স্পোর্টস পোস্ট || ✌ দুর্দান্ত জয়ের মাধ্যমে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয় ✌
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারো স্পোর্টস বিষয়ক একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকেই আমার ভীষণ পছন্দ। তাই চেষ্টা করি সবসময় ক্রিকেট ম্যাচ দেখতে। আপনারা অনেকেই জানেন যে,বাংলাদেশ বনাম শ্রীলংকা দলের ওয়ানডে সিরিজ গত সোমবার অর্থাৎ ১৮ মার্চ শেষ হয়েছে। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টস জিতে শ্রীলংকা দলের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি শ্রীলংকা দলের। তারা ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে ফেলে।
স্ক্রিনশট - টিএনটি স্পোর্টস ১
তারপর রানও পাচ্ছিলো না সেভাবে। বাংলাদেশের দুই পেসার তাসকিন এবং শরিফুল মোটামুটি ভালোই শুরু করে। বিশেষ করে তাসকিন একেবারে দুর্দান্ত বোলিং করতে থাকে। তাসকিন কৃপণ বোলিং করার পাশাপাশি, প্রথমেই দুটি উইকেট তুলে নেয়। এরপর মোস্তাফিজও চমৎকার বোলিং করা শুরু করে। শ্রীলংকান প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে তেমন কেউ ভালো ব্যাট করতে পারেনি। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছিল যে ২০০ রান করতে পারবে না। কিন্তু মিডল অর্ডারের জেনিথ লিয়ানাগে নামের একজন ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেন। মূলত তার ব্যাটিং এর উপর ভিত্তি করেই শ্রীলংকা মোটামুটি সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।
স্ক্রিনশট - টিএনটি স্পোর্টস ১
কিন্তু জেনিথকে শ্রীলংকান কোনো ব্যাটসম্যান সেভাবে সাপোর্ট দিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিলো শ্রীলংকা। কিন্তু এক পাশ থেকে জেনিথ আগলে রাখে এবং শেষ পর্যন্ত সেঞ্চুরি করে অপরাজিত থাকে। এককথায় অপ্রতিরোধ্য একটি ইনিংস খেলে জেনিথ। যাইহোক নির্ধারিত ৫০ ওভারে ২৩৫/১০ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। বাংলাদেশের বোলারদের বোলিং বেশ উপভোগ করেছি। জবাবে ২৩৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের শুরুটা বেশ ভালোই হয়েছিল। তরুণ তানজিদ হাসান দুর্দান্ত ব্যাটিং শুরু করেন। তার ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ দলের রান রেট বেশ ভালো ছিলো।
স্ক্রিনশট - টিএনটি স্পোর্টস ১
বাংলাদেশ দল উড়ন্ত সূচনা করার পরেও,তাদের ইনিংসের ১০০ রান ক্রস করার পরেই, বেশ কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। তানজিদ হাসান শেষ পর্যন্ত সেঞ্চুরি পায় না। তিনি ৮৪ রান করে আউট হয়ে যান। শেষের দিকে রিশাদ হোসাইন ঝড়গতির ইনিংস খেলেন। একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকান তরুণ এই ব্যাটসম্যান। তিনি মাত্র ১৮ বল মোকাবেলা করে ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪১ তম ওভারে বাংলাদেশ টার্গেট চেজ করতে সক্ষম হয় এবং ৪ উইকেটের দারুণ জয় পায়। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দল এই সিরিজটি ২-১ এর ব্যবধানে জয়লাভ করে। শ্রীলংকার কুমারা ৪ উইকেট তুলে নেয় এই ম্যাচে। সেরা পারফরম্যান্সের জন্য রিশাদ হোসাইন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সবমিলিয়ে এই ম্যাচটি বেশ উপভোগ করেছি।
স্ক্রিনশট - টিএনটি স্পোর্টস ১
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | স্পোর্টস |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২১.৩.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
একদমই ঠিক বলেছেন ভাই দুর্দান্ত জয় ছিলো। যদিও আগের মতো খেলা দেখা হয়না তবে সেদিন খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর করে পুরো উপস্থাপন করেছেন। যে কেউ দেখলে খুশি হবে। এভাবে বিপক্ষ দলের সাথে খেললে অবশ্যই জিতবে ইনশাআল্লাহ।
হ্যাঁ ভাই এই ম্যাচটি দেখে আসলেই খুব ভালো লেগেছিল। বিশেষ করে রিশাদ হোসাইন এর ঝড়গতির ইনিংস দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। যাইহোক রিভিউ পড়ে এভাবে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
খেলাটি আমি দেখেছিলাম। বাংলাদেশ যতই ভালো খেলুক না কেন? শেষ দিকে যেয়ে তারা মোমেন্টাম ধরে রাখতে পারে না। লাস্টের দিকে শ্রীলংকা তাদের দখলে ম্যাচটা নিয়ে গেছিল। ভালো যে রিশাদ হোসেন দুর্দান্ত একটা ইনিংস খেলছে তারপরে জয়টা পেয়ে গেছে। অভিনন্দন! বাংলাদেশের জন্য। আপনি বেশ সুন্দর একটা রিভিউ করেছেন।
হ্যাঁ ভাই বাংলাদেশ দলের ক্রিকেটাররা শেষের দিকে মোমেন্টাম ধরে রাখতে পারে না। যাইহোক রিভিউ পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
১৮ তারিখ বাংলাদেশ এবং শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচ আমি দেখেছিলাম। প্রথমে বাংলাদেশের দুই প্রেসার তাসকিন এবং শরিফুল খুব ভালো বল করেছিল। যদিও শ্রীলংকার মেডেল আলা ব্যাটসম্যান জেনিথ লিয়ানাগ ভালো ব্যাটিং করে সেঞ্চুরি করে ছিল। তার ওপর ব্যাটিং নির্ভর করেন 235 রান করেছে। ঐদিনও বাংলাদেশ মোটামুটি ভালো ব্যাটিং করেছিল। বিশেষ করে তানজিন হোসেন তামিম ও রিশাদ হোসেনের ব্যাটিং এর কারনে বাংলাদেশ খুব সহজে জয় পেয়েছে। খেলার পোস্টটি খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
হ্যাঁ ভাই এই ম্যাচে তানজিদ হাসান এবং রিশাদ হোসাইন এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছে। যাইহোক রিভিউ পড়ে যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আসলেই খুবই দারুণভাবে সিরিজটা জয়লাভ করতে পেরেছে। তরুণ খেলোয়াড়দেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর খেলা আমাদের উপহার দেবার জন্য। বিশেষ করে রিশাদ এর ইনিংস টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
হ্যাঁ ভাই বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স করেছে এই ম্যাচে। যাইহোক রিভিউ পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ঐদিনের খেলাটা আমি দেখেছিলাম। লাষ্টে রিশাদের ব্যাটিংটা দারুন লেগেছে। তার উপর নির্ভর করেই বাংলাদেশ সিরিজটা জয় পেয়েছে। এভাবে প্রতিটি খেলায় দায়িত্ব নিয়ে খেললে,জয় পাওয়া সম্ভব। ধন্যবাদ।
হ্যাঁ ভাই রিশাদ হোসাইন এককথায় দুর্দান্ত ব্যাটিং করেছিলো সেদিন। একেবারে ঝড়গতির ইনিংস খেলেছিলো। যাইহোক রিভিউ পড়ে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।