ডাই পোস্ট || রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। কয়েকদিন আগে আমি রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট তৈরি করার চেষ্টা করেছিলাম। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। ডাই সম্পন্ন করার পর দেখতে দারুণ লেগেছে আমার কাছে। এই ধরনের ক্রাফট দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ঝুলন্ত ক্রাফটটিকে আরো আকর্ষণীয় করে তুলতে আমি ফুলের মাঝখানে পুঁতি ব্যবহার করেছি। মোটকথা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাইহোক ধাপে ধাপে আমি ঝুলন্ত ক্রাফট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এমন ঝুলন্ত ক্রাফট তৈরি করে রুমের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন।



রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট


Notes_230702_200955_472.jpg



6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21Pan6HP4CjHbMXkSPzbEpN5MFzDigi84LV96iE7mLBohYv6xykPZKjRaJcemgDsJL8vhzKQUcFmTUF2AS8iea9EihXnBHSMJ9kyaHWQKfLthFLvMsYjNdCrxmAw3aPU1ZZF32NvEw8NKqboKJ9CjjLC3.png

  • রঙিন কাগজ
  • সাদা কাগজ
  • রং পেন্সিল
  • কাঁচি
  • আঠা
  • পুঁতি


প্রস্তুত প্রণালী নিম্নরুপঃ

প্রথম ধাপ

Notes_230702_201008_32e.jpg

প্রথমেই রঙিন কাগজ কেটে ভাজ করে, দুই পাশ আঠা দিয়ে লাগিয়ে এভাবে তৈরি করে নিলাম। একইভাবে আরো কয়েকটি তৈরি করে নিব।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX9nQM8ceB91qpuTpWX1bi57gq5fixEG6Bo5sLEM3QWpYQ6tpjAZ6dRfUGzBkofyHtnmRaPqHBdUPUs9pw8utE7KrhmG-2.png

দ্বিতীয় ধাপ

Notes_230702_201007_11f.jpg

একইরকম ভাবে মোট পাঁচটি তৈরি করে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k-1.png

তৃতীয় ধাপ

Notes_230702_201011_a55.jpg

আঠা দিয়ে সবগুলো একসাথে লাগিয়ে ফুলের মতো তৈরি করে নিলাম।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX9nQM8ceB91qpuTpWX1bi57gq5fixEG6Bo5sLEM3QWpYQ6tpjAZ6dRfUGzBkofyHtnmRaPqHBdUPUs9pw8utE7KrhmG-2.png

চতুর্থ ধাপ

GridArt_20230702_201329906.jpg

এরপর সাদা কাগজ দিয়ে ছোট একটি ফুল তৈরি করার জন্য কাগজ কেটে নিলাম। তারপর ভাজ করে কাঁচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিলাম। ফুলের মাঝখানে রং পেন্সিল দিয়ে হালকা ডিজাইন করে, মাঝখানে পুঁতি লাগিয়ে নিলাম আকর্ষনীয় করার জন্য।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k-1.png

পঞ্চম ধাপ

Notes_230702_201001_8b4.jpg

ফুলটি মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k-1.png

ষষ্ঠ ধাপ

Notes_230702_200959_a7f.jpg

সাদা কাগজ লম্বা করে এভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k-1.png

সপ্তম ধাপ

Notes_230702_200957_d1d.jpg

লম্বা কাগজ গুলো আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিলাম।

2wfwWaBngRQKLNfcH5U2Q7Ka3B41dTsPjfVfKSjQLBPQsraKEHsUJ4Lg5YrG8nM4Fn4A8BcamtaMQ7TYkSoR3tR3wUfv547ZTioAXKVf3K9E2xjbxroxSrCwotkoebAnLzWzd7g7Y4zx6fGBgYUxMBSvEFHCDgSGzoka2bhH32Eq5LjuY2xxr56LBWGRQmNsKx3k-1.png

সর্বশেষ ধাপ

Notes_230702_200955_472.jpg

তারপর আরো কিছু ফুল তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে, সম্পূর্ণ ঝুলন্ত ক্রাফটটি তৈরি করে নিলাম। ব্যাস এভাবেই সম্পন্ন করে নিলাম আজকের ডাই।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিডাই
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২.৭.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 last year 

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন। কালার সিলেকশন টা অসাধারন হয়েছে। ঠিক একই রকম একটা ওয়ালমেট আমিও তৈরি করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনিও এমন ক্রাফট তৈরি করেছিলেন,জেনে খুব ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ!! ভাই, আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যি দারুন লাগে। আর আপনি লাল ও সাদা রংয়ের কাগজ ব্যবহার করে চমৎকার একটি ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি ঝুলন্ত ক্রাফট তৈরি করে তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ঝুলন্ত ক্রাফটটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম ভাই। এভাবে উৎসাহিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। লাল কালারের মধ্যে সাদা ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সম্পূর্ণ ডাই সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য। এমন অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ঝুলন্ত ক্রাফট বানিয়েছেন। ঠিক বলেছেন রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ চমৎকার লাগবে। আপনার মত আমার ও রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে বেশ ভালই লাগে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে আপনারও খুব ভালো লাগে, জেনে খুব ভালো লাগলো ভাই। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস আমার খুবই পছন্দের। এভাবে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে তা খুবই সুন্দর হয়। আপনি রঙিন কাগজের ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন, যা দেখে খুব ভালো লেগেছে দেখতে আমার কাছে। ঘরের দেয়ালে এটি ঝুলিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। যার ফলে ঘরের সৌন্দর্যতা ও বৃদ্ধি পাবে।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু, এমন ক্রাফট দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে দারুণ লাগবে। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনি খুব চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ঝুলন্ত ক্রাফট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও সাপ্তাহে একদিন চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে কিছু বানানোর জন্য। তবে ঠিক বলেছেন এই ধরনের ঝুলন্ত ক্রাফট ঘরের দেয়ালে লাগালে দেখতে বেশ ভালোই লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ঝুলন্ত ক্রাফট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনিও প্রতি সপ্তাহে চেষ্টা করেন রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে, জেনে ভীষণ ভালো লাগলো আপু। এমন চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58495.77
ETH 2579.09
USDT 1.00
SBD 2.44