১০ স্টিম পাওয়ার বৃদ্ধি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগের বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

Picsart_23-04-12_22-58-35-878.jpg

প্রতি সপ্তাহের মতো আজকের দিনে আমি একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে এসেছি। পাওয়ার আপ করতে আমি খুব ভালোবাসি। তাই প্রতি সপ্তাহে একবার হলেও আমি পাওয়ার আপ করি। টার্গেট ডিসেম্বর সিজন থ্রিতে আমি আমার নির্দিষ্ট লক্ষ্য মাত্রা স্থির করে নিয়েছি।

আমি ডিসেম্বর মাসের মধ্যে ডলফিন হওয়ার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সকলেই জানি পাওয়ার আপের গুরুত্ব কতখানি। আমারা যদি স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাই তাহলে পাওয়ার আপ করতেই হবে।

আমার লক্ষ্যমাত্রা পূরণের জন্য নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এগিয়ে যাওয়া উচিত। যাইহোক আর কথা না বাড়িয়ে আমার পাওয়ার আপ প্রক্রিয়ার দিকে চলে যাই।

IMG_20230517_234915.jpg

আজ আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্টিম আছে আমি সেখান থেকে ১০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ১২.১৩৯ স্টিম এবং স্টিম পাওয়ার আছে ৩৪৫০.১১৫ স্টিম।

IMG_20230517_234847.jpg

IMG_20230517_234829.jpg

প্রথমে স্টিমের উপরে ক্লিক করে power up সিলেক্ট করেছি। যেহেতু আমি ১০ স্টিম পাওয়ার আপ করতে চাই তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি। তারপর power up অপশনে ক্লিক করব।

IMG_20230517_234806.jpg

power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে। এখন ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করতে হবে।

IMG_20230517_234739.jpg

ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ২.১৩৯ স্টিম এবং স্টিম পাওয়ার হয়েছে ৩৪৬০.১১৫ স্টিম।

১০ স্টিম পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে ৩৪৬০.১১৫ স্টিম হয়েছে। আমি এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিনিয়ত পাওয়ার আপ করছি। পরিমাণে অল্প হলেও নিয়মিত পাওয়ার আপ করে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি।

স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাইলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। প্রতি সপ্তাহে নিয়মিতভাবে পাওয়ার আপ করতে হবে। নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা না থাকলে কোন কাজে সফল হওয়া যায় না। তাই প্রথমত আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। প্রার্থনা করছি প্রত্যেকেই ডিসেম্বর সিজন থ্রিতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"


https://steemitwallet.com/~witnesses




VOTE @bangla.witness as witness
witness_proxy_vote.png
OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টার্গেট ডিসেম্বর সিজন ৩ শেষ হওয়ার আগে আপনি আজকে আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে শেয়ার করেছেন। এই সপ্তাহে পাওয়ার আপ এর মাধ্যমে নিজের সক্ষমতাকে আরো একধাপ বাড়িয়ে নিয়েছেন। এভাবে এগিয়ে যান অবশ্যই নিজের ধারাবাহিকতা বজায় রেখে তাহলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

 last year 

আপনি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করেন জেনে ভালো লাগলো। এভাবে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করলে এই ডিসেম্বরের মধ্যে আপনি অবশ্যই ডলফিন হয়ে যেতে পারবেন। পাওয়ার আপ আসলে আমাদের জন্য খুবই জরুরী। শুভকামনা রইল আপনার জন্য। আপনি যেনো আপনার লক্ষ্যে খুব দ্রুতই পৌঁছে যেতে পারেন।

 last year 

আপনি নিজের ধারাবাহিকতা বজায় রেখে এভাবে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি যদি প্রতিনিয়ত এভাবে অল্প অল্প পাওয়ার আপ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই প্রতিনিয়ত পাওয়ার আপ করতে থাকুন।

 last year 

দীর্ঘমেয়াদে কাজ করে যেতে হলে অবশ্যই পাওয়ার আপ করা জরুরি। তার পাশাপাশি নিজের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে সবাই নিজেদের উদ্যোগে পাওয়ার আপ করে গেলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

 last year 

নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করতে হবে। নিজের ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি সবসময় অল্প অল্প পাওয়ার আপ করেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান তাহলে খুব তাড়াতাড়ি লক্ষ্য পৌঁছাতে পারবেন। এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী কাজের জন্য এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পাওয়ার আপ এর বিকল্প অপরিসীম। আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনাটাই করছি।

 last year 

আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। এতে করে আপনার আইডির সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ৩৪৬০+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে প্রথম ডলফিন অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68608.23
ETH 2448.10
USDT 1.00
SBD 2.41