যে একবার ধোঁকা দিতে পারে - সে বারবার ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো পোস্টটি আপনারা পড়লে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন।

বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেটা আমরা অহরহ আমাদের সামনের মানুষের কাছ থেকে পেয়ে থাকি, সেটা হল ধোকা। আমাদের জীবনে এমন অনেকেই রয়েছে যাদের কাছ থেকে আমরা এই ধোঁকা পেয়ে থাকি। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যদি একজন ব্যক্তি বা একজন মানুষ আপনাকে একবার ধোকা দেয়, এটা মনে রাখবেন সে আপনাকে বারবার ধোকা দেওয়ার ক্ষমতা রাখে।

lightbulb-1994881_1280.jpg
Src

আমাদের দৈনন্দিন জীবনের নানা পর্যায়ে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই, অনেকের সাথে বন্ধুত্ব ও কাছের সম্পর্ক গড়ে তুলি। এই সম্পর্কগুলোর মধ্যে সবসময়ই বিশ্বাস এবং সততার গুরুত্ব অনেক বেশি বেশি থাকে। কিন্তু, যখন কেউ আমাদের একবার ধোঁকা দেয়, তখন তার ওপর থেকে সেই বিশ্বাস উঠে যায়। আমাদের কীভাবে সেই ধরনের পরিস্থিতি সামলানো উচিত। এবং কোন কোন পদক্ষেপগুলি গ্রহণ করলে আমরা এই ধোঁকা খাওয়া থেকে বাঁচতে পারি তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা শেয়ার করলাম।

আমাদের জীবনে ধোঁকা দেয়া মানে হলো কাউকে ভুল পথে চালিত করা বা তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা। যারা ধোঁকা দেয়, তারা সাধারণত নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কাজ করে। তাদের মনোভাব এবং চিন্তাধারা এমনভাবে গড়ে ওঠে যে, তারা যে কোন মূল্যে নিজেদের লাভবান দেখতে চায়। একবার কেউ যখন ধোঁকা দেয়, তখন সে তার ধোঁকা দেয়ার ক্ষমতা প্রমাণ করে। ফলে, ভবিষ্যতেও সে একই কাজ বারবার করার ক্ষমতা রাখে তাই ওই ধরনের ব্যক্তি থেকে আমাদের সব সময় এড়িয়ে চলা উচিত।

আমরা সবাই জানি আমাদের জীবনে যদি কেউ একবার ধোঁকা দেয় সেটি আমাদের সম্পর্কের মধ্যে একটি বড় ফাটল ধরিয়ে দেয়। কারণ আমাদের এই ছোট্ট জীবনে বিশ্বাস খুবই মূল্যবান এবং এটি খুব সহজে ভেঙে যায় । যখন কেউ আমাদের ধোঁকা দেয়, তখন তার ওপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়। আমরা বুঝতে পারি যে সে বারবার আমাদের ধোঁকা দিতে পারে এবং আমরা এটা বুঝতে পারি সে কখনোই আমাদের সাথে সৎ থাকতে পারবে না।

আমাদের সমাজে গুরুত্বপূর্ণ গুণী ব্যক্তি জন মনে করেন যে, ধোঁকা দেয়া একধরনের মানসিক সমস্যা। যারা একবার ধোঁকা দেয়, তাদের মনে ধোঁকা দেয়ার প্রতি একটি প্রবণতা থেকে যায়। তারা তাদের কাজের ফলাফল নিয়ে খুব একটা চিন্তিত হয় না এবং অন্যকে কষ্ট দেয়ার মধ্যেও তাদের কোনও দ্বিধা থাকে না। তাই একবার ধোঁকা দেয়া ব্যক্তি আবারও ধোঁকা দিয়ে থাকবে এটা স্বাভাবিক।

exam-5893785_1280.png
Src

ধোঁকা দেয়ার ফলে সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। পরিবার, বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক- যেকোন ক্ষেত্রেই ধোঁকা দেয়া সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। একবার কেউ ধোঁকা দিলে, তার ওপর বিশ্বাস রাখা কঠিন হয়ে যায়। ফলে সম্পর্কটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং শেষমেশ ভেঙে যায়।

যখন আমরা বুঝতে পারি যে কেউ আমাদের ধোঁকা দিয়েছে, তখন আমাদের উচিত সেই সম্পর্ক থেকে সাবধান হওয়া। কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি, যে ব্যক্তি একবার ধোঁকা দিয়েছে, তার ওপর সবসময় সতর্ক থাকতে হবে।

অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মানুষ ভুলবশত আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। আর যখন সে বুঝতে পারে আমি তার সাথে অন্যায় করেছি। সে পুনরায় আমাদের আগের সম্পর্কে ফিরে আসতে অনেক কাকুতি মিনতি করে। যদি আপনি মনে করেন তাকে একবার সুযোগ দেওয়া উচিত, এবং ওই ব্যক্তিকে ধোঁকা দেয়ার পরে আপনি যদি আপনাদের সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে নতুন করে বিশ্বাস গড়ে তোলার চেষ্টা করতে হবে তাকে। সেটি আপনি তখন নিজেই বুঝতে পারবেন আর তখনই তাকে আপনি আপনার সম্পর্কে জড়াতে পারবেন।

question-5663412_1280.png
Src

ধোঁকা দেয়া ব্যক্তির সাথে খোলা মনে আলোচনা করতে হবে এবং তার ধোঁকা দেয়ার কারণ জানতে হবে। সম্পর্কের মধ্যে সীমা নির্ধারণ করতে হবে, যাতে ধোঁকা দেয়ার প্রবণতা কমে।

একবার ধোঁকা দেয়া ব্যক্তি বারবার ধোঁকা দেয়ার ক্ষমতা রাখে। তাই আমাদের উচিত এমন মানুষের থেকে সাবধান থাকা এবং সম্পর্কের মধ্যে সততা ও বিশ্বাস বজায় রাখা। জীবনে সফল এবং সুখী হতে চাইলে সম্পর্কের মধ্যে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধোঁকা দেয়া মানে সম্পর্কের মধ্যে বিষ ঢালা, যা কখনোই সম্পর্ককে মজবুত করতে পারে না। সুতরাং, আমাদের উচিত সবসময় সততা বজায় রাখা এবং অন্যকে ধোঁকা না দেয়া।

আশা করি বন্ধুরা ধোকা সম্পর্কে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম আর এই তথ্যগুলোর মধ্য থেকে আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন আসলে কোন কোন মানুষ থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। যাহোক বন্ধুরা, আজকের কথাগুলো ভাল লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আসলে যে মানুষগুলো আমাদেরকে দিনশেষে ধোঁকা দেয়, সেই মানুষগুলো একসময় আমাদের অনেক বেশি আপন ছিল। সব থেকে কাছের মানুষগুলোই দিনশেষে ধোঁকা দিয়ে থাকে। আর যে মানুষ আমাদেরকে একবার ধোঁকা দেয়, সেই মানুষ আর যে ধোঁকা দেবে না এটার কোন গ্যারান্টি নেই। কারণ একজন মানুষ একবার ধোঁকা দিতে পারলে, বারবার দিতে পারবে। কারণ সে সেই ক্ষমতা রাখে। আমরা যদি অন্যদেরকে ধোঁকা না দিই, তাহলে আমরা অন্যদের আপন হয়ে থাকতে পারবো। সব সময় ভালোভাবে থাকা দরকার। অন্যদেরকে ধোঁকা না, অন্যদের আপন হওয়া দরকার।

 last month 

আমিও ভাই এই কথাটা বিশ্বাস করি, যে একবার ধোঁকা দিতে পারে সে বারবারও ধোঁকা দিতে পারে। একবার কোনো মানুষ ধোঁকা দিলে তাকে বিশ্বাস করা খুবই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আমাদের এরকম ধরনের মানুষের থেকে নিজেদের দূরে রাখাই ভালো, সেটা না হলে বিপদের মধ্যে পড়তে আমাদের আর বেশি সময় লাগবে না। তাছাড়া, এটা আপনি ঠিক কথা বলেছেন ভাই, জীবনে সফল হতে গেলে সম্পর্কের মধ্যে বিশ্বাস অত্যন্ত জরুরী। আমাদের নিজেদের সৎ ভাবে চলা উচিত এবং কাউকে ধোঁকা না দেওয়ার মানসিকতা নিজেদের মধ্যে আনা উচিত। বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন ভাই আপনি এই পোস্টটির মাধ্যমে যা পড়ে বেশ ভালো লাগলো।

 last month 

আমরা আমাদের চলার পথে অনেক মানুষের সাথে পরিচিত হই। আর অনেক মানুষকে বিশ্বাস করি। অনেককে বিশ্বাস করে অনেক আপন করে নেই। কিন্তু দিন শেষে তারাই ধোঁকা দিয়ে যায়। আর সেসব মানুষকে আবারও বিশ্বাস করে ঠকে যেতে হয়। আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভালো লাগলো ভাইয়া। দারুন লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67144.34
ETH 3517.40
USDT 1.00
SBD 2.69