চকলেট, ফুচকা নাকি আইসক্রিম?

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - ২৭ই অগ্রাহায়ণ ১৪২৮ , বঙ্গাব্দ | রবিবার | হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




valentines-day-gc9645782b_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

আমার মতে পৃথিবীর সবথেকে জনপ্রিয় দুইটি খাবার হচ্ছে চকলেট, আইসক্রিম। আমি মনে করি এমন কোনো মানুষ নেই যারা চকলেট ও আইসক্রিম খেতে পছন্দ করে না। ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষের এই দুটি খাবার খুবই পছন্দের। যদিও এই খাবারগুলো মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল তবে এর স্বাদের কাছে বড়রাও হার মানে। আমার তো চকলেট দেখলেই জিভে জল চলে আসে। আমার ছোটবেলা থেকে এখন অব্দি চকলেটের প্রতি ভালোলাগাটা বিন্দুমাত্র কমেনি। আমি এখনো সমানভাবে চকলেট কে ভালবাসি। ছোটবেলায় চকলেট খাওয়ার জন্য প্রচুর বকা খেয়েছি। আমার ছোটবেলা থেকে চকলেট খাওয়ার এমন অভ্যাস ছিল যে প্রতিদিন স্কুলে থেকে আসার সময় অন্তত একটা চকলেট হলেও খাওয়া লাগতো।

আর প্রতিনিয়ত চকলেট খাওয়ার ফলে আমার দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এমন কোন দাঁত ছিল না যেটাতে পোকা ধরার বাকি ছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার দাঁত ফেলতে তেমন একটা কষ্ট হয়নাই বেশিরভাগ দাঁতে পোকা খাওয়ার ফলে এমনিতেই ভেঙ্গে পড়ে গিয়েছিল। আর তখনকার সময় এখনকার মতো এত রকমের চকলেট ছিলনা হাতেগোনা কয়েকটি চকলেট ছিল যা সকলের কাছে পরিচিত। মিমি, লজেন্স, মিল্ক ক্যান্ডি, পাখির ডিম আরো অনেক চকলেট ছিল যেগুলোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। যাইহোক এই গেল চকলেট এর কথা এবার আসি আইসক্রিমে। চকলেটের মতো আইসক্রিম আমার অনেক পছন্দ তবে ছোটবেলায় আমার ঠান্ডার একটু সমস্যা থাকায় তেমন একটা আইসক্রিম খাওয়া হতো না।

আপনারা হয়তো ভাবতে পারেন আজকে আমি হঠাৎ করে এসব চকলেট আইসক্রিমের টপিক নিয়ে হাজির হয়েছি কেন। আসলে আপনারা যারা আমার গতকাল এ পোস্টটি পড়েছেন তারা হয়তো জেনেছেন গতকাল আমার খুব কাছের এক আত্মীয় বিদেশ থেকে এসেছিল আর সে এসে আমাদের বাসায় উঠেছিল প্রথম। আর বিদেশ থেকে আসলে মানুষ কি আনে একবার ভেবে দেখুন তো? চকলেট তাই না। আমার ওই আত্মীয় বিদেশ থেকে আসার সময় আমাকে জিজ্ঞেস করেছিল আসার সময় আমার জন্য কি আনবে। আমি উত্তরে বলেছি চকলেট। ও আমার এই কথাটি শুনে আমাকে বলল তুর এই বয়সে এসে ও চকলেট খেতে ইচ্ছা করে।

IMG_20211211_184043.jpg

IMG_20211211_184022.jpg

যাই হোক ও আমার কথামতো আমার জন্য অনেক গুলা চকলেট এনেছে। যেটা আমার খুব খুব ভালো লেগেছে। যদিও চকলেট ছাড়া অন্যান্য অনেক গিফট এনেছে তবে আমার নজর তো শুধু চকলেটের দিকেই ছিল। আর আমি মনে করি আমার মতো এমন অনেক মানুষ আছে যারা চকলেট খুবই পছন্দ করে।

IMG_20211211_184014.jpg

এইতো এই ছিল আমার আজকের আলোচনা। আসলে আমি আজকে এই আলোচনার মাধ্যমে চেয়েছি সকলের কাছে আমার প্রিয় খাবারটি সম্পর্কে শেয়ার করতে।

পৃথিবী বিখ্যাত দুটি খাবার চকলেট এবং আইসক্রিম আর আমাদের দেশে বিখ্যাত খাবার ফুচকা। এই তিনটির মধ্যে অর্থাৎ চকলেট, আইসক্রিম ও ফুচকা এগুলোর মধ্যে কার কোনটা বেশি পছন্দ সেটা জানাবেন। এ তিনটি খাবারের মধ্যে যেকোনো একটি খাবার আপনাকে বেছে নিতে হবে। যদি তিনটি খাবারের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া বড়ই মুশকিল তবুও আমি চাই যে কোন একটি খাবারকে আপনারা বেছে নিন। দেখা যাক আমার পছন্দের সাথে কার কার পছন্দ মিলে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

দাদা,, প্রথম কথা যেটা বলার,, চকলেট আইসক্রিম এবং ফুচকা এই তিনটের কোন টা কেই বাদ দিতে পারবো না। তিনটিই চাই চাই চাই। জন্মের শুরু থেকে এখন অবধি এগুলোর স্বাদ অমৃতের মত মুখে লেগে আছে 🥰🥰😊। তবে হ্যা, আইসক্রিম ফুচকা সব সময় হাতের নাগালে না পেলেও চকলেট কিন্তু সব সময় ব্যাগে থাকবেই 😊। অনেক ভালো লাগলো এত এত চকলেট দেখে,,,,, ঈশ ওখান থেকে টপ করে যদি কটা নিতে পারতাম ☹️☹️

 4 years ago 

সত্যি বলতে আমার ও অনেক ভালো লাগতো যদি সবার সাথে এই চকলেট গুলো শেয়ার করতে পারতাম। যাইহোক কি আর করার কিনে খেয়ে নিন।

 4 years ago 

ছোটবেলায় চকলেট খাওয়ার জন্য সব গুলো দাঁতে পোকা ধরায় ডাক্তারের দাত তুলতে সমস্যা হয়নি-বিষয়টি খুব হাস্যকর ছিল।এই বয়সেও চকলেট খাওয়ার প্রতি আপনার ভালই ঝোঁক রয়েছে।আমার চকলেট এর থেকে আইস্ক্রীম এবং ফুসকা খেতে বেশি ভালো লাগে।আইসক্রিম সব থেকে বেশি প্রিয়।তবে ফুসকাও অনেক ভালো লাগে।

 4 years ago 

বয়স বাড়লে কি হবে চকলেটর প্রতি ভালোলাগাটা এখনো কমেনি। এই ভাইরাস আসার পর থেকে আইসক্রিম খাওয়া একদমই কমিয়ে দিয়েছিলাম। তবে আপনার দেখছি আইসক্রিম খেতে বেশি ভালো লাগে। যাইহোক আপনার সুন্দর একটি কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হয়েছি ।

 4 years ago 

ভাইয়া, আপনার দাঁত পোকা খাওয়ার বিষয়টি দারুণ মজার ছিল।এছাড়া সত্যি বলতে ছোটবেলা থেকেই চকলেট খাওয়া অভ্যেস ছিল।ফুচকা অতটা পছন্দ করতাম না, এখন একটু একটু করি স্বাদ বুঝে।আর আইসক্রিম গরমের সময় দারুণ শান্তি দেয় তবে শীতকালে পুরো নাকের বারোটা বাজিয়ে দেবে।হ্যাঁ সঙ্গে ফুচকার টক জল ও শীতকালের জন্য মুশকিল।তাই চকলেট বেস্ট।যেটি খেলে ছোটবেলায় একটু দাঁতের অসুবিধা হলেও সারাবছর খাওয়া যায়।না তো ঠান্ডা লাগার ভয় থাকবে।তাই আমি চকলেটকেই বেছে নেব।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আমার পছন্দের সাথে আপনার পছন্দের মিল আছে দেখছি। আমিও এই তিনটির থেকে চকলেট বেছে নিব।

 4 years ago 

অসাধারণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করলেন ভাইয়া। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার কাছেও চকলেট খুব পছন্দ। চকলেট, ফুচকা এবং আইসক্রিম এই তিনটির মধ্যে আমি ফুচকা সবচেয়ে কম খাই। আর চকলেট এবং আইসক্রিমের কথা বলতে গেলে আইসক্রিম সারাবছর খাওয়া যায় না এবং শীতকালে তো আইসক্রিম নিয়ে মহা সমস্যা। খেতে ইচ্ছে করলেও খাওয়া হয়না। তাই আমার কাছে চকলেট বেস্ট। আপনার চকলেটের ফটোগ্রাফি গুলো দেখে ইচ্ছে করছে একটা কিটক্যাট চকলেট নিয়ে নিতে 😋

 4 years ago 

আসলে আমার খুবই ভাল লাগত যদি আমার সবগুলো চকলেট সবার সাথে শেয়ার করে খেতে পারতাম। তবে কি আর করার এটা তো সম্ভব না। তবে আপনার পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে দেখছি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার কমেন্টেটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 4 years ago 

ভাইয়া আমি আমার ঠিকানা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ।আপনি দ্রুত আমাকে পাঠিয়ে দিন চকলেট গুলো। কিছু না দিলেও অন্তত কিটক্যাট গুলো দিন। সত্যি বিদেশ থাকে যখন আমাদের কোন পরিচিত আত্মীয়-স্বজন কাছে কেউ আসে তখন আমাদের আনন্দের সীমা থাকে না ।কেননা আমরা নিশ্চিত থাকি যে কিছু না কিছু গিফট আমাদের জন্য আছেই। বিশেষ করে আমি যে ফোন চালায় সেই ফোনটি আমার ভাইয়া গিফট করেছে উনি কোরিয়া থাকতো। কিছুদিন আগে উনি দেশে এসেছে আবার আরেকটি ফোন এনেছে আমার জন্য। সেই ফোনটি এখন আমি হাতে পায়নি তবে হাতে পাওয়ার পর আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করব।
অবশ্যই চকলেট গুলো আমাকে দিবেন।হাহাহা

 4 years ago 

সত্যি কথা বলতে চকলেট, আইসক্রিম ও ফুচকা তিনটি খুব পছন্দের দাদা। তাই কোনটা ছেড়ে কোনটা বলবো। আর চকলেট তো সব সময় আমার ব্যাগে থাকে। আমি চকলেট ছাড়া এক মুহুর্ত চলতে পারি না। আর আমি তো সব সময় আপনার দাদাকে চকলেট আনতে বলি। যদি কখনও আনতে ভুলে যায় তাহলে সেদিন কুরুক্ষেত্র শুরু হয়ে যায়। এত টাই চকলেট পছন্দের দাদা।আর আপনার পোষ্টে চকলেট দেখে মনে হচ্ছে টপা টপ খেয়ে নিই।

 4 years ago 

আমার চকলেট, আইসিক্রিম, ফুচকা তিনটাই অনেক বেশি পছন্দ।একটাও বাদ দিতে পারবোনা না তবে আমার অনেক বেশি পছন্দ ফুচকা।

 4 years ago 

আমার দাঁত ফেলতে তেমন একটা কষ্ট হয়নাই বেশিরভাগ দাঁতে পোকা খাওয়ার ফলে এমনিতেই ভেঙ্গে পড়ে গিয়েছিল।

ভাইয়া আপনার এই লেখাটি পড়ে খুবই মজা পেয়েছি। ছোটবেলা থেকে চকলেটের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। চকলেট খেতে আমিও খুবই ভালবাসতাম। এখনো মাঝে মাঝে চকলেট দেখলে লোভ সামলাতে পারিনা। যখন মাঝে মাঝে আমার এলাকার ছোট ভাই বোনদের হাতে চকলেট দেখি মনে হয় যে নিয়ে খেয়ে ফেলি। সত্যি কথা বলতে যে খাবারগুলো প্রিয় সেগুলো কোন বয়স মানে না। তবে আপনার আজকে চকলেটের পোস্ট পড়ে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় চকলেট, আইসক্রিম খাওয়ার জন্যে অনেক বকা খেয়েছি। কেন জানি এই খাবারগুলো সবারই অনেক প্রিয়। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ভাইয়া চকলেটগুলো দেখে লোভ লেগে গেলো। বিশেষ করে কিটকাট চকলেট আমার খুবই প্রিয়। দেখে মনে হচ্ছে নিয়ে খেয়ে ফেলে। আপনার মত আমারও ছোটবেলা থেকে চকলেট খুবই প্রিয়। বিভিন্ন প্রকারের চকলেট খেতে আমি খুবই পছন্দ করতাম। তবে এখনো সেই অভ্যাসটা রয়ে গেছে। চকলেট খেতে আমার খুব ভালো লাগে। তবে আমার কখনো দাঁতে পোকা হয়নি ভাইয়া। আপনার সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ভাইয়া আমার কাছেও চকলেট খেতে খুবই ভালো লাগে। চকলেট ,আইসক্রিম ও ফুচকার মধ্যে আমি তো সবার আগে চকলেট কে ই প্রধান্য দেই। ছোটবেলায় আমারও দু একটা দাঁতে পোকা ছিল। সেগুলো এই চকলেট খাওয়ার কারণেই হয়েছিল।
চকলেট গুলোর ছবি দেখে চকলেট খেতে ইচ্ছা করছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109561.83
ETH 3847.28
USDT 1.00
SBD 0.52