📸ফটোগ্রাফি পোস্ট📸|| সাতটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করবো। বেশিরভাগ সময় আমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করি আপনাদের সাথে। তবে আজকে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। যাইহোক সেই ভাবনা থেকেই আজকের পোস্টে আমি আপনাদের সাথে সাতটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে দুটি ফটোগ্রাফি আমি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের এরিয়া থেকে, দুটি ফটোগ্রাফি সুবর্ণগ্রাম রিসোর্ট থেকে, দুটি ফটোগ্রাফি শীতলক্ষ্যা নদী থেকে এবং একটি ফটোগ্রাফি শ্রীমঙ্গলের খাসিয়া পল্লী থেকে ক্যাপচার করেছিলাম। মোটকথা ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছিলাম। আপনারা অনেকেই জানেন যে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। আমি বাহিরে গেলে কোনো সুন্দর কিছু চোখে পড়লে সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। আমাদের কমিউনিটির অনেকেই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



📸১নং ফটোগ্রাফি📸


Notes_240821_225631_c8b.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা আমি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের সামনে থেকে ক্যাপচার করেছিলাম। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ভিতরটা যেমন সুন্দর, তেমনি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের সামনের অংশটাও খুব সুন্দর। সামনের অংশে ঘুরাঘুরি করতেও ভীষণ ভালো লেগেছিল।



📸২নং ফটোগ্রাফি📸


Notes_240821_225633_078.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের পিছনের অংশ থেকে ক্যাপচার করেছিলাম। পিছনের অংশে গাছগাছালি বেশ ভালোই রয়েছে। তাই জায়গাটা দেখতে খুবই সুন্দর লেগেছিল। আসলে গাছগাছালি থাকলে যেকোনো জায়গার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়।



📸৩নং ফটোগ্রাফি📸


Notes_240821_225625_c6f.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা সুবর্ণগ্রাম রিসোর্টের ভিতর থেকে ক্যাপচার করেছিলাম। সুবর্ণগ্রাম রিসোর্টের ভিতরের সামনের এই অংশে কিছু রাইড রয়েছে। তাছাড়া বেশ কয়েকটি জায়গায় খুব সুন্দর সুন্দর পেইন্টিং করা হয়েছে। আর সেজন্য সেখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।



📸৪নং ফটোগ্রাফি📸


Notes_240821_225623_c03.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা সুবর্ণগ্রাম রিসোর্টের ভিতরে থাকা লেকের পাড় থেকে ক্যাপচার করেছিলাম। লেকের এক পাশে থাকা এই সুইমিং পুলটা আসলেই খুব সুন্দর। কিছু মানুষ তখন সুইমিংপুলে নেমে গোসল করছিলো। গরমের দিন সুইমিংপুলে নেমে গোসল করতে ভীষণ ভালো লাগে।



📸৫নং ফটোগ্রাফি📸


Notes_240821_225627_95d.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

কয়েকদিন আগে নবীগঞ্জ ঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পার হয়ে চাষাড়া গিয়েছিলাম প্রয়োজনীয় কাজে। তো কাজ শেষ করে নৌকা দিয়ে নদী পার হয়ে যখন বাসার দিকে যাচ্ছিলাম,তখন নৌকার মধ্যে বসে এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম।



📸৬নং ফটোগ্রাফি📸


Notes_240821_225629_fb0.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy S9 Plus

এই ফটোগ্রাফিটা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে নবীগঞ্জ ঘাটে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্য দেখতে আসলেই খুব ভালো লাগে। একজন লোক নৌকা দিয়ে বাইক পার করছে। সবমিলিয়ে দারুণ লেগেছিল চারপাশের পরিবেশটা।



📸৭নং ফটোগ্রাফি📸


Notes_240821_225635_257.jpg


What 3 Words Location
Device Name- Samsung Galaxy Note 20 Ultra 5g

এই ফটোগ্রাফিটা খাসিয়া পল্লী থেকে ক্যাপচার করেছিলাম। শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরাঘুরি করে,হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছিলাম। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের শেষ প্রান্তে খাসিয়া পল্লী অবস্থিত। তাদের ঘরবাড়ি গুলো অন্যরকম। এমন মাটির ঘর সামনা-সামনি দেখে ভীষণ ভালো লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি
ফটোগ্রাফার@mohinahmed
পোস্ট লেখার জন্য ব্যবহৃত ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ২৬.৮.২০২৪
লোকেশনবাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last month 

বাহ এক সাথে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখলাম। মিলিটারি জাদুঘর থেকে ধরে নদীর ঘাট পর্যন্ত দেখলাম। প্রত্যেকটা ছবি অনেক সুন্দর ছিল। আর দারুন বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ।

 last month 

হ্যাঁ ভাই রেনডম ফটোগ্রাফি পোস্ট দেখার মজাই আলাদা। কারণ একটি মাত্র পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখার সুযোগ হয়ে থাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

🌼 Beautiful flowers! 🌺 It's lovely to see such vibrant colors in this post. 🌹 The first image features a gorgeous flower with petals of pink and purple hues, while the second one showcases a stunning mix of red and yellow tones. 🌻 And look at that delightful GIF - it's as if the flowers are dancing! 💃🏻

I'm so glad you're excited to contribute to the Steem community! 💕 As a member of this ecosystem, your participation is invaluable. 🤝 Let's interact with each other and share our thoughts, ideas, and creativity. 📚 It's wonderful to see people like you who are passionate about making a positive impact.

If you're interested in helping us grow and succeed as a community, please consider voting for the witness 'xpilar.witness' by visiting https://steemitwallet.com/~witnesses . Your support means the world to us! 🌟 We're always looking for ways to improve and expand our ecosystem, and with your help, we can make that happen. 💪

 last month 
 last month 

বিভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। মাটির ঘরের ফটোগ্রাফি টা খুবই ভালো লাগলো দেখে। সুবর্ণগ্রাম থেকে ক্যাপচার করা সুইমিং পুলের ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করতে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

বিদেশ বিদেশ লাগতেছে। জায়গাগুলো আমার বহু দেখা। কিন্তু এত সুন্দর লাগেনি কখনও। ক্যামেরার এঙ্গেলই সব পরিবর্তন করে দিয়েছে। ফটোগ্রাফারকে ধন্যবাদ। 😉

 last month 

বেশ ভালো লাগলো ভাই আপনার মন্তব্য করে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার দক্ষ হাতে উঠানো বিভিন্ন জায়গার বিভিন্ন সময়ের সাতটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। তারমধ্যে সুবর্ণগ্রাম রিসোর্টের ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন, জেনে খুব ভালো লাগলো ভাই। এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last month (edited)

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো তো দারুন হয়েছে। দেখেই তো চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। আমাদের এখানে সবার মাঝে আপনিও ভালো ফটোগ্রাফি করেন। আজ আপনার প্রতিটি ফটোগ্র্রাফিগুলো দেখেই তো বুঝা যাচেছ আপনি ফটোগ্রাফার হিসেবে বেশ ভালো। এক কথায় আপনার প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last month 

বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো একত্রে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। দারুন সব ফটোগ্রাফি দেখার সুযোগ হলো।

 last month 

আপনার কাছ থেকে এতো চমৎকার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61870.12
ETH 2401.56
USDT 1.00
SBD 2.53