এসো হে বৈশাখ এসো এসো// সবাইকে বৈশাখের শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

আজকে পহেলা বৈশাখ। বাঙালি জাতি নতুন বছর উদযাপন করছে। আর বাঙালি জাতি এই নতুন বছরকে কেন্দ্র করে অনেক ধরনের আয়োজন করে থাকে। বিশেষ করে মাঠে-ঘাটে স্কুল কলেজে এই বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই বৈশাখ অনুষ্ঠান খুবই সুন্দর ভাবে পালন করা হয়। বাঙ্গালী জাতি তাদের ঐতিহ্যকে ভুলে যায়নি। বাঙালি জাতি তাদের ঐতিহ্যকে ধরে রাখতে এই নতুন বছরকে আগমন জানাই।আসলে নতুন বছরকে আগমনের এই সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে পেয়েও খুবই ভালো লাগে। বাঙালি জাতির ঐতিহ্যময় এই বৈশাখ পালন করার মুহূর্তটা অসাধারণ ছিল। প্রতি বছর আমিও বন্ধুদের সাথে বৈশাখের মুহূর্তগুলো উপভোগ করি এবং একসাথে পালন করি। কারণ প্রথম দিনে অনেক ধরনের আয়োজন হয়, নাচ গান থেকে শুরু করে নানা রকমের আয়োজন করা হয়।


বৈশাখী অনুষ্ঠানে পান্তা খাওয়ার মুহূর্ত সত্যিই অসাধারণ। আমি যখন গত বছর আমাদের সিরাজগঞ্জে ছিলাম, তখন আমি বন্ধুদের সাথে কলেজে এই আয়োজনটা করেছিলাম। আসলে বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে নানা রকমের আয়োজন করা হতো। নাচ গান থেকে শুরু করে পিঠা উৎসব এবং পান্তা খাওয়ার উৎসব। ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার এই মুহূর্তটা আমরা কয়েক বন্ধু এবং বান্ধবীরা আয়োজন করেছিলাম। যারা যারা খেয়েছে প্রত্যেকেই ৫০০ টাকা করে দিয়েছিল। সেবার অনেক আনন্দ হয়েছিল মকারণ আমরা এই বৈশাখী কেন্দ্র করে অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলাম মকিন্তু এবার ব্যস্ততার কারণে ঢাকায় আসার কারণে আর সেই আনন্দ উপভোগ করতে পারিনি।

20240414_214722.jpg

এবার আমি বন্ধুদের কাছে খোঁজ নিলাম, ওরাও অনেক সুন্দর আয়োজন করেছে। বড় আপুদের সাথে নিয়ে এই ইলিশ পান্তার রেসিপি সাথে ছিল বিভিন্ন রকমের ভর্তা রেসিপি। তারা কলেজ মাঠে খুবই সুন্দরভাবে নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করেছে। আসলে বাঙালির ঐতিহ্যময় এই নববর্ষকে বাঙালির গান এবং বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয় নাটকের মাধ্যমে। আসলে পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি সৌন্দর্যময় দিন। নতুন বছরকে তারা আঁকড়ে ধরে পুরাতনকে ভুলে গিয়ে, নতুনকে আকড়ে ধরার জন্য অনুপ্রেরণা পায়।


বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঢোল তবলা বাজানো হয়। আসলে ঢোল তবলার তালে তালেই যেন বাঙালিরা নতুন বছরকে আগমন জানায়। আর বাঙালির মেয়েরা শাড়ি পড়ে বৈশাখের ফুল মাথায় দিয়ে এই বৈশাখী অনুষ্ঠান পালন করে। একই শাড়িতে দেখতে যে কত সুন্দর লাগে, সেই মুহূর্তগুলো দেখলেই মনে পড়ে যায় নতুন বছর কত আনন্দের সাথে আমরা আগমন জানাচ্ছি। নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয়। আর এই বৈশাখী মেলাতে বাঙালির ঐতিহ্যময় কিছু দৃশ্য আমরা দেখতে পাই। তারপরে এই মেলাতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আমাদের গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়, আর সেখানে তিন দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও আয়োজন করা হয়েছে। আর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ যেন গ্রামের মধ্যে বিরাজ করে।


আসলে নতুন বছর মানেই পুরাতন সব স্মৃতি ভুলে গিয়ে, নতুন ভাবে জীবন শুরু করা। এবং সকল কিছু নতুন ভাবে সাজিয়ে নেওয়া। অনেকের সাথে ঝগড়া অনেকের দুঃখ-কষ্ট সকল কিছু ভুলে গিয়ে নতুন ভাবে যেন জীবন শুরু করা। নতুন বছরের প্রথম দিন অনেক আনন্দের সাথে পালন করা হয়। বিশেষ করে পান্তা ইলিশ এবং ভর্তার সাথে পান্তা খাওয়ার অনুভূতি অসাধারণ। বাঙালি জাতি যেন পান্তা তার সাথে খুবই পরিচিত। আর এই নতুন বছরে পান্তা খাওয়ার মুহূর্তটা অসাধারণ। সকলেই একসাথে যখন পান্তা খাওয়া হয় খুবই ভালো লাগে। আমিও ঢাকা শহরে রয়েছি বন্ধুদের সাথে সকালবেলা ইলিশ পান্তা খেয়েছি।

বাঙালিরা বৈশাখ মাসকে কেন্দ্র করে তাদের সকল আয়োজনগুলো করে থাকে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের হালখাতা গুলো এই বৈশাখ মাসে করা হয়। আর হালখাতার মুহূর্ত কিন্তু অসাধারণ। কারণ সারা বছর যে দোকান থেকে বাকি খাবে।সেই টাকা দিতে তাকেই খাওয়াতে হয়। এই হালখাতার আয়োজনটা সত্যি আনন্দের। সকলেই একসাথে খাওয়ার মুহূর্তটা অসাধারণ। আসলে এই বৈশাখ মাসেই যেন আয়োজনগুলো করা হয়। দেখতে দেখতে ১৪৩১ পরলো। আর এই বছর আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করব। আশা করছি এই বছরটা আমাদের জন্য অনেক কল্যাণময় হবে।এসো এসো হে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর গানটা না শুনলে যেন পহেলা বৈশাখকে আগমন জানানো হয় না।তাই গানটি মাধ্যমে পহেলা বৈশাখকে আগমন জানানো হয়।



এসো এসো হে বৈশাখ এসো এসো। নতুন বছরকে আমরা অনেক সুন্দর ভাবে আগমন জানিয়েছি। আর এই নতুন বছর আমাদের প্রত্যেকের জন্য যেন আনন্দময় হয়।পুরাতন সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করা, প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে নতুন বছর যেন আমাদের আনন্দময়ের সাথে কাটে এবং মনের আশা পূরণ হয় এই দোয়া করি। তাই সকলকে আবারও বৈশাখের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 months ago 

আপনার অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো।সত্যি পুরানো দিনের সকল গ্লানি মিছে নতুন বছরকে বরণ করে নেওয়া। বৈশাখের সব থেকে ভালো লাগে হালখাতাটা। আসলে সারা বছর সবাই বাকি খায় কিন্তু হালখাতার মাধ্যমে তা শোধ করতে হয়। ধন্যবাদ ভাই আপনার অনুভূতি গুলো অনেক ভালো লাগলোল।

 2 months ago 

যারা যারা পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়েছিল তারা প্রায় ৫০০ টাকা করে দিয়েছিল।পহেলা বৈশাখে আপনাদের ওদিকে পিঠা উৎসব পালন করা হয় ।কিন্তু আমাদের এদিকে পিঠা উৎসব পালন করা হয় না ।ধন্যবাদ ভাইয়া পহেলা বৈশাখের কিছু কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

পহেলা বৈশাখ ঐতিহ্যবাহী দিন। এই দিনের বাঙালি ঐতিহ্য সাংস্কৃতিক গুলো তুলে ধরা হয়ে থাকে। এই দিনে মানুষ বিভিন্ন রং এর পোশাক আশাক পরিধান করে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ। বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে একটা হৈ হৈ উত্তেজনার মধ্যে দিয়ে দিনটা পার করে থাকে।

 2 months ago 

আপনাকেও জানাই বৈশাখের প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি বৈশাখের দিনটা আপনার খুব ভালো কেটেছে। পহেলা বৈশাখে কেন্দ্র করে সারা দেশব্যাপী বেশ সুন্দর সব অনুষ্ঠানের আয়োজন এবং মানুষের সাজা গুজা পাশাপাশি পান্তা ভাত আর ইলিশ খাওয়ার ধুম পড়ে গেছিল। জয় হোক আপনার সুন্দর এক অনুভূতি পড়ার মধ্য দিয়ে আরও যেন ভালো লাগলো পহেলা বৈশাখ নিয়ে।

 2 months ago 

জী ভাইয়া এই বছর পহেলা বৈশাখ ঈদের ছটিতে হওয়ার কারনে সবাই আনন্দ করেছে। সবার স্কুল কলেজ অফিস আদালত বন্ধ ছিল। যার ফলে সবাই আগে থেকেই প্লান করে পহেলা বৈশাখ উৎযাপন করছে। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43