অসাধারণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করলেন ভাইয়া। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার কাছেও চকলেট খুব পছন্দ। চকলেট, ফুচকা এবং আইসক্রিম এই তিনটির মধ্যে আমি ফুচকা সবচেয়ে কম খাই। আর চকলেট এবং আইসক্রিমের কথা বলতে গেলে আইসক্রিম সারাবছর খাওয়া যায় না এবং শীতকালে তো আইসক্রিম নিয়ে মহা সমস্যা। খেতে ইচ্ছে করলেও খাওয়া হয়না। তাই আমার কাছে চকলেট বেস্ট। আপনার চকলেটের ফটোগ্রাফি গুলো দেখে ইচ্ছে করছে একটা কিটক্যাট চকলেট নিয়ে নিতে 😋
আসলে আমার খুবই ভাল লাগত যদি আমার সবগুলো চকলেট সবার সাথে শেয়ার করে খেতে পারতাম। তবে কি আর করার এটা তো সম্ভব না। তবে আপনার পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে দেখছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার কমেন্টেটি আমার কাছে খুবই ভালো লেগেছে।