ভাইয়া আমি আমার ঠিকানা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ।আপনি দ্রুত আমাকে পাঠিয়ে দিন চকলেট গুলো। কিছু না দিলেও অন্তত কিটক্যাট গুলো দিন। সত্যি বিদেশ থাকে যখন আমাদের কোন পরিচিত আত্মীয়-স্বজন কাছে কেউ আসে তখন আমাদের আনন্দের সীমা থাকে না ।কেননা আমরা নিশ্চিত থাকি যে কিছু না কিছু গিফট আমাদের জন্য আছেই। বিশেষ করে আমি যে ফোন চালায় সেই ফোনটি আমার ভাইয়া গিফট করেছে উনি কোরিয়া থাকতো। কিছুদিন আগে উনি দেশে এসেছে আবার আরেকটি ফোন এনেছে আমার জন্য। সেই ফোনটি এখন আমি হাতে পায়নি তবে হাতে পাওয়ার পর আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করব।
অবশ্যই চকলেট গুলো আমাকে দিবেন।হাহাহা