তৈরি করে নিয়েছি।


ধাপ-৫

IMG20240625160553.jpg
Device-OPPO-A15
IMG20240625160639.jpg
Device-OPPO-A15


এবার সবুজ রঙের কাগজ নিয়েছি পাতা তৈরি করার জন্য। এরপর সুন্দর করে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240625160708.jpg
Device-OPPO-A15
IMG20240625160756.jpg
Device-OPPO-A15


সুন্দর করে ভাঁজের মাধ্যমে কাগজের পাতাগুলো তৈরি করেছি।


ধাপ-৭

IMG20240625160813.jpg
Device-OPPO-A15
IMG20240625160822.jpg
Device-OPPO-A15


সুন্দর করে পাতাগুলো ডিজাইন করে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে। আর সেটিং করে নেওয়ার জন্য প্রস্তুত করেছি।


ধাপ-৮

IMG20240625160846.jpg
Device-OPPO-A15
IMG20240625160857.jpg
Device-OPPO-A15


গাজর গুলো আরো সুন্দর করার জন্য পাতাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20240625160925.jpg
Device-OPPO-A15
IMG20240625160946.jpg
Device-OPPO-A15


এবার কাগজের গাজর তৈরি করা হয়ে গেলে সামনের ডিজাইনগুলো করার জন্য কালো কলমের ব্যবহার করেছি। সুন্দর করে গাজরের অন্যান্য অংশগুলো তৈরি করার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

1719322355318.png
Device-OPPO-A15


কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। তবে আজকে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না তাই এই কাজটি করতে গিয়ে অনেকটা সময় লেগেছে। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি কাগজের বিভিন্ন ভাঁজের মাধ্যমে গাজর তৈরি করার। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 21 days ago 

আপু আপনি রঙিন কাগজ ভাঁজ করে খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ ভাঁজ করে বিভিন্ন জিনিস বানাতে যেমন সময় লাগে তেমনি লেখার ক্ষেত্রে ভাঁজ মনে রেখে লেখাও খুব কষ্টকর। তবে রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 20 days ago 

কাগজ সুন্দর করে ভাঁজ করে গাজর তৈরি করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 22 days ago 

কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। একদম অরজিনাল হয়েছে ধাপ গুলো দেখে শিখে নিয়েছি। পরবর্তীতে আমি তৈরি করব ইনশাআল্লাহ

 20 days ago 

আমার তৈরি করা কাগজের গাজর আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। চেষ্টা করেছি প্রতিটি ধাপ তুলে ধরার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

আপু আপনার আজকের অরিগ্যামি অনেক সুন্দর ও কিউট হয়েছে। বিশেষ করে বাইরে মূল দিয়ে একটু বাস্তবতার ছোঁয়া দেবার চেষ্টা করায় আরো সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

আমার তৈরি করা গাজর গুলো আপনার ভালো লেগেছে আর বাস্তবের মত মনে হয়েছে জেনে খুশি হলাম ভাইয়া।

 22 days ago 

কাগজের ভাজে চমৎকার সুন্দর গাজরের অরিগ্যামি করেছেন আপু। চমৎকার সুন্দর হয়েছে আপনার গাজরের অরিগ্যামিটি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে গাজরের অরিগ্যামি তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

কাগজের ভাঁজ করে সুন্দর করে গাজর তৈরি করার চেষ্টা করেছি। প্রতিটি ধাপ তুলে ধরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

আপনার তৈরি করা গাজরের অরিগামী দেখে অনেক ভালো লেগেছে। খুব চমৎকারভাবে আপনি এই অরিগামী তৈরি করেছেন। এই জাতীয় পোস্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও বেশ ধারণা পেয়ে যাই শিখার জন্য।

 20 days ago 

আমার তৈরি করা গাজরের অরিগ্যামি আপনার ভালো লেগেছে আর সুন্দর করে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 22 days ago 

আমরা ইতিমধ্যে কমিউনিটির মধ্যে বেশ কয়েকজন মেম্বারদের মাধ্যমে গাজরের অরিগ্যামি দেখতে পেরেছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা গাজরের অরিগ্যামি টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 20 days ago 

ইতোমধ্যেই বেশ কয়েকজন গাজরের অরিগ্যামি শেয়ার করেছিল। আমিও নিজের মতো করে চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

গাজরের অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। গাজর আমাদের জন্য খুবই উপকারী। গাজর খেতে ভীষণ মজা লাগে। আমি তো মাঝে মধ্যে কাঁচা খেয়ে ফেলি। আপনার তৈরি গাজরের অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 20 days ago 

আমার তৈরি করা গাজর দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 21 days ago 

আসলে আপু বুদ্ধি থাকলে উপায় হয়। আপনি কিন্তু সাধারণ কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। আজও করেছেন। আপনার এমন সুন্দর সুন্দর ক্রেয়েটিভ কাজগুলো আমার কাছে বেশ ভালোই লাগে।

 20 days ago 

আপু একটু চিন্তা করলেই সুন্দর কিছু তৈরি করা যায়। আমিও চেষ্টা করেছি নতুন কিছু করার। অনেক অনেক ধন্যবাদ আপু।

 22 days ago 

কাগজের ভাঁজে গাজরের অরিগ্যামি সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। এই ডাই পোস্টটি দেখে আমিও শিখে নিলাম।

 20 days ago 

কাগজের বিভিন্ন ভাঁজের মাধ্যমে গাজর তৈরির পদ্ধতি তুলে ধরার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50