রেন্ডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগlast year
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

সেদিন পরিবার নিয়ে ছোট বোনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। বোন বলল চল সবাই ছাদে যাই অনেক সুন্দর কিছু গাছ লাগানো হয়েছে। বিকেলে সবাই ছাদে ঘুরতে গেলাম। আমি ভাবিনি যে এত গাছ ছাদে লাগিয়ে রেখেছে। দেখে আমার খুব ভালো লেগেছে আর তাই অনেকগুলো ছবি তুলে রেখেছি। সেই ছবিগুলোর কিছু আপনাদের মাঝে শেয়ার করছি।

IMG_20230806_183455.jpg

IMG_20230806_183530.jpg

বাসার ছাদে হাঁটতে গিয়ে লেবু গাছে ঝুলে থাকা সুন্দর লেবুর দৃশ্য দেখে ছবি তুলে নিয়েছি। একদম গাঢ় সবুজ রঙের আবরণে ঢাকা। লেবু খুব পরিচিত একটি ফল। লেবুর অনেক রকমের ব্যাবহার আছে। কেউ এমনি ভাতের সাথে খায়, কেউ সালাদের সাথে খায়, কেউ আচার বানিয়ে খায়। গাছের ছাদে টবের মধ্যে লাগিয়ে রাখা হয়েছে। গাছের মধ্যে অল্প কয়েকটি লেবু ছিল।

IMG_20230806_183216.jpg

উপরে যে ছবি দেখতে পাচ্ছেন তা হচ্ছে পেঁপে গাছের ফুলের ছবি। পেঁপে গাছের ফুল দেখতে অনেকটা সাদা ফুলের মত আর মাঝে হলুদ ফুলের মত আছে। ছবিতে দেখা যাচ্ছে ছোট ছোট সুন্দর পেপেও ধরেছে। এই পেঁপে বড় হয়ে পাকলে খেতে অনেক সুস্বাদু হয়। ছাদে পেঁপে গাছ খুব একটা দেখা যায় না । যে লাগিয়েছে তার রুচি আছে বলে মনে হচ্ছে।

IMG_20230806_182807.jpg

উপরের ছবি আপনাদের সবার পরিচিত। এই ছবি কাঁচা মরিচের। মরিচগুলো দেখতে একদম সবুজ। পাতা আর মরিচের রং প্রায় কাছাকাছি হওয়ায় হঠাৎ করে বোঝা যায় না যে মরিচ না পাতা। যে লাগিয়েছে তাকে জিজ্ঞেস করায় বললেন যেভাবে কাঁচা মরিচের দাম বাড়ছে তাই কাঁচা মরিচ গাছ লাগিয়েছি। মরিচ তরকারি রান্না থেকে শুরু করে অনেকভাবেই ব্যাবহার করে খাওয়া যায়।

IMG_20230806_183049.jpg

IMG_20230806_183137.jpg

ডালিম আমার খুব পছন্দের একটি ফল। তবে অনেক বছর হলো গাছ থেকে পেরে ডালিম খাওয়া হয় না। উপরে শেয়ার করা ছবি হচ্ছে ডালিম ফুলের। ডালিম ফলে পরিণত হওয়ার আগে এরকম ফুল হয়। ফুল দেখতে একদম লাল হয় আর ফুলের মাঝে পাপড়ির মত থাকে। যাদের বাড়িতে ডালিম গাছ আছে তারা সবাই এই ফুল চিনে থাকবেন। ডালিম গাছের পাতা অনেক চিকন হয়।

IMG_20230806_183316.jpg

IMG_20230806_183421.jpg

উপরের ছবিগুলো হচ্ছে লাউ গাছের ডগা এবং লাউ ফুলের। বাসার ছাদে লাউয়ের এরকম চাষ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমার খুব ভালো লেগেছে দেখে যে বাসার ছাদেও লাউ চাষ করেছে। দেখে অনেক ভালো লেগেছে আমার। সেই ছোটবেলায় লাউ ফুল দেখেছি। অনেক বছর পর আবার দেখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।

IMG_20230806_182938.jpg

উপরের ছবিটি পেয়ারা গাছের ফুলের ছবি। পেয়ারা ফল সবাই চিনেন কিন্তু পেয়ারার ফুল হয়ত অনেকেই দেখেন নি। পেয়ারা পরিপক্ক হওয়ার আগে এরকম সাদা ফুল ফোটে। সেই ফুল ধীরে ধীরে ফলে পরিণত হয়।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়রেন্ডম ফটোগ্রাফি
whats3words locationhttps://what3words.com/budgeted.dwarves.probe
ক্রেডিট@miratek

আশা করি আমার ফটোগ্রাফি পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে পেঁপের ফুলের ফটোগ্রাফি এবং ডালিম এর ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ছাদের উপর চমৎকার বাগান করে ফেলেছেন এটা তো অসাধারণ, বোঝা যাচ্ছে আপনার বোন গাছের প্রতি বেশ অনুরাগ, খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলা।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি বেশ দুর্দান্ত কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পেঁপে ফুল দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাই।

 last year 

সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল ভাইয়া। এরকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার খুব ভালো লাগে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনি বিভিন্ন গাছের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এই ধরনের ফটোগ্রাফি গুলো কম বেশি সবাই অনেক পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না। আপনি ফটোগ্রাফি সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন এটা বেশি ভালো লেগেছে।

 last year 

ভাই আপনি আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেকটা গ্রামীণ পরিবেশের মত হয়েছে। আসলে লেবু পেঁপে কাঁচা মরিচ। এইসব জিনিস গুলো গ্রামে বেশি পাওয়া যায়। আপনি প্রতিটা ফটোগ্রাফি খুব চমৎকার ভাবে আপনার মোবাইলে ক্যাপচার করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এবার আপনার মাধ্যমে চমৎকার কিছু ফটোগ্রাফিগুলো দেখতে পেলাম। যা আমার কাছে ভিষণ ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61937.20
ETH 3004.64
USDT 1.00
SBD 2.49