ঈদ আয়োজনের পূর্ব প্রস্তুতি
হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।
এক মাস নিয়মিত রোজা রাখা অনেক কষ্টকর সেটা আমরা সবাই জানি। বিশেষ করে গরমের এই দিনগুলোতে কষ্টের মাত্রা আরো অনেক বেড়ে যায়। তবুও আমরা মহান আল্লাহতালার নৈকট্য লাভের আশায় নিয়মিত রোজা পালন করার চেষ্টা করি।
এক মাস কষ্ট করে রোজা পালন করার পর আমাদের ঈদের আনন্দ আসে। ঠিক সে কারণেই ঈদুল আযহার চেয়ে ঈদুল ফিতরের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। গ্রীষ্মের এই দিনগুলোতে রোজা রাখতে গিয়ে অনেকেই পানি শূন্যতায় ভোগে। তাই আমাদের সকলকে ইফতারের সময় সুষম পানীয় ও পুষ্টিসম্মত খাবার খাওয়া জরুরী।
ইফতারের পর চাহিদা মতো প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আসলে এই গরমে সুস্থ থাকার জন্য পানির কোন বিকল্প নেই। বছরের এই সময়ে তুলনামূলক গরম এবার অনেক বেশি। আজ আমার এলাকায় রেকর্ড চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তাই সকলের সচেতনতা অবলম্বন করা উচিত।
ঈদ উৎসবকে সামনে রেখে আমরা সবাই অনেক প্রস্তুতি গ্রহণ করি। আমিও তার ব্যতিক্রম নই। ঈদ আয়োজনের পূর্ব প্রস্তুতি হিসেবে পরিবারের সকলকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলাম। আসলে রমজানের শেষের দিকে ক্লান্ত শরীর নিয়েও আমরা কেনাকাটা করতে বেরিয়ে পড়ি।
ঈদের আনন্দ আসলে শুরু হয় তখন থেকেই। ঈদ সামনে রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা যে কেনাকাটা করি সেখানেই আসল আনন্দ। ঈদের দিন দুপুর গড়িয়ে গেলেই ধুম করে ঈদের আনন্দও শেষ হয়ে যায়। তাই আগে থেকেই ঈদের আনন্দ উপভোগ শুরু হয়।
- |
কাপড়ের মার্কেটে ঢোকার আগ মুহূর্তে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এটা অবশ্য খুব ভালো হয়েছে, তা না হলে অটো রিক্সার চাপে ঠিকমতো রাস্তা দিয়ে হাটা যায় না। এখন পুরো রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করা সম্ভব।
তাছাড়াও কাপড় দিয়ে রাস্তার উপরে ঢেকে দেয়া হয়েছে গরম থেকে রক্ষার জন্য। আসলে বর্তমানে সূর্য রশ্মি এতটাই প্রহর যে এই রোদ মাথায় নিয়ে কোনভাবেই কেনাকাটা করা সম্ভব নয়। আমার কাছে খুব ভালো লেগেছে এই উদ্যোগটি।
কেনাকাটার শুরুতে আমার মা ও শাশুড়ির জন্য কয়েকটি কাপড় পছন্দ করে নিয়েছিলাম। তারপর এক এক করে সেখান থেকে আরও বেশ কিছু কাপড় কেনা হয়েছিল। আমরা সাধারণত এই দোকানের নিয়মিত গ্রাহক। তাছাড়া আমার মা এই দোকান থেকে কেনাকাটা করতে অনেক স্বাচ্ছন্দ বোধ করেন।
ঈদ আয়োজনের পূর্ব প্রস্তুতি নিয়ে বাকি লেখাটুকু পরের দিন শেয়ার করব।
বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
যেভাবে গরমের তীব্রতা বেড়েছে অনেক ভয় লাগে শপিংয়ে যেতে।
আর শপিংমল গুলোতে এত পরিমাণ মানুষের ভিড় দেখলেই যেন গা শিহরিয়ে ওঠে।
যাহোক নতুন জামা কাপড় ছাড়া যেহেতু আমাদের ঈদ অপূর্ণ থেকে যায় কেনাকাটা তো করতেই হবে আপনি তো দেখছি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন কেনাকাটা করতে গিয়ে।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাঁ ভাই যে পরিমান গরম তাতে রজার রাখা অনেকটা কষ্টের ৷ বিশেষ করে বিগত কিছু দিন যাবৎ চলছে প্রচুর গরম আর রোদ ৷ যা হোক আর মাত্র কয়েকদিন বাকি ঈগের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উৎসব ৷ পরিবার নিয়ে অনেক আনন্দ সবমিলে ভালই লাগে ৷ আপনার ঈগের কেনাকাটা মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো ভাই ৷
ঈদ আয়োজনের পূর্বে সকলেই একটা প্রস্তুতি গ্রহণ করে আসলে এ কেনাকাটা সকলেরই থাকে সকলেই ঈদের শুরুতে কেনাকাটা করতে থাকে। আপনিও তাদের ব্যতিক্রম কেউ নয় নের পূর্বে কেনাকাটা শুরু করে দিয়েছেন বিশেষ করে আপনার মা এবং শাশুড়ির জন্য কাপড় কিনেছেন জেনে খুবই ভালো লাগলো। পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে।
ইফতারের পরে তো আমার কোন কিছুই করতে ইচ্ছা হয় না আপনি তো দেখছি কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছেন। আসলে বর্তমানে কয়েকদিন যাবত এত বেশি পরিমাণে গরম পড়তে শুরু করেছে নিজের প্রস্তুতি নেয়া হচ্ছে না।
ঈদ আয়োজনের পূর্বে আসলে সবারই একটা প্রস্তুতি থাকে । আর সেই প্রস্তুতি হচ্ছে কেনাকাটা। প্রচন্ড গরম এই গরমে সাহস পাচ্ছি না কেনাকাটা করতে।
আপনি কেনাকাটা করতে বেরিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার মা ও শাশুড়ির জন্য কিছু কিনেছেন সেটাও জেনে ভালো লাগলো। পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ ভাই আপনাকে।