স্পোর্টস পোস্ট || পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ তে টেস্ট সিরিজ জয়

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। অর্থাৎ বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচের রিভিউ শেয়ার করার চেষ্টা করবো। আপনারা অনেকেই জানেন যে, বাংলাদেশ গতকালকে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করেছে এবং এতে করে বাংলাদেশ এই সিরিজ ২-০ তে জয়লাভ করলো। পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলে, পাকিস্তানের মতো দলকে হোয়াইটওয়াশ করা চাট্টিখানি কথা নয়। কিন্তু এই অসাধ্যকে সাধন করে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যস্ততার জন্য পুরো ম্যাচটি দেখার সুযোগ না পেলেও, প্রতিদিন রাতে হাইলাইটস দেখা মিস করিনি। তাছাড়া জয়ের আগ মুহূর্তে বেশ কিছুক্ষণ লাইভ দেখেছিলাম। যাইহোক দ্বিতীয় টেস্ট ম্যাচটা পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আগষ্ট মাসের ৩০ তারিখ থেকে পাঁচ দিন অর্থাৎ সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত খেলা হয়েছে। প্রথমে টসে জিতে বাংলাদেশ দল বোলিং করার সিদ্ধান্ত নেয়।


20240904_123555.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে - টিনটি স্পোর্টস ২ চ্যানেল থেকে

তারপর পাকিস্তান দল ব্যাটিং করতে নামার পর,প্রথম ওভারেই তাদের ওপেনার আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ফেলে। তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে শফিক বোল্ড আউট হওয়ার পর, আইয়ুব এবং অধিনায়ক শান মাসুদ চমৎকার পার্টনারশিপ গড়ে তোলে। এতে করে পাকিস্তান দলের স্কোর বড় হতে থাকে। কিন্তু দলীয় ১০০ রান ক্রস করার একটু পরেই তারা দুজন আউট হয়ে যায়। এরপর বাবর আজম,সাউদ শাকিল এবং রিজওয়ান যথেষ্ট চেষ্টা করলেও, ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি। তবে শেষের দিকে সালমানের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত পাকিস্তান দল প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের মিরাজ এবং তাসকিন সবচেয়ে ভালো বোলিং করে। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে, শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। এর ফলে মাত্র ২৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল একেবারে ব্যাকফুটে চলে যায়।


20240904_123618.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে - টিনটি স্পোর্টস ২ চ্যানেল থেকে

পাকিস্তানের খুররাম শাহজাদের বল তারা ভালোভাবে খেলতেই পারছিলো না। কিন্তু তারপর লিটন দাস এবং মিরাজের দুর্দান্ত পার্টনারশিপের উপর ভর করে, বাংলাদেশ দলের স্কোর ভালোই আগাতে থাকে। লিটন দাস সেঞ্চুরি পেলেও, মিরাজ ৭৮ রান করে আউট হয়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ২৬২ রানে অলআউট হয়ে যায়। এতে করে পাকিস্তান দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ১২ রানের লিড নিয়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে পাকিস্তান দল ভালো ব্যাট করতে না পারলেও, মিডলে রিজওয়ান এবং সালমানের দারুণ পার্টনারশিপের উপর ভিত্তি করে, দলকে শেষ পর্যন্ত মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান দল দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায়। তবে রিজওয়ানের ক্যাচ যদি স্লিপে ড্রপ না করতো,তাহলে হয়তোবা আরও আগেই অলআউট হয়ে যেতো পাকিস্তান দল। কারণ রিজওয়ান ব্যাট করতে নামার পরেই অর্থাৎ ০ রানে থাকা অবস্থায় নতুন জীবন পায়।


20240904_123637.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে - টিনটি স্পোর্টস ২ চ্যানেল থেকে

যাইহোক পাকিস্তান দল বাংলাদেশ দলকে ১৮৫ রানের টার্গেট দেয়। আসলে টেস্ট ম্যাচে চতুর্থ এবং পঞ্চম দিনে ১৮৫ রান করাটাও ততটা সহজ না। তবে বাংলাদেশ দলের দুই ওপেনার বেশ ভালো ব্যাট করে। বিশেষ করে জাকির হাসানের ব্যাটিং দেখে মনে হয়েছিল সে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। আসলে জাকির হাসানের চিন্তা ভাবনা দারুণ ছিলো। কারণ ধীরগতির ব্যাটিং করলে চতুর্থ দিনের শেষে কিংবা পঞ্চম দিনে উইকেট হারানোর সম্ভাবনা বেশি থাকে। যাইহোক চতুর্থ দিন শেষে বাংলাদেশ দল ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান করে। পঞ্চম দিনে ম্যাচ জেতার জন্য বাংলাদেশ দলের প্রয়োজন ছিলো আরও ১৪৩ রান এবং হাতে ছিলো ১০ উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশ দল ৪ উইকেট হারিয়ে ১৮৫ রানের টার্গেট চেজ করতে সক্ষম হয়। লিটন দাস ম্যান অফ দ্যা ম্যাচ এবং মিরাজ ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়। বাংলাদেশ দলের টেস্ট সিরিজ জয়ে আমি ভীষণ খুশি হয়েছি।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিস্পোর্টস
স্ক্রিনশট ক্রেডিট@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ৪.৯.২০২৪
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রথমে বাংলাদেশ দলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। এত বড় জয় পাকিস্তানের বিপক্ষে নিয়ে আসার জন্য প্রত্যেকটি খেলোয়াড় কে জানাই অনেক অনেক ধন্যবাদ।আর আপনি এত সুন্দর একটি বিষয় আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last month 

এই সিরিজে অনেকেই ভালো পারফরম্যান্স করেছে। যাইহোক পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last month 

পাকিস্তান বাংলাদেশের খেলা মানেই অন্য রকমের উত্তেজনা। যদিও খুব একটা খেলা দেখা হয় না। তবে খেলাধুলা বিষয়ক পোস্টগুলো পড়তে ভালোই লাগে। আর যদি পছন্দের দল বিজয়ী হয় তাহলে আনন্দ আরও বেশি হয় ভাইয়া।

 last month 

আসলে ব্যস্ততার জন্য খেলা দেখার সময় হয়ে উঠে না। তবে হাইলাইটস দেখতে মিস করি না। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

বাংলাদেশের এমন অর্জন সত্যি আশ্চর্য হওয়ার মতো। হঠাৎ করেই যেন দেশটার কী হয়ে গিয়েছে। ক্রিকেটও এর বাইরে না। না হলে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয় মোটেও সহজ কথা নয় কিন্তু। বাংলাদেশ দল নিজেদের শক্তির পরিচয় দিয়েছে এই সিরিজে। এককথায় অসাধারণ অনবদ্য।

 last month 

আসলেই ভাই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় এতো সহজ নয়। তবে টিমওয়ার্ক দারুণ ছিলো বাংলাদেশের, এটা বলতেই হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

"🚀 Exciting News! 🚀

PUSS COIN: BUY/SELL 🤑
https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7

👀 Check out the eye-catching visuals and get ready to be impressed! 😮
cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png
6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif
puss_mini_banner2.png

🤝 Come and join the fun! Interact with this content, engage with our community, and show your support by voting for our witness xpilar.witness at https://steemitwallet.com/~witnesses. Your vote will help us continue contributing to the growth and success of the Steem community 🚀"

 last month 

জি ভাই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের খেলাটা দারুন ছিল। বাংলাদেশের বোলিং এবং ব্যাটিং দুটোই অনেক ভালো পারফরমেন্স করেছে। যার ফলে পাকিস্তানের মতো দলের সাথে এত বড় একটি বিজয়ী ছিনিয়ে আনতে পেরেছে।

 last month 

এই সিরিজে বাংলাদেশ সবমিলিয়ে সত্যিই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যাইহোক যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60883.28
ETH 2401.75
USDT 1.00
SBD 2.63