আর্ট পোস্ট || বার্গার, কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ ফুলের ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক এবার আমি একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করেছি। আমি বার্গার, কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ ফুলের ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট করার চেষ্টা করেছি। বার্গার, কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই আমরা কমবেশি সবাই পছন্দ করি। ক্যাফে তে গিয়ে আমরা অনেক সময় কম্বো অফারে এগুলো নিয়ে খেয়ে থাকি। যদিও এই ধরনের খাবার শরীরের জন্য ভালো নয়। তবুও মাঝেমধ্যে এই ধরনের খাবার না খেলে ভালো লাগে না। তাছাড়া ফুলের ম্যান্ডেলা ডিজাইন করার পর আর্টটি দেখতে আরও সুন্দর লাগছে। হঠাৎ করে দেখলে কিন্তু সত্যিকারের বার্গারের মতোই মনে হয়। যাইহোক এই ধরনের আর্ট করতে সময় বেশি লাগলেও,দেখতে খুব সুন্দর লাগে। মোটকথা আর্ট সম্পন্ন করার পর সেই কষ্ট অনেকটা দূর হয়ে যায়। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
বার্গার, কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ ফুলের ম্যান্ডেলা ডিজাইন এর আর্ট
প্রয়োজনীয় উপকরণ
- ড্রয়িং খাতা
- বিভিন্ন কালারের সাইন পেন
- পেন্সিল
- স্কেল
- কম্পাস
- সাদা পোস্টার রং
- কটনবার্ড
অঙ্কন প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল দিয়ে একটি বার্গারের আকৃতি এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর কাগজের ঠোঙ্গা সহ ফ্রেঞ্চ ফ্রাই এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
এরপর স্ট্র সহ কোল্ড ড্রিংকস এর ওয়ান টাইম গ্লাস এঁকে নিলাম স্কেল এবং পেন্সিল দিয়ে।
চতুর্থ ধাপ
এই পর্যায়ে পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।
পঞ্চম ধাপ
তারপর বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং কোল্ড ড্রিংকসের গ্লাস, বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নিচ্ছি।
ষষ্ঠ ধাপ
ব্যাস এভাবেই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এবং স্ট্র সহ কোল্ড ড্রিংকস এর ওয়ান টাইম গ্লাস কালার করে নিলাম। এরপর কম্পাস এবং পেন্সিল দিয়ে কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম ফুলের ম্যান্ডেলা ডিজাইন করার জন্য।
সর্বশেষ ধাপ
অর্ধ বৃত্ত গুলোর মধ্যে ফুলের ম্যান্ডেলা ডিজাইন করে,বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে কালার করে নিলাম। এরপর ইংরেজিতে ক্যাফে লিখে, বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি লাভ প্রতীক এঁকে নিলাম। এরপর বার্গারের মধ্যে কটনবার্ড এবং সাদা পোস্টার রং দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম। আর এভাবেই আর্টটি সম্পন্ন করে ফেললাম। তারপর উপরে আমি সিগনেচার করে নিলাম।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | আর্ট |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ৩.৭.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
বিভিন্ন ধরনের খাবার নিয়ে খুব সুন্দর একটা আর্ট করেছেন। পিছনের ম্যান্ডেলা ডিজাইন টাও দারুন লাগছে দেখতে। বার্গারটা দেখে তো খেতে ইচ্ছে করছে। আর্টের কালার কম্বিনেশন টাও দারুন হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।
বার্গারটা দেখে মনে হচ্ছে খেতে খুবই ইয়াম্মি লাগবে 😂। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
এই খাবার গুলো শরীরের জন্য উপকারী হোক বা না হোক আঁকতে তো আর সমস্যা নেই, যদিও খেতে পারবো না হাহাহা।যাই হোক ভাইয়া আপনার এই পেইন্টিংটা বেশ দারুন হয়েছে। মেন্ডেলার সাথে করেছেন দেখে আরও বেশি সুন্দর, লাগছে খুব মানিয়েছে।
ঠিকই বলেছেন আপু, আঁকতে তো কোনো বাঁধা নেই 😂। যাইহোক বেশ মজা পেলাম আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে চমৎকার একটি আর্ট পোস্ট শেয়ার করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে বার্গার দেখতে একদম অরিজিনাল লাগছে। তাছাড়া কালার কম্বিনেশনেও দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ একসাথে অনেক কিছু আর্ট করলেন আপনি একই চিত্রের মধ্যে। বার্গার, কোলড্রিংস, ম্যান্ডেলা আর্ট অসাধারণ আপনার চিন্তাভাবনা অসাধারণ একটিভিটিস। ভীষণ ভালো লেগেছে একই ফ্রেমের মধ্যে এত কিছু জিনিস আপনার আর্টের মধ্যে রাখছেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আমাদেরকে শেয়ার করে যাচ্ছেন।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক আর্টটি দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আর্ট পোষ্টটি দেখে আমার
চোখে লাগলো ধাঁধা,
আর্ট পারিনা গান পারিনা
আস্ত একটা গাধা।
মাঝে মাঝে নিজেকে
গাধাই মনে হয়,
অনেক কিছুই পারি না তাই
এমন মনে হয়।
চমৎকারি আর্টটি দেখে
জুড়িয়ে গেল মন,
আর শেখা ভাইয়া আমার
খুবই প্রয়োজন।
💞
আমি যতটুকু জানি আপনি তো গান ভালোই পারেন। যাইহোক আর্টটি দেখে ছন্দের তালে তালে এভাবে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খাবার গুলো ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। একসাথে অনেকগুলো আর্ট তুলে ধরেছেন। আপনার আজকের এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। বার্গার, কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই সহ ফুলের ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর হয়েছে। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ম্যান্ডেলা আর্ট করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে বার্গার ও কোল্ড ড্রিংকস এবং ফ্রেঞ্চ ফ্রাই এবং ফুলের চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। সত্যি বলতে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আপনার এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে। ধৈর্য ধরে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।