"আকাশের নীল রঙে: ফটোগ্রাফির জগত"

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমির সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যায়নরত আছি।

1000017682.jpg

নীল আকাশ সবসময় মানুষের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। এর বিশালতা, এর গভীরতা, আর এর শান্ত রূপ আমাদের মনকে আপ্লুত করে। আকাশের দিকে তাকালে আমরা যেন এক মুহূর্তের জন্য সব দুঃখ-কষ্ট ভুলে যাই। এটি যেন আমাদের মুক্তির প্রতীক।নীল আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে।আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা একদম আমার মনের মত সুন্দর।এরকম আকাশ দেখার অপেক্ষায় থাকি সব সময়।তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আকাশ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল।ভাই আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে ছাদে গিয়ে আকাশের সৌন্দর্য উপভোগ করার পরিকল্পনা করলাম।


বাইরে প্রচন্ড রোদ সাথে অনেক গরম।রোদে গেলে আমার এলার্জি হয় কিন্তু আজকে সকালে আমি আমার কথা ভুলে গিয়ে আমি ছাদে গিয়ে সৌন্দর্যময় আকাশ উপভোগ করতে গেলাম।কারণ নীল আকাশ যে আমার বড্ড পছন্দের।আয় প্রচন্ড রোদকে উপেক্ষা করে আমি নীল আকাশের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। সেইসাথে নীল আকাশ এবং সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য আমার মুঠোফোনে ধারণ করতে থাকলাম।এত রোদের ভিতর ফটোগ্রাফি গুলো করতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এই কষ্টগুলো আমার কাছে একটুও কষ্ট মনে হচ্ছিল না।কারন প্রিয় জিনিসকে দেখার জন্য এইটুকু তো কষ্ট করতেই হবে।যাইহোক আজকে সকালে নীল আকাশের যে ফটোগ্রাফি গুলো করেছিলাম এখন তা আপনাদের মাঝে একটি একটি করে উপস্থাপন করব।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করি।


1000017661.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশের দিকে তাকালে মনে হয় যেন তা আমাদের ওপরে এক অসীম চাদরের মতো বিছিয়ে আছে। তার মধ্যে নেই কোনো সীমানা, নেই কোনো অবরোধ। যেন একটা মুক্তির প্রতীক। এই আকাশের নিচে দাঁড়িয়ে আমরা ভাবি, স্বপ্ন দেখি, আশা করি। এ যেন আমাদের সমস্ত দুঃখ-কষ্টকে মুছে ফেলে নতুন করে বাঁচার প্রেরণা দেয়।

1000017660.jpgLocation
Device:Samsung A33 (5G)

শৈশবে আমরা যখন আকাশের দিকে তাকাতাম, তখন মনে হতো, ওখানে কী আছে? পাখিরা যেখানে উড়ে চলে যায়, সেই অজানা পৃথিবী আমাদের কৌতূহলের জায়গা হয়ে দাঁড়াতো। তখন থেকেই নীল আকাশের প্রতি আমাদের ভালোবাসা গড়ে উঠতে থাকে। আর সেই ভালোবাসা বয়সের সাথে সাথে বেড়েই চলে। আমরা যখন ছোট ছিলাম, সেই সময়ের সেই কল্পনার জগত আজো আমাদের সাথে আছে, যদিও আমাদের জীবনযাত্রার ব্যস্ততার মাঝে আমরা তাকে হয়তো ভুলে যাই। কিন্তু এক মুহূর্তের জন্যও যখন আমরা আকাশের দিকে তাকাই, সেই শৈশবের সেই সরল আনন্দ যেন ফিরে আসে।



1000017663.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশ যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা যখন খুশি থাকি, আমাদের আকাশও যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। আর আমরা যখন দুঃখে ভুগি, আমাদের আকাশও যেন মেঘে ঢাকা পড়ে যায়। নীল আকাশের বিশালতা আমাদের মনে আশা জাগায় যে, আমাদের দুঃখ-কষ্টও একসময় এই মেঘের মতোই কেটে যাবে এবং আমরা আবার সেই উজ্জ্বল নীল আকাশের নিচে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারবো।

1000017662.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশের মধ্যে একটি প্রাকৃতিক আকর্ষণ রয়েছে যা আমাদের মনকে শান্ত করে। এক গভীর শ্বাস নিয়ে নীল আকাশের দিকে তাকালে, আমাদের মন ও দেহ উভয়ই সতেজ অনুভব করে। মনে হয় যেন প্রকৃতির সাথে আমাদের এক গভীর সংযোগ স্থাপন হয়। এই সংযোগ আমাদের আধ্যাত্মিকতার সাথে পরিচয় করিয়ে দেয়, আমাদের অস্তিত্বের মর্মকে উপলব্ধি করায়।

1000017636.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘগুলো যেন এক একটি স্বপ্ন। মেঘেদের এই ভাসমানতা আমাদেরকে জীবনের বিভিন্ন দিক নিয়ে ভাবতে বাধ্য করে। কখনো মেঘেরা একত্রিত হয়ে ঝড়ের আভাস দেয়, আবার কখনো মেঘেরা ছড়িয়ে ছিটিয়ে থেকে শান্তির বার্তা বহন করে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেও এমনই বিভিন্ন পরিস্থিতি আসে, কখনো ঝড়ের মতো কঠিন, আবার কখনো শান্তির মতো কোমল।

1000017637.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশ এবং সবুজ প্রকৃতির মাঝে বিচরণ করলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। সাধারণত আমরা জীবনের কঠিন বাস্তবতা, উদ্বেগ এবং দুশ্চিন্তার মাঝে বিভক্ত হয়ে যাই। কিন্তু যখন আমরা এই প্রকৃতির মাঝে হারিয়ে যাই, তখন আমাদের সমস্ত উদ্বেগ মুহূর্তেই কমে যায়। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের আত্মবিশ্বাস এবং আশাবাদ জাগিয়ে তোলে।

1000017639.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশের নিচে সবুজে ঘেরা দৃশ্যের এই সৌন্দর্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরো মূল্যবান করে তোলে। এটি আমাদের মনে স্থিরতা এনে দেয়, জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করতে সাহায্য করে, এবং আমাদের প্রাত্যহিক জীবনের কঠিনতা এবং ব্যস্ততা থেকে মুক্তি দেয়।

1000017641.jpg
Location
Device:Samsung A33 (5G)

নীল আকাশের নিচে সবুজের এই শোভা আমাদের মনে করিয়ে দেয় যে, জীবন যতই জটিল হোক না কেন, প্রকৃতির সৌন্দর্য আমাদের সকল সমস্যা অতিক্রম করার শক্তি দেয়। এই দৃশ্য আমাদের শেখায়, প্রকৃতি কখনোই আমাদের পরিত্যাগ করে না। প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়।

1000017642.jpg
Location
Device:Samsung A33 (5G)

সবুজের সাথে নীল আকাশের এই সমন্বয় আমাদের জীবনের মধ্যে একটি অদ্ভুত সংযোগ তৈরি করে। একদিকে আকাশের নীলিমা আমাদের অন্ধকারের পরেও আলো দেখায়, অন্যদিকে সবুজ আমাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে। এই সংযোগ আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে সাহায্য করে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়ায়।

যাহোক অনেক কথাই বলে ফেললাম।আসলে নীল আকাশ ও সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য নিয়ে কথা বললে শুধু বলতে ইচ্ছা করে।একের পর এক লাইন যেন দৃশ্য ভাবে চলে আসে।যারা প্রকৃতি প্রেমী তাদের মনে প্রকৃতি নিয়ে সব সময় উতাল পাতাল চলতেই থাকে।প্রাকৃতিক সৌন্দর্যের যেহেতু শেষ নেই সেহেতু এ সম্পর্কে কথা বলাও কখনো শেষ হবে না।আমি সবসময় সুবিশাল নীল আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে থাকতে চাই।নিজেকে নীল আকাশের মাঝে ভাসিয়ে দিতে চায়।আজকে ফটোগ্রাফি গুলো করতে অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন আপনাদের মাঝে শেয়ার করাতে এবং আমার মনের কিছু অনুভূতি আপনাদের বলতে পেরে অনেক ভালো লাগছে।আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদেরও অনেক ভালো লেগেছে।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

ক্যামেরাSamsung A33 (5G)
ধরণ"আকাশের নীল রঙে: ফটোগ্রাফির জগত"
ক্যমেরা মডেলSamsung A33 (5G)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 months ago 

নীল আকাশ দেখতে কার না ভালো লাগে।এত সুন্দর ভাবে প্রতিটা ফটো উপস্থাপন করেছেন। যা দেখে বেশ মুগ্ধ হলাম।প্রতি ফটো হৃদয় ছুঁয়েছে আমার।সুন্দর ভাবে বর্ণনাও করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে বরাবরই মুগ্ধ করে। দারুন হয়েছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি। এখন বেশিরভাগ সময় এইরকম নীল আকাশের সাদা মেঘ দেখা যায়। এরকম আকাশ আমার কাছে বেশ ভালো লাগে। রৌদ্রোজ্জ্বল থাকে আকাশটা। এর সাথে যদি সবুজ প্রকৃতি দেখা যায় তাহলে তো কথাই নেই। উপরে এক খণ্ড নীল আকাশ আর নিচে সবুজ প্রকৃতি। সবমিলিয়ে সত্যিই অসাধারণ লাগছে ফটোগ্রাফি গুলো দেখতে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আকাশের ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে আকাশের দিকে তাকালে মনে হয় মনটা হালকা হয়ে যায়। আকাশের এমন সব মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির চমৎকার ব্যাখ্যা উপস্থাপনা করেছেন, আকাশের এমন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

মানুষের মনে যত কষ্ট থাকুক খোলা আকাশের নিচে গিয়ে নীল আকাশের দিকে তাকালে অনেক ভালো লাগে। এমন নীরব পরিবেশে গিয়ে আকাশের দিকে তাকালে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। অনেক গরমে ছাদে যেয়ে সুন্দর নীল আকাশের ফটোগ্রাফি গুলো আপনি ক্যামেরায় বন্দি করলেন। বর্ষার আবহাওয়াই এত সুন্দর আকাশের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে।

 3 months ago 

আকাশে আজ মেঘের খেলা। আপনার প্রত্যেকটা ছবিতে মেঘগুলো কি সুন্দর ভেলার মতো ভেসে ভেসে যাচ্ছে। বৃষ্টির পরে এরকম আকাশ দেখা যায়। ভীষণ সুন্দর সুন্দর ছবি নিয়ে আপনাদের পোস্টটি দারুন হয়েছে।

 3 months ago 

আপনি সকাল বেলা ছাদে গিয়ে খোলা আকাশ দেখে তার ফটোগ্রাফি করে নিয়েছেন।আর তাইতো আমরা আপনার মাধ্যমে চমৎকার কিছু নীল আকাশের ফটোগ্রাফি দেখতে পেলাম।আকাশ আমার খুব ই ভালো লাগে।এতো চমৎকার চমৎকার আকাশের ক্যাপচার করেছেন দেখে মনটা ভালো হয়ে গেলো।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 3 months ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি ডাইমন্ডের মত হয়েছে। আকাশের রংয়ের সাথে সবুজ প্রকৃতি দারুন লাগছে। আপনার সামসং মোবাইলের ক্যামেরা ভালোই বুঝা যায়। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68616.15
ETH 2450.08
USDT 1.00
SBD 2.43