স্বরচিত কবিতা।। ঈদ আনন্দ।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আবার চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি ঈদ উপলক্ষে একটি কবিতা লিখে শেয়ার করব। আমার আজকের কবিতার নাম ঈদ আনন্দ।


ramadan-g43b0ec2cc_1920.jpg

সোর্স pixabay

কবিতা পড়তে এবং লিখতে আমার খুব ভাল লাগে। এখানে অনেক ভাল মানের কবিতা পড়তে পারি। সেই কবিতাগুলো পড়ে অনেক অনুপ্রাণিত হই। কিছু কবিতা পড়লেই মন ভাল হয়ে যায়। এই প্ল্যাটফর্মে এবিবি ফান এ অনুকবিতা লিখে এবং পড়ে অনেকেই কবিতা লিখা শুরু করেছে। আমিও তাদের মধ্যে একজন । যদিও ইদানিং সব অনুকবিতায় অংশগ্রহণ করতে পারিনা কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য। তাহলে চলুন আমার স্বরচিত কবিতা ঈদ আনন্দ পড়ে আসি। কবিতার সারমর্ম হিসেবে আমি কিছু কথা লিখেছি।

ঈদের দিন অনেক আনন্দের একটি দিন। অনেক প্রতীক্ষার পর এই দিন উদযাপিত হয়। লাখো মুসলিম এই দিনে জামাত হয়ে নামাজ আদায় করেন। এই দিনে ছোট বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একই সারিতে এসে আনন্দ উল্লাস করে। ঈদের দিনে সবাই পায়েস সেমাই পোলাও মাংস খেয়ে থাকে। সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর বাসায় ঘুরতে যায়। ঈদ শেষে সবাই আবার পরবর্তী ঈদের জন্য অপেক্ষা করে।


ঈদ আনন্দ


বছর ঘুরে নতুন করে,
ঈদ এল ঘরে ঘরে।
সবাই মিলে জামাত করে,
নামাজ পড়ব মসজিদ ঘরে।


নামাজ পড়ে মোনাজাত করে,
ফিরবে সবাই কোলাকুলি করে।
সেমাই খাবে বাসায় ফিরে,
খাবে মাংস পোলাও পেট ভরে।

পাবে সালামি সালাম করে,
যাবে সবার পকেট ভরে।
কাটবে সময় ঘুরে ফিরে,
আনন্দ আর উল্লাস করে।

ঈদের আমেজ ঘরে ঘরে,
ঘুরাঘুরি হবে সারাদিন জুড়ে।
দুঃখ কষ্ট সব দুর করে,
সবাই থাকবে সবার তরে।

ফিরবে সবাই দিনশেষে,
বন্ধু আত্মীয় সবাই মিলে।
থাকবে আবার অপেক্ষা করে,
কখন আসবে ঈদ বছর ঘুরে।

আশা করি আমার লেখা কবিতা আপনাদের পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বছর ঘুরে ঈদ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। আর ঈদের প্রকৃত আনন্দই হচ্ছে ঈদগায়ে একত্রিত হয়ে নামাজ আদায় করা। দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঈদ আনন্দ কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। আসলেই আমাদের কমিউনিটির অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে। যেগুলো পড়ে সত্যিই মন ভালো হয়ে যায়। ঈদের দিন সবাই মিলে নামাজ আদায় করে এবং মজার মজার খাবার খায়। আবার পরবর্তী ঈদের জন্য অপেক্ষা করে। যাইহোক কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ।

 2 years ago 

ভাইয়া ঈদের শুভেচ্ছা রইল শুরুতেই। ঈদ মোবারক । সব থেকে ভালো লাগলো যেটা সেটা হলো খুব চমৎকার ছন্দ মিলিয়ে কবিতাটা লেখার চেষ্টা করেছেন। আর ছন্দ মিলিয়ে পড়তে সব থেকে বেশি মজা লাগে আমার। আমি তো মুখে জোরে শব্দ করে পড়ছিলাম আপনার লেখা কবিতাটা। ভীষণ সুন্দর হয়েছে।

 2 years ago 

আমার কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঈদ মোবারক ভাইয়া।ঈদ আনন্দ নিয়ে দারুন একটি কবিতা আপনি লিখেছেন।পড়ে বেশ ভালোই লেগেছে।লাইনগুলো সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 87663.71
ETH 3042.50
USDT 1.00
SBD 2.75