"জন্মদিনের মজাদার চিকেন বিরিয়ানি:নিজ হাতের স্পেশাল রেসিপি"

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

1000022836.jpg

প্রথমবার নিজ হাতে চিকেন বিরিয়ানি তৈরি করার অভিজ্ঞতা সত্যিই ছিল অসাধারণ এবং রোমাঞ্চকর। জন্মদিন উপলক্ষে নিজের এবং পরিবারের জন্য কিছু স্পেশাল করার ইচ্ছা থেকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। যদিও রান্নার প্রতি আমার আগ্রহ সবসময় ছিল, কিন্তু বিরিয়ানি বানানো আমার জন্য নতুন ছিল। তাই প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু ইউটিউব ভিডিও আর রেসিপি দেখে আত্মবিশ্বাস পেয়েছিলাম।সব উপকরণ একত্র করে মসলাগুলো ঠিকঠাক মিশিয়ে যখন চুলায় রান্না শুরু করলাম, তখন পুরো রান্নাঘর জুড়ে যে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল, তাতে আমার মন যেন গর্বে ভরে উঠছিল। তবে সবচেয়ে বড় উত্তেজনা ছিল বিরিয়ানি রান্না শেষ হওয়ার পর যখন প্রথম চামচটা তুলেছিলাম। সেই মসলাদার, সুগন্ধি স্বাদ সত্যিই অবিশ্বাস্য ছিল।তাই আর দেরি না করে চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের মাঝেও শেয়ার করতে হাজির হলাম।রেসিপির প্রত্যেকটা ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি,আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


1000022835.jpg

1000017931.jpg

1000022740.jpg1000022742.jpg
উপাদানপরিমাণ
মুরগির মাংস২ কেজি ।
পোলাওর চাল১ কেজি ।
মরিচ কুচি৪ টি।
পেঁয়াজ কুচি৬ টি।
পেঁয়াজ বাটা২ কাপ।
আদা বাটা০.৫ কাপ।
রসুন বাটা০.৫ কাপ।
দুধ১ কাপ।
তেজপাত২ টি।
দারচিনি২ টি।
এলাচি৪ টি।
বিরিয়ানি মসলা১ প্যাকেট।
সয়াসস্পরিমাণমতো।
টমেটো সস্পরিমাণমতো।
সজের গুঁড়াপরিমাণমতো।
হলুদের গুঁড়াপরিমানমতো।
মরিচের গুঁড়াপরিমাণমতো।
জিরার গুঁড়াপরিমাণমতো।
চিনিঅল্প পরিমাণ।
লবণপরিমানমতো।
তেলপরিমাণমতো।

1000017932.jpg
1000022741.jpg

  • প্রথমেই একটি বড় কড়াই এর মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভাজলাম।

1000022746.jpg

  • ভাজা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচির মধ্যে এবার আদা বাটা, রসুন বাটা, সজের গুড়া, হলুদের গুড়া,দারচিনি, এলাচ,তেজপাতা,লবণ পরিমাণ মতো দিলাম।

1000022747.jpg

  • যেহেতু বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বাটা বেশি দিতে হয় সেহেতু আমি দুই কাপ পেঁয়াজ বাটা দিলাম।
1000022850.jpg1000022851.jpg
  • এবার সকল উপকরণ খুব ভালোভাবে মিশ্রণ করলাম এবং কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিলাম।

1000022852.jpg

  • বিরিয়ানি একটু মিষ্টি মিষ্টি করার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম।(এটা দেওয়া কোন বাধ্যতামূলক নয়)

1000022853.jpg

  • এবার মসলাগুলোর মধ্যে সয়াসস এবং পরিমাণ মতো টমেটো সস দিলাম।

1000022854.jpg

  • সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে মিশ্রণ করলাম এবং বেশ কিছু সময় ধরে জ্বাল দিলাম।
1000022857.jpg1000022858.jpg
  • এবার মসলাগুলোর মধ্যে মুরগি দেওয়ার পালা।মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে মসলাগুলোর সাথে মুরগির মিশ্রণ করলাম।
1000022859.jpg1000022860.jpg
  • মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য বেশ কিছু সময় নিয়ে জ্বাল দিলাম।(যদি অল্প পরিমাণ পানির প্রয়োজন হয় তাহলে পানি দিতে হবে)

1000022861.jpg

  • এবার মুরগির মাংস গুলোর মধ্যে অল্প পরিমাণ দুধ দিলাম।

1000022862.jpg

  • দুধ দেওয়ার পর মুরগির মাংসের মিশ্রণটি খুব ভালোভাবে মিশ্রণ করলাম।

1000022849.jpg

  • মুরগির মাংসের মিশ্রণটি বেশ কিছু সময় নিয়ে জ্বাল দেওয়ার পর বিরিয়ানি রান্নার প্রথম ধাপ শেষ হলো।
1000022744.jpg1000022745.jpg
  • এবার দ্বিতীয় ধাপে পোলাও রান্নার পালা।প্রথমেই একটি পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো আদাবাটা এবং রসুন বাটা কিছু সময় ধরে ভাজলাম।

1000022856.jpg

  • পরিমাণ মতো পানি দেওয়ার পর অল্প পরিমাণ গুড়া দুধ দিলাম।
1000022756.jpg1000022757.jpg
  • এ পর্যায়ে পোলাও সিদ্ধ হতে থাকলো।
1000022763.jpg1000022773.jpg
  • পোলাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দর ভাবে নেড়ে দিলাম।

1000022848.jpg

  • এবার তৃতীয় ধাপে মুরগি এবং পোলাও মিশ্রণ করার পালা।কড়াইয়ের মধ্যে রান্না করে রাখা মুরগির মাংসের ভিতর এবার পোলাও দিলাম।

1000022847.jpg

  • প্রথম পর্যায়ে অল্প পোলাও নিয়ে মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশ্রণ করলাম।

1000022779.jpg

  • এবার সবটুকু পোলাও মুরগির মাংসের ভিতর মিশ্রণ করলাম।

1000022846.jpg

1000022844.jpg

1000022845.jpg

  • সময় এবং ধৈর্য নিয়ে মুরগির মাংসের সাথে পোলাও গুলো খুব ভালোভাবে মিশ্রণ করলাম।যাতে কোথাও সাদা হয়ে না থাকে।মুরগির মাংস এবং পোলাও ভালোভাবে মিশ্রণ করার পর তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি।(মিশ্রন করার পর কিছু সময় চুলার উপর রাখতে হয়।)

1000017933.jpg

1000022829.jpg

1000022835.jpg

1000022832.jpg

1000022834.jpg

জন্মদিনের বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলতে আমি প্রথমবারের মতো নিজ হাতে বিরিয়ানি তৈরি করলাম। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মসলা, চাল, মুরগি—সব কিছু সঠিকভাবে মেশানোর জন্য মনোযোগ এবং যত্ন দিয়েছি। ধীরে ধীরে রান্নার ঘ্রাণ ঘরে ছড়িয়ে পড়তে শুরু করলে এক ধরনের আশ্চর্যজনক অনুভূতি হচ্ছিল।

বিরিয়ানি তৈরি হয়ে গেলে, সাজানো ডিসে পরিবেশন করার জন্য অত্যন্ত যত্নবানভাবে সাজালাম। পাতিলের ঢাকনা খুলতেই ঘরময় সুগন্ধ ছড়িয়ে পড়ল, যা সবাইকে মুগ্ধ করল। পরিবারের সদস্যদের সাথে বসে যখন প্রথম চামচ মুখে দিয়েছি, তখন তাদের প্রশংসা ও তৃপ্তি আমাকে এক বিশেষ আনন্দের অনুভূতি দিল।

প্রথমবারের মতো বিরিয়ানি বানানোর অভিজ্ঞতা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এর পাশাপাশি অসাধারণ সাফল্যের অনুভূতি। জন্মদিনের এই বিশেষ দিনে নিজ হাতে রান্না করা খাবারের মাধ্যমে আমি শুধু এক নতুন দক্ষতা অর্জন করিনি, বরং প্রিয়জনদের সাথে আনন্দময় মুহূর্তগুলো ভাগাভাগি করতে পেরেছি। এটা ছিল সত্যিই একটি স্মরণীয় এবং আনন্দদায়ক অভিজ্ঞতা।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ❝জন্মদিনের মজাদার চিকেন বিরিয়ানি ❞
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last month 

চমৎকার লোভনীয় রেসিপি করেছেন ভাইয়া নিজ হাতে।দারুণ লোভনীয় হয়েছে আপনার স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটি। চিকেন বিরিয়ানি সবার পছন্দের খাবার।আপনি চমৎকার সুন্দর করে চিকেন বিরিয়ানি রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last month 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন জন্মদিনের মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আজকে আপনি প্রথম এই রেসিপি তৈরি করেছেন। আপনি প্রথমে ইউটিউবের ভিডিও দেখে কিছুটা ধারণা নিয়েছিলেন তাও জানতে পারলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে চিকেন বিরানি রেসিপি তৈরি করে পরিবারের সকলকে খাওয়ানোর জন্য।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

আপনার চিকেন বিরিয়ানির ঘ্রাণ কিন্তু এখানেও চলে এসেছে। ভাইয়া আপনার চিকেন বিরিয়ানির রেসিপিটি কিন্তু দেখতে সেই হয়েছে। আসলে যে কোন কাজ আত্মবিশ্বাস নিয়ে করলে সেই কাজ সম্পূর্ন সফল হয়। যাক আপনার বিরিয়ানির কালারটি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।নিশ্চই জন্মদিনে সবাই আপনার রেসিপিটা খেয়ে অনেক ভালো বলেছে।

 last month 

জ্বি আপু আমার তৈরি চিকেন বিরিয়ানি খেয়ে পরিবারের সবাই অনেক প্রশংসা করেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

ভাইয়া বিরিয়ানী খাওয়া যেমন তেমন ঘ্রানেই অর্ধভোজন হয়ে যায়। আপনার চিকেন বিরিয়ানি রেসিপিটা আমার কাছে ভালোই লেগেছে। অনেক ধরনের উপকরন দিয়েছেন দেখছি। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

প্রথমবারের মত বিরিয়ানি তৈরি করেছেন তাও আবার নিজের জন্মদিন উপলক্ষে। এই ধরনের অনুভূতি আসলেই খুব সুন্দর। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ভালো লাগলো আপনার আজকের রেসিপি দেখে। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last month 

নিজের জন্মদিনে বিরিয়ানি তৈরি করে সবাইকে খাওয়ানোর অনুভূতি অন্যরকম ছিল।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

আপনি আপনার জন্মদিনে নতুন কিছু চেষ্টা করেছেন, এটা দেখেই তো অনেক ভালো লেগেছে। নিজের হাতে মজাদার চিকেন বিরিয়ানি তৈরি করেছেন দেখেই তো লোভ লেগে গেলো। আমরাও তো আপনার পরিবারেরই সদস্য। আমাদের বিরিয়ানি টা কোথায় ভাইয়া। পরবর্তীতে এরকমভাবে নিজের হাতে তৈরি করলে আমাদেরকে দাওয়াত দিতে ভুলবেন না আশা করছি। অপেক্ষায় থাকলাম তাহলে আপনার বিরিয়ানির দাওয়াতের জন্য।

 last month 

পরের বছর জন্মদিনের সবাইকে ইনভাইট করে নিজ হাতে বিরিয়ানি তৈরি করে খাওয়াবোনি।আর ফ্যামিলি নিয়ে চলে আসবেন আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনি আপনার নিজের হাতে এত মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখেই তো অনেক ভালো লেগেছে ভাই। নিজের হাতে বিরিয়ানি তৈরি করে জন্মদিনটা আরো বেশি স্পেশাল করে তুলেছেন আপনি। বিরিয়ানির দিকে তাকালেই তো লোভ লেগে যায়। আর তেমনি আপনার কাছে দেখেও জিভে জল চলে এসেছে একেবারে। নিজের হাতে বিরিয়ানি তৈরি করেছেন আমাকে তো দাওয়াত দিলে পারতেন। যদি জানতাম তাহলে তো আগেই চলে যেতাম।

 last month 

ইনশাআল্লাহ পরের বছর জন্মদিনে আপনাকে দাওয়াত করে আনব আমার বাসায় এবং আমি নিজ হাতে বিরিয়ানি তৈরি করে আপনাকে খাওয়াবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57