আমাদের মনের ভিতর হাজারো স্বপ্ন থাকে। আসলে মনের কল্পনাতে অনেক স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্নগুলো পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করি। আসলে স্বপ্ন যখন পূরণ হয় তখন নিজেকে অনেক বড় মনে হয়, এবং নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে একদিন বড় হবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে। সকলেই তাকে সম্মান করবে, আসলে এই স্বপ্নগুলো যেন আমাদের প্রত্যেকেরই মনের ভিতর লুকিয়ে থাকে। বড় হওয়ার স্বপ্ন অনেকটাই যেন সকলের মধ্যেই সমানভাবে লুকিয়ে থাকে। আর এই স্বপ্ন পূরণ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই। কেউ বা ব্যর্থ হয়ে কেউবা স্বপ্ন পূরণ করতে পারি। তবে স্বপ্ন পূরণ করতে যত রকমেরই চেষ্টা আমরা করে থাকি। আর এই স্বপ্ন যখন পূরণ হয় তখন নিজেকে সুখি এবং প্রতিষ্ঠিত মনে হয় মতাই স্বপ্ন পূরণের লক্ষণ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মনের এই অনুভূতি থেকেই আজকের কবিতাটি লেখা। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে।
“ মনের স্বপ্ন ”
মোঃ ফয়সাল আহমেদ
মনের ভিতর হাজারো স্বপ্ন নিয়ে,
বেঁচে আছি আমি কল্পনার যুগে।
এই স্বপ্নগুলো পূরণ হবে,
সে আশাতেই পথ চেয়ে থাকি আমি বারে বারে।
দুচোখ ভরা হাজারো স্বপ্ন,
দেখি আমি দিবারাত্রি।
এই স্বপ্নগুলো পূরণ হয়ে,
আনন্দের হাসি ফোটাবে আমার এই জীবন মাঝে।
সে আশাতেই স্বপ্ন দেখি আমি মনের দুচোখ দিয়ে।
মায়ের দোয়া সাথে নিয়ে,
স্বপ্ন পূরণ করতে এগিয়ে যাচ্ছি আমি বারে বারে,
সকল বাঁধানো পার করে,
স্বপ্ন পূরণ করবো আমি এক দিন হাসি মুখে।
স্বপ্ন পূরণের লক্ষণ নিয়ে,
এগিয়ে যাচ্ছি আমি কঠোর সাধনা করে।
হাজারো কষ্টের মাঝে,
স্বপ্ন পূরণ করতে এগিয়ে যাবো আমি হাসি মুখে।
বুকের মাঝে হাজারো স্বপ্ন নিয়ে,
পথ চলি আমি একা এই নীরবে।
কিভাবে বেঁচে আছি আমি,
এই স্বপ্নগুলো বুকের মাঝে লালন করে।
স্বপ্ন দেখি আমি দুচোখ ভরে,
পূরণ করব একদিন আমি এই স্বপ্নগুলো হাসিমুখে।
বলবো আমি সবাইকে হাসি মুখে,
স্বপ্ন পূরণ করেছি আমি কঠোর সাধনা করে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/mohamad786FA/status/1790950831568945331?t=VlKO8H8o1s5Fy16pOAXX6w&s=19
আমাদের প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে নিজেকে আগে প্রতিষ্ঠিত করা যাতে সমাজ পরিবার প্রত্যেকেই ভালো চোখে দেখে এবং সকলের কাছে সম্মান পাওয়া যায়। মনের মাঝে হাজারো স্বপ্ন আমরা গেঁথে রেখে সামনের দিকে এগিয়ে যাই মা-বাবার দোয়া সাথে নিয়ে। সেরকম স্বপ্ন সারথি কিছু বানী নিয়ে মনের স্বপ্ন নামের সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। কবিতাটি অসম্ভব ভালো হয়েছে ভাইয়া। দারুন ভাব সম্পূর্ণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জানতে পেরে আমার কবিতা লেখার সার্থকতা আসলো। সত্যিই আমার খুবই ভালো লাগছে, মতামতের জন্য ধন্যবাদ।
ভাইজান আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট লিখে শেয়ার করেছেন।মনের স্বপ্ন কবিতার প্রতিটি চরণের সঙ্গে প্রতিটি চরণের অসম্ভব মিল রয়েছে। আপনার কবিতাটি সম্পূর্ণ পড়ে আমার অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কবিতা আপনার ভালো লেগেছে শুনে অনেক আনন্দিত। আমি সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি স্বপ্ন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।মনের স্বপ্ন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক কিছু করবে। আর স্বপ্ন থাকলে মানুষ চেষ্টা করে স্বপ্ন পূরণ করার জন্য। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। এ ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম, সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।