আর্ট পোস্ট || ডোনাট এবং হট কফির সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আমি সময় পেলে প্রায়ই ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে ফুলের ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালো লাগে। তবে মাঝেমধ্যে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। যাইহোক আমি ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করেছি। মূলত দুটি ডোনাট এবং হট কফির সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন করার চেষ্টা করেছি। মাঝেমধ্যে ডোনাট খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া প্রতিদিন ২/১ বার হট কফি পান করলে শরীর একেবারে চাঙ্গা হয়ে যায়। ডোনাট এবং হট কফির সাথে ম্যান্ডেলা ডিজাইন করেছি বলে,আর্টটি দেখতে দারুণ লাগছে। হঠাৎ করে এই আর্ট করার আইডিয়াটা মাথায় আসলো এবং সেই ভাবনা থেকেই এই আর্টটি করা। সম্পূর্ণ আর্টটি কালারফুল করার কারণে, আর্টটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। যাইহোক এই আর্টটি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ডোনাট এবং হট কফির সহিত কিছু ম্যান্ডেলা ডিজাইন
প্রয়োজনীয় উপকরণ
- ড্রয়িং খাতা
- বিভিন্ন কালারের সাইন পেন
- পেন্সিল
- কম্পাস
- রাবার
- স্কেল
- কালো জেল পেন
অঙ্কন প্রণালী নিম্নরুপঃ
প্রথম ধাপ
প্রথমে দুটি ডোনাট এবং একটি হট কফির ওয়ান টাইম গ্লাস এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ
তারপর ডোনাট এবং হট কফির সাথে বেশ কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিলাম ম্যান্ডেলা ডিজাইন করার জন্য।
তৃতীয় ধাপ
এই পর্যায়ে পেন্সিলে আঁকা দাগগুলো কালো সাইন পেন দিয়ে গাঢ় করে নিলাম।
চতুর্থ ধাপ
তারপর বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে ডোনাটের মধ্যে ডিজাইন করে,কালার করে নিচ্ছি।
পঞ্চম ধাপ
এরপর হট কফির ওয়ান টাইম গ্লাস কালার করে নিলাম।
ষষ্ঠ ধাপ
তারপর অর্ধ বৃত্ত গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ডিজাইন করে,এরপর কালার করার মাধ্যমে আর্টটি সম্পন্ন করে নিলাম।
সর্বশেষ ধাপ
এরপর আমি সাইন করে নিলাম। আর্টটি দেখতে আসলেই দারুণ লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | আর্ট |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S9 Plus |
তারিখ | ৩.৯.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
🎉 Exciting News! 🤩
PUSS Coin is on the rise! 💸💸 To learn more about this amazing project, be sure to check out their latest updates and stay informed about the market trends. 📊
BUY/SELL PUSS COIN NOW https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7
But that's not all! 🤩 Our community is growing stronger every day, and we invite you to join the conversation. Share your thoughts, ask questions, and engage with fellow members who are passionate about PUSS Coin.
Let's build a strong community together! 💪
And don't forget to VOTE FOR XPILAR.WITNESS by visiting https://steemitwallet.com/~witnesses and show your support for our dedicated team, working tirelessly to improve the Steem ecosystem. Your vote matters! 🙏
অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার এই আর্ট। দেখে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন আর্ট। এমন বিভিন্ন ধারার আটগুলো অনেক ভালো লাগে আমার। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ছিল ভাইয়া।
আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার পস্টোগুলো সবসময় আমার ভালো লাগে। সবসময় আপনি সুন্দর দক্ষতার সাথে নতুন নতুন ডিজাইনের আর্ট অরিগ্রাম আমাদের মাঝে শেয়ার করেন। আজও খুব ইউনিক একটি আর্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। একদম অন্যরকম লাগছে আপনার আর্টটি। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন।
চেষ্টা করি সবসময় ইউনিক পোস্ট শেয়ার করার জন্য। যাইহোক আর্টটি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ডোনাট এবং হট কফি দুটোই বেশ লোভনীয় লাগছে দেখতে। দারুন আর্ট করেছেন ভাইয়া। এই ধরনের আর্ট গুলো আমার ভীষণ পছন্দ। ম্যান্ডেলা ডিজাইন টুকু করার কারণে আরো আকর্ষণীয় লাগছে দেখতে। সব মিলিয়ে দারুন একটা আর্ট করেছেন আপনি। ধন্যবাদ এত চমৎকার একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, ম্যান্ডেলা ডিজাইন এর জন্য আর্টের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যাইহোক আর্টটি দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
আপনারা সবসময় সাপোর্ট করেন বলেই সবকিছু সম্ভব হচ্ছে। যাইহোক আর্টটি দেখে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
সুন্দর কোন আর্ট করতে অনেক ভালো লাগে আর আপনার আর্ট দেখতে অনেক ভালো লাগে। চমৎকার একটি আর্ট করেছেন ভাইয়া। সুন্দর লাগছে আপনার আর্ট। অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হলাম আপু। যাইহোক আর্টটি দেখে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
বেশ সুন্দর এঁকেছেন ম্যান্ডালা আর্টি। আর আইডিয়াটিও বেশ। বিকালের নাস্তার ম্যান্ডালা আর্ট। বেশ সুন্দর করে এঁকেছেন প্রতিটি ধাপ। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
বিকেলের নাস্তায় এমন মজার খাবার পেলে তো কোনো কথাই নেই। যাইহোক আর্টটি দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।