আমার বাংলা ব্লগ:- দৈনন্দিন জীবন নিয়ে ছোট্ট একটি কবিতা উপস্থাপন

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম সুন্দর কিছু উপস্থাপন করতে, আশা করি আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে।

tim-bogdanov-4uojMEdcwI8-unsplash.jpg
Src

আজকে আমি আপনাদের মাঝে আমাদের জীবন সম্পর্কিত কিছু কথা শেয়ার করব, কবিতার মতো করে। আশা করি কবিতার ছন্দে ছন্দে কথাগুলো আপনাদের ভালো লাগবে।

আমাদের জীবনে সব সময় কোন না কোন সমস্যা লেগেই থাকে। একটা সমস্যা থেকে বের হতে না হতেই আমাদের সামনে অন্য একটি সমস্যা হাজির হয়ে যায়। তারপরও আমাদের জীবন এভাবে বয়ে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আর এভাবেই বয়ে চলবে।

জীবনের এই টানাপোড়া কবে যে শেষ হবে কেউ বলতে পারে না। বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি আপনার জীবনের প্রতিটি সময় সঠিকভাবে উপভোগ করতে পারছেন। দেখবেন কোন না কোন কারণে আপনি সবসময় ব্যস্ততার মধ্যে থাকেন, সময়ের সাথে তাল মিলিয়ে আপনি চলতে থাকেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।

saksham-gangwar-gPnovpRp0S8-unsplash.jpg
Src

তাইতো কবিতার ছন্দে আমাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না কিভাবে সমস্যার স্রোতে ভেসে চলেছে, তা কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করছি।

জীবনের ছন্দে ছন্দে

জীবন মানে সুখ-দুঃখের পালা,
কখনো হাসি, কখনো কান্নার মেলা।
সমস্যার স্রোতে ভেসে চলি,
নতুন আশার আলো খুঁজি,
নিত্য প্রতি পলিতে।

সমস্যার বাঁধা কাটিয়ে উঠি,
অবিরাম চলি, স্বপ্নে মত্ত থাকি।
দিনের পর দিন, মাসের পর মাস,
বছরের পর বছর বয়ে চলে জীবনের তিরে।

এভাবেই তো জীবনের স্রোত,
প্রতিনিয়ত আমরা খুঁজি শান্তির হাত।
প্রতিটি মুহূর্ত উপভোগের তরে,
বুকে হাত দিয়ে বলি, এটাই জীবন,
এটাই স্বপ্নের পথ।

বন্ধুরা প্রতিদিনের জীবন দশা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে। কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

আমি আমার এই পোস্টের ১০% বেনিফিশিয়ারি @shy-fox কে দিলাম

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কবিতা আবৃতি করে। বেশি দারুণ লিখেছেন আপনি কবিতাটা। এক কথায় অসাধারণ ছিল আপনার লেখা কবিতা। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

জীবন মানেই সংগ্রামের উত্তাল সাগর
কখনো চঞ্চলতা-কখনো নিস্তব্ধতা
বেঁচে থাকার অদম্য আকুলতা
সুখের স্পর্শের চরম ব্যাকুলতা।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কবিতার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া প্রতিটি মানুষের জীবনে সমস্যা লেগেই থাকে। সমস্যা যেন কোন অন্ত নেই। এই সমস্যার সমাধান করতে করতে একসময় দেখা যায় জীবনের সময় শেষ হয়ে যায়। তারপরও আমাদের এভাবেই চলতে হয়। যাই হোক আপনার আজকের কবিতাটি খুব বাস্তবসম্মত লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52