রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

20240420_220601.jpg

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আমার রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে। আসলে ফটোগ্রাফি করতে পেরে আমার খুবই ভালো লাগে। কোথাও গেলেই যেন আমি ফটোগ্রাফি করে থাকি। আর এই ফটোগ্রাফি করা যেন আমার নেশা তৈরি হয়েছে। আর নেশা তৈরি আমার বাংলা ব্লগের পোস্ট করার মধ্যে দিয়েই।আসলে এখন কোথাও গেলেই যেন ফটোগ্রাফি করে রাখি। আর আসে পাশে সুন্দর দৃশ্য দেখলে তো আরো বেশি ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের মাঝে আমার ফটোগ্রাফি নিয়ে আসলাম। এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগে কারণ ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে যখন শেয়ার করি তখন আরো বেশি ভালো লাগে, তো বন্ধুরা চলুন আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখা শুরু করা যাক।


20240420_220409.jpg


প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সুন্দর মামাতো ভাইয়ের সাথে কাটানো একটা মুহূর্তের ফটোগ্রাফি। আসলে অনেকদিন পর আমি মামা বাড়িতে ভ্রমণ করতে গিয়েছিলাম। মামা বাড়িতে ভ্রমণ করতে গিয়ে আমার ছোট মামার ছেলেকে দেখতে পেলাম। আসলে ছোট মামার ছেলেকে আমি এই বার প্রথম দেখলাম। সে এত সুন্দর এবং কিউট হয়েছে দেখে আমার অনেক ভালো লেগেছে আর আমার খুবই ভক্ত হয়েছে। একদিনের মধ্যেই যেন আমাকে ছাড়া কিছুই বুঝছেনা। তাই ওর সাথে আমি দারুন কিছু মুহূর্ত উপভোগ করেছি। তাই ওর সাথে কিছু মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করলাম।


20240420_220354.jpg

20240420_220330.jpg

গ্রাম অঞ্চলে প্রকৃতির বাতাস খাওয়ার জন্য বাঁশের তৈরি মাসালের ব্যবস্থা করা হয়। এই মাসালে বসে থাকতে খুবই ভালো লাগে। আর ছোট মামার ছেলেকে নিয়ে বাতাসে বসে ছিলাম এবং ওর হাসি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাই ওর সাথে কিছু মুহূর্ত উপভোগ করতেছিলাম। সেই মুহূর্তগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ওদেখতে এতটা কিউট, সত্যিই আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তাই ওর সাথে আমি কিছু মুহূর্ত উপভোগ করেছি।

20240420_220507.jpg

গ্রামের এই সবুজ প্রকৃতির দৃশ্য দেখার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাজারের দিকে। বাজারে দিকে যাওয়ার পথে প্রকৃতির এই সৌন্দর্যময় দৃশ্যটি আমার অনেক বেশি ভালো লাগলো। যার কারণে আমি এই ফটোগ্রাফিটি করলাম।

20240420_220431.jpg

গাছের পাতাসহ আকাশের দৃশ্য দেখতে অনেক ভালো লাগলো। আসলে গ্রাম অঞ্চলে আম কাঁঠালের গাছের অভাব নেই। আর এই আম কাঁঠাল গাছের দৃশ্য এর মাঝে আমি নীল আকাশের অপরূপ সৌন্দর্যময় মুহূর্ত উপভোগ করতেছিলাম। তাই সেই দৃশ্যটির ফটোগ্রাফি করলাম।

20240420_220445.jpg

গ্রামের বাজারে আসলাম, গ্রামের বাজারে পাশে এসে দেখতে পেলাম চারপাশে সবুজ প্রকৃতির গাছপালা। আর সেখানে যেন আমার চাচাতো মামা একটি দোকান দিয়েছে, ইট সিমেন্টের দোকান। সেখানে ইট সিমেন্টের খুঁটি বানানো হয়। তাই সেখানে এসে কিছু মুহূর্ত উপভোগ করলাম। আর দৃশ্যটি ভালো লেগেছে ফটোগ্রাফি করলাম।

20240420_220625.jpg

আসলে বাজার থেকে আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিলাম। সূর্য যেন পশ্চিম আকাশের দিকে অস্ত যাচ্ছিল। তারপরেও প্রচন্ড রোদ ছিল। আর এই দৃশ্যটি তখন অনেক ভালো লাগলো। কারণ গ্রামের এই রাস্তা দিয়ে নতুন একটা ব্রিজ তৈরি করেছে। এই দৃশ্যটি আমার অনেক বেশি ভালো লেগেছিল।

20240420_220526.jpg

তারপরে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আকাশ লাল বর্ণ ধারণ করেছে। আর আকাশের এই লাল বর্ণের দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। সূর্য যখন অস্ত যায়, তখন আকাশের দৃশ্যটা এরকম দেখতে পাওয়া যায়। সেই দৃশ্যটি অসাধারণ হয়ে থাকে।

20240420_220541.jpg

অপরূপ সৌন্দর্যময় সন্ধ্যা বেলার দৃশ্য সূর্য অস্ত যাচ্ছিল, এই সময় দৃশ্যটি সত্যি দেখে আমি মুগ্ধ হলাম। আর গাছপালার অপরূপ সুন্দরময় দৃশ্যের মাঝে এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি সুন্দরভাবে ফুটে উঠেছিল। সেই মুহূর্তের ফটোগ্রাফি করলাম। তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

প্রত্যেকটা ছবি তোলার লোকেশন এবং ডিভাইসের নামঃ

Location
Device:Poco X2

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরারেডমি পোকো x2
ধরণ❝ ফটোগ্রাফি❞
ক্যমেরা মডেলPoco X2
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 last month 

আপনার শেয়ার করা রেনডম কিছু ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হলাম। আর বাবুটা মাশাল্লাহ অনেক কিউট। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গ্রামে গিয়ে অপরূপ সৌন্দর্যময় এই মুহূর্তে উপভোগ করেছেন। আপনার মামাতো ভাইয়ের সাথে অনেক মুহূর্ত উপভোগ করেছেন। দেখতে কিন্তু অসাধারণ আরও সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি ছিল আরো সুন্দর।

 last month 

গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালো লাগে। খুব ভালো লেগেছে আপনার মামাতো ভাইয়ের সাথে কাটানো সময় গুলো। আর গ্রামের দৃশ্যের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি নিতে পারলে তো আরও অনেক ভালো লাগে। আপনি সূর্যাস্তের দৃশ্যটি অসাধারণভাবে ক্যাপচার করতে পারলেন। অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে দেখতে।

 last month 

অপরূপ সৌন্দর্য্যে ভরা আমাদের বাংলাদেশ। সত্যি আমার বাংলা ব্লগের বন্ধুরা ভালো কোন দৃশ্য দেখলে ফটোগ্রাফি করবে এটাই স্বাভাবিক। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার ফটোগ্রাফি গুলো দেখে মনে ভরে গেল।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

মামা বাড়িতে ঘুরতে গিয়ে আপনি অসাধারণ কিছু ফটো গ্রাফি শেয়ার করেছেন আজকে। যেগুলো সত্যি অনেক মনো মুগ্ধকর ছিল বিশেষ করে আপনার ছোট মামার ছেলে অনেক সুন্দর ও কিউট। একদিনের পরিচয় যে আপনার সাথে এত আন্তরিকতা তৈরি হয়ে গেছে সেটা শুনে অনেক ভালো লাগলো। গ্রামের কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেগুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে রেনডম ফটোকপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

দারুন একটা ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, বর্তমান সময়ে সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে এই কমিউনিটিতে, শেষ বিকেলে সূর্যের ফটোগ্রাফি তো অসাধারণ লেগেছে দারুন ভাবে আপনি ফটোটি ক্যাপচার করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি করতেও যেমন ভালবাসি দেখতেও তেমনি ভালবাসি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে। একদম ঠিক কথা বলেছেন ভাই আপনার মামাতো ভাই অনেক সুন্দর ছিল দেখতে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

মাশআল্লাহ, আপনার মামাতো ভাই তো খুবই কিউট হয়েছে। তার ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হলাম। বাচ্চারা যার সাথে ভালোভাবে মিশে যায় তাকে একেবারে আপন করে নেয়, তাকে ছাড়া কিছুই বুঝেনা। আর আপনার মামাতো ভাইয়ের ক্ষেত্রেও এরকমটা হয়েছে। আপনাকে একটু বেশি আপন ভেবে নিয়েছে। আর আপনাকে ছাড়া এজন্য কিছুই বোঝেনা। গ্রামের অপরূপ সৌন্দর্যের দৃশ্য আপনি ক্যামেরা বন্দি করেছেন। যেগুলো জাস্ট অসাধারণ হয়েছে একেবারে। আপনার মামাতো ভাইয়ের এবং শেষের ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69471.12
ETH 3758.35
USDT 1.00
SBD 3.83