বাবা মা হারানো এক অনাথ শিশুর জীবন

in আমার বাংলা ব্লগ3 months ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম । কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা ভালো আছেন । আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি গল্প শেয়ার করতে চলেছি, যে গল্পটি একটি অনাথ শিশুকে নিয়ে । একটি অনাথ শিশুর জীবন কাহিনী, যেটি আজকে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য আমি আমার এই ছোট্ট পোস্টটি আপনাদের সাথে শেয়ার করছি ।

আমরা সবাই জানি ব্লগিং বর্তমান সময়ে একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে, যেখানে মানুষ তাদের চিন্তা ও অভিজ্ঞতা শেয়ার করতে পারে । তাই আজকের এই পোস্টে আমি একটি হৃদয়স্পর্শী গল্প শেয়ার করব । যেখানে একটি অনাথ শিশুর জীবন সংগ্রামের কথা বলব । অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন আপনাদের ভালো লাগবে ।

kostiantyn-li-9-Mi6FjLys4-unsplash.jpg
Src

আজকে চরিত্রে যে ছেলেটির কথা আমি বলব যে অনাথ শিশুটির কথা এবং জীবন কাহিনী তুলে ধরব সেই ছেলেটির নাম রুবেল । ছোট্ট রুবেলের জীবনটা অন্য দশটা শিশুর মত ছিল না । খুব ছোট বেলাতেই সে তার বাবা- মাকে হারিয়ে একেবারে একা হয়ে যায় । সেই সময় রুবেলের বয়স মাত্র পাঁচ বছর । বাবা- মা দুজনেই এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যান । এই দুর্ঘটনার পর রুবেলের জীবনটা একেবারে ওলট- পালট হয়ে যায় । কারণ তার বয়স সবে মাত্র পাঁচ বছর সে ঠিকভাবে বুঝতেই শিখেনি কোনটা ভালো আর কোনটা মন্দ আর এমন সময় তার জীবনে ঘটে গেল এমন দুর্ঘটনা যেটা রুবেলের জন্য মোটেও সহজ ছিল না ।

অনাথ রুবেলকে তার আত্মীয়- স্বজন কেউই গ্রহণ করতে চায়নি । সবার কাছে সে ছিল একটা বোঝা । এটি একেবারেই বাস্তব যদি আপনি অনাথ হয়ে যান, আর আপনার সাহায্য করার মত কেউ না থাকে । তখন আপনার নিজের লোকেরাই আপনাকে দুর দুর করে তাড়িয়ে দেয়, তারা ভাবতে থাকে আপনি তাদের বোঝা হয়ে থাকবেন । তাই কেউ কোনভাবেই গ্রহণ করতে চায় না, আর ঠিক তেমনটাই রুবেলের সাথে ঘটলো ।

শেষ পর্যন্ত গ্রামের এক দম্পতি, যারা নিজেদের সন্তান হারিয়েছিল, রুবেলকে তাদের ঘরে আশ্রয় দেয় । এই দম্পতির নাম ছিল রহমান চাচা আর আমেনা চাচি । তারা রুবেলকে নিজের সন্তানের মত ভালবাসতে লাগলেন । কথায় আছে না এই দুনিয়াতে যার কেউ নেই তার উপরওয়ালা রয়েছে তাই তো সেই উপরওয়ালার আদেশেই এমন দুজন ভালো মানুষের সাথে রুবেলের সংযোগ হয়ে গেল । রহমান চাচা ছিলেন একজন কৃষক । রুবেল ছোটবেলা থেকেই চাচার সাথে মাঠে কাজ করতে যেত । মাঠে কাজ করতে করতে রুবেলের অনেক কিছু শেখা হয়ে যায় । চাচা- চাচি তাকে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেয় । রুবেল ছিল খুবই মেধাবী । সে পড়াশোনায় খুব ভালো করত এবং শিক্ষকরা তাকে খুব পছন্দ করত ।

রুবেলের মনে সবসময় একটা স্বপ্ন ছিল, বড় হয়ে সে অনেক বড় মানুষ হবে এবং তার বাবা- মায়ের স্বপ্ন পূরণ করবে । এ স্বপ্ন তাকে সবসময় এগিয়ে নিয়ে যেত । স্কুলের পর কলেজে ভর্তি হওয়ার সময় আসে । রুবেল তার চাচা- চাচির সহযোগিতায় কলেজে ভর্তি হয় । সে খুব পরিশ্রম করত এবং সবসময় ভালো ফলাফল করত । একদিন কলেজের এক শিক্ষকের পরামর্শে রুবেল একটা স্কলারশিপের জন্য আবেদন করে । ভাগ্যক্রমে, সে সেই স্কলারশিপ পেয়ে যায় এবং ঢাকার একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায় । এই সুযোগ পেয়ে রুবেলের চোখে জল এসে যাই । সে তার চাচা- চাচির পা ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের আশীর্বাদ নিয়ে ঢাকায় চলে আসে ।

annie-spratt-fyayRabRpls-unsplash.jpg
Src
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে করতে রুবেল আরও কঠোর পরিশ্রম করতে থাকলো । তার লক্ষ্য ছিল তার বাবা- মায়ের স্বপ্ন পূরণ করা । এভাবেই সে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো নম্বর নিয়ে পাস করে বেরিয়ে এলো । এখন তো আর পড়াশোনা শেষ এখন তার দায়িত্ব সে একটি চাকরি করবে আর ভাগ্যক্রমে একটি ভালো চাকরি পেয়ে গেল রুবেল, তখন রুবেল ভাবল গ্রামে তো তার চাচাতি রয়েছে তারাই তো তাকে মানুষ করেছে এখন তো আমি ভালোই ইনকাম করছি কেন নয় আমি তাদেরকে আমার এখানে নিয়ে আসি তারা অনেক পরিশ্রম করেছে জীবনে এখন একটু বিশ্রাম করো । তাই রুবেল তার চাচা- চাচিকে শহরে নিয়ে আসে । তাদের জন্য একটি সুন্দর বাড়ি বানায় এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত করে ।

রুবেলের জীবন সংগ্রামের গল্প আমাদের শেখায় যে, কঠিন সময়েও স্বপ্ন এবং পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি । রুবেলের মত হাজারো অনাথ শিশু আমাদের আশেপাশে আছে, যাদের আমাদের সাহায্য এবং ভালবাসা প্রয়োজন । আসুন, আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং তাদের জীবনকে সুন্দর করে তুলি ।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

আপনার লেখা গল্পটি অনেক বাস্তবধর্মী ও অনুপ্রেরণামূলক হয়েছে ভাইয়া। সুন্দর গল্প শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

মন ছুয়ে গেলো ভাইয়া আপনার গল্পটি পড়ে।আসলে সমাজে ভালো মানুষ আছে বলেই পৃথিবী টা এতো সুন্দর ও টিকে আছে।রুবেল বাবা মা হারা অনাথ শিশু। রুবেল যতোই মেধাবী হোক না কেন রহমান চাচা ও আমেনা চাচি যদি রুবেলকে ঠাই না দিতো রুবেলের আত্নীয় দের মতো যদি বোঝা মনে করতো তাহলে রুবেলের আর এতদূর আসা হতো না নিজের সপ্ন পূরণ করতে পারতো না অকালেই ঝড়ে পড়তো।রুবেল প্রতিষ্ঠিত হয়ে পালিত বাবা মায়ের কথা ভেবেছে ও শহরে নিয়ে গিয়েছে জেনে ভীষণ ভালো লাগছে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 62094.48
ETH 2416.53
USDT 1.00
SBD 2.56