গল্প। তোমার অপেক্ষায়।। শেষ পর্ব।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজ আবার চলে এসেছি আরেকটি পোস্ট নিয়ে। আজ আমি আমার লেখা গল্প তোমার অপেক্ষায় এর শেষ পর্ব শেয়ার করব । তাহলে চলুন গল্প পড়ে আসি।


background-ge49d0f33d_1920.jpg

সোর্স pixabay

শেষ পর্ব


সাজিদ বলল আসলে এই সিক্রেট মিশন যেকোন সময় আসতে পারে। আর এই মিশনে যাওয়ার আগে পরে কাউকে কিছু বলা যাবে না। নাদিয়া বলল তাহলে আপনার মিশন আসলে আপনি উধাও হয়ে যাবেন তাই ত? সাজিদ বলল না এবার গেলে অবশ্যই তোমাকে বলে যাব । এবারের মত নাদিয়া ব্যাপারটা সহজভাবে নিয়েছে। তারা ধানমন্ডি লেকের দিকে গেল। সেখানে দুজনে কিছুক্ষণ পাশাপাশি হেঁটেছে। তারপর সাজিদ আর নাদিয়া চা হাতে নিয়ে রবীন্দ্র সরোবরের ঠিক মঞ্চের পিছনে বসে আছে। হঠাৎ নাদিয়া বলল আপনি কি সাঁতার জানেন? সাজিদ বলল যেহেতু আমি ডিফেন্স এর লোক অবশ্যই সাঁতার জানাটা স্বাভাবিক। নাদিয়া বলল তাহলে সাঁতরে মাঝ লেক থেকে ওই যে পদ্মফুল দেখা যাচ্ছে আমাকে এনে দিন। এই বলে নাদিয়া সাজিদের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বলল কেমন লাগল আমার ফান? নাদিয়া অন্য দিকে তাকালে হঠাৎ তার কানে পানিতে ঝাঁপ দেয়ার আওয়াজ আসল। নাদিয়া তাকিয়ে দেখে সাজিদ সাঁতরে যাচ্ছে লেকের ঠিক মাঝখানে যেখানে পদ্মফুল আছে। নাদিয়া কিছু ভাবতেই পারছে না এটা কি হল। সে শুধু ফেল ফেল করে তাকিয়ে আছে, কিন্তু কেমন যেন অন্য রকম ভাল লাগছিল সাজিদের এরকম পাগলামি দেখে। কিছুক্ষণ পর সাজিদ হাতে পদ্ম নিয়ে নাদিয়ার সামনে হাঁটু গেঁড়ে বসে পড়ল পুরো সিনেমার মত। নাদিয়া রীতিমত লজ্জা পাচ্ছিল কারণ অনেক মানুষ এদিকে তাকিয়ে সাজিদের সাহস দেখে হাততালি দিচ্ছিল। নাদিয়া পদ্ম নিয়ে সাজিদের হাত ধরে সোজা বের হয়ে গেল।

রাতে নাদিয়া কফি হাতে তার রুমে পায়চারি করছে আর সাজিদের পাগলামির কথা মনে করে হাসছে । নাদিয়া নিজেই বলতে লাগল সাজিদ আমাকে এতটা ভালবাসে যে লেকেই ঝাঁপ দিয়ে দিল। এরই মধ্যে সাজিদের ফোন এল। সাজিদ আর নাদিয়া বেশ কিছুক্ষণ কথা বলল । তাদের ভালোবাসা আরো গাঢ় হতে শুরু করল।

এভাবে বেশ কিছুদিন সাজিদ আর নাদিয়া একসাথে ঘুরাফেরা, কথা বলা, মুভি দেখে জমিয়ে প্রেম করতে লাগল। একদিন রাতে সাজিদ নাদিয়া কে মেসেজ করে জানাল কিছুদিনের জন্য সে নেটওয়ার্কের বাহিরে থাকবে। একটি কাজ আছে সেটি শেষ হলেই আবার নাদিয়ার সাথে যোগাযোগ করবে। নাদিয়া সাথে সাথে মেসেজ দেখতে পারেনি কারণ সেদিন ডিউটি করে নাদিয়া অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে মেসেজ দেখে যেই ফোন দেয় সাজিদের ফোন বন্ধ পায়। নাদিয়া বুঝেছে সাজিদ কোন সিক্রেট মিশন এ গিয়েছে। এবার নাদিয়া রাগ না করে বুঝার চেষ্টা করল। কিন্তু কয়েকদিন অপেক্ষার পর সাজিদের কোন খবর না পেয়ে হেড কোয়ার্টার এ খবর নেয়। কিন্তু হেড কোয়ার্টার থেকে কোন তথ্য না পেয়ে নাদিয়া অনেক চিন্তিত হয়ে পরল।

আরো কিছুদিন পার হয়ে গেল কিন্তু সাজিদের কোন খবর নেই। নাদিয়া আবার হেড কোয়ার্টার এ খবর নিতে গেলে এবারও কোন খবর নিতে পারেনি। বের হওয়ার সময় সাজিদের বন্ধু জাহিদকে দেখে সাজিদের কথা জিজ্ঞেস করল। জাহিদ বলল সাজিদ স্যার খাগড়াছড়ির ঘন জঙ্গলে মাফিয়া ধরার একটি মুষ্ট সিক্রেট মিশনে গিয়েছেন। এই মাফিয়ার দল অনেক ডেঞ্জারাস ছিল। এদের সাথে যুদ্ধে আমাদের ফোর্সের অনেক লোক লাপাত্তা হয়ে গিয়েছে, তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে সাজিদ স্যারও ছিলেন বলেই জাহিদ কেঁদে দেয়। আবার বলে আমি সাথে থাকলে স্যারের সাথে কোন কিছু হতে দিতাম না। স্যার আমাকে জোর করে ছুটিতে পাঠিয়ে দিল মাকে দেখে আসার জন্য। নাদিয়া শুনে চোখের পানি ধরে রাখতে পারল না। নাদিয়ার মাথায় যেন পুরো আকাশ ভেঙ্গে পড়ল।

সাজিদ বেঁচে আছে কিনা তার কোন খবর পাওয়া যায়নি। হয়ত একদিন সাজিদ ফিরেও আসতে পারে। নাদিয়ার বিশ্বাস সাজিদ বেঁচে আছে এবং কোন এক সময় নাদিয়ার কাছে ফিরে আসবে। নাদিয়া সেই অপেক্ষায় প্রহর গুনছে।

আশা করি আমার গল্প আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক ভালো লাগলো তোমার অপেক্ষায় গল্পের শেষ পর্বটা পড়ে ৷ যদিও আগের পর্ব গুলো পড়া হয়নি , তবে শেষ পর্ব পড়ে সাজিদ আর নাদিয়ার ভালোবাসার গভীর অনুভুতিটা পড়ে বেশ ভালোই লাগলো ৷ তবে গল্পের শেষের দিকে বিচ্ছেদটা আমার মোটেও ভালো লাগলো না ৷ যদি ভালোবাসাটা তাদের পূর্ণতা পেতো তাহলে বেশ ভালো হতো ৷ যদিও সব গল্প পূর্ণতার নয় ৷ সাজিদ আর নাদিয়ারও তাই গল্পটা অপূর্ণতার , মাফিয়া ই শেষ করলো গল্পটা তাদের...! যাই হোক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 121461.64
ETH 4451.11
BNB 1310.36
SBD 0.77