আমার বাংলা ব্লগ: অজানা এক সুন্দর সাদা ফুলের কিছু ফটোগ্রাফি🌹🌹

in আমার বাংলা ব্লগlast month (edited)

শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই, অবশ্যই আপনারা অনেক ভাল আছেন। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি, আজকে সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চলে আসলাম, আজকে আপনাদের মাঝে কয়েকটি ফুলের ছবি শেয়ার করব, আশা করি এই ফুলের ছবিগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

যে ফুলগুলোর ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ফুলগুলো অনেক ছোট আকারের, কিন্তু মোবাইল দিয়ে উঠিয়েছি অনেক কাছ থেকে যার জন্য অনেক বেশি বড় লাগছে, আর যে ফুল গুলো ছবি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। এই ফুল সচরাচর মানুষ খুব কমই চেনে, কারণ এটি বনের জঙ্গলে হয়ে থাকে।

IMG_20240428_234741.jpg

হঠাৎ করেই কাজ থেকে আসার পর ভাবলাম আজকে কি বিষয়ে পোস্ট করা যায়, তো চোখের সামনে দেখলাম ছোট্ট এই জঙ্গলের গাছের ভেতরে ছোট ছোট সাধারণের ফুল ফুটেছে। ভাবলাম দুই তিনটা ছবি উঠায়, আর আজকে আপনাদের সাথে শেয়ার করি।

যে ফুল গুলির ছবি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সেই ফুলের ছোট্ট কিছু বর্ণনা:- সাদা রঙের ছোট্ট একটা সুন্দর ফুল, যেটি সাদা পাপড়ির মাঝে বেগুনি সৌন্দর্যে ভরা একটা ন্যাচারাল সাদা ফুল।

IMG_20240428_162003.jpg

প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে, এটি এক সুন্দর ফুল তার অস্তিত্বের কথা যদি বলেন এটি কোথাও খুঁজে পাবেন না, একমাত্র বনে জঙ্গলের ছাড়া, সাদা পাপড়ির মাঝে বেগুনি রঙের কেন্দ্র নিয়ে এই ফুলটি যেন এক রহস্যময় সৌন্দর্যের প্রতীক। এই ফুলটি দেখবে তার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। যদি এই ফুলের নাম আমার কাছে জিজ্ঞেস করেন? আমি বলতে পারবো না, কারন আমি নিজেও এই ফুলের নাম জানিনা, এই ফুলের প্রতিটি পাপড়ি যেন এক একটি ক্যানভাস, যেখানে প্রকৃতি তার শিল্পীত হাতের ছোঁয়া দিয়েছে। এমন আকৃতিতে তৈরি হয়েছে, যে আকৃতি অনেক কম দেখা যায় অনেক ফুলের মাঝে।

IMG_20240428_161911.jpg

বাগানের কোণে বা বন্য পরিবেশে এই ফুলের সৌন্দর্য যেন এক অন্য মাত্রা যোগ করে। এর সাদা পাপড়ির মাঝে বেগুনি কেন্দ্র যেন এক অদ্ভুত আকর্ষণের উৎস, যা প্রজাপতি এবং মৌমাছির মতো পরাগণকারীদের আকর্ষণ করে। এই ফুলের সৌন্দর্য শুধু চোখের জন্য নয়, এর মিষ্টি সুগন্ধ বাতাসে মিশে প্রকৃতির সঙ্গীত রচনা করে। ছোট্ট হলেও এই ফুলের সুগন্ধ অনেক বেশি আকর্ষণীয়, এবং এটি যদি বাড়ির আনাচে-কানাচে থাকে অনেকটা সুগন্ধে ভরে যায়।

IMG_20240428_162026.jpg

এই ফুলের বিশেষত্ব হলো এর সহজলভ্যতা এবং বিভিন্ন পরিবেশে বেড়ে ওঠার ক্ষমতা রয়েছে। কারণ এটি যে কোন পরিবেশে খুব সহজে মানিয়ে নিতে পারে, যদি আপনি চান এই ফুলের বাগান তৈরি করতে? তাহলে এটি বাগানের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি, বাড়ির ভেতরের ফুলদানিতেও এক অনন্য সজ্জা হিসেবে কাজ করবে। এর সাদা এবং বেগুনি রঙের সমন্বয় যে কোনো স্থানে এক শান্তির আবহ সৃষ্টি করে।

IMG_20240428_161935.jpg

প্রকৃতির এই অনন্য সৃষ্টি আমাদের জীবনে সৌন্দর্য এবং আনন্দ বয়ে আনে। এই সাদা ফুলের মাঝে বেগুনি কেন্দ্র যেন প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের মনে এক শান্তির অনুভূতি জাগায়।

যাইহোক বন্ধুরা আপনার মাঝে উপরে যে কয়েকটি ফুলের ছবি আমি শেয়ার করেছি, আশা করি আপনাদের ভাল লাগবে. ভাল লাগলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc-1.png

প্রত্যেকটি ছবি আমিআমার মোবাইল দিয়ে উঠিয়েছি
মূল বিষয়ফুলের ফটোগ্রাফি
স্থানমালয়েশিয়া
ডিভাইসvivo y76
ক্যামেরাফিফটি মেগাপিক্সেল
ছবি উঠিয়েছে@mamun123456

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png
আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এই ফুলটা আমারও অচেনা। এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। বেশ ভালো লাগলো অচেনা একটি সাদা ফুল আমাদের মাঝে ফটোগ্রাফি করে শেয়ার করেছেন দেখে। আশা করব এভাবে অচেনা অজানা বিভিন্ন কিছু আমাদের মাঝে শেয়ার করবেন।

 last month 

না মনে হয় দেখেননি কারণ যেহেতু এটি একটি বনে জঙ্গলে ফুটে থাকা ফুল তাই সচরাচর এটা দেখা যায় না ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে।

 last month 

সাদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে আমার। একই সাথে খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছেন। আপনি আগামীতে চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন দৃশ্যের আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করতে। তাহলে ফটোগ্রাফির পোস্টটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

 last month 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য অবশ্যই আমি চেষ্টা করব এমন ধরনের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার আসলে খুব একটা বাহিরে বের হওয়া করে না তাই ফটোগ্রাফি করা হয় না তারপরও চেষ্টা করি যতটুকু সময় পায়।

 last month 

ভাইয়া আপনি বাড়ির পাশেই জঙ্গল থেকে খুবই চমৎকার একটি সাদা বন্য ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলটি দেখে মনে হচ্ছে এর আগে আমি দেখেছি কিন্তু এই মুহূর্তে তা মনে পড়ছে না। ফুলটি যেহেতু সুভাস ছড়াতে পারে তাহলে এই ফুল বাড়িতে লাগালে ভালোই হবে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য হ্যাঁ আসলে ফুলগুলো ছোট হলেও অনেক সুগন্ধ ছড়ায়।

 last month 

অজানা এক সুন্দর সাদা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। এই ফুলগুলো দেখা জঙ্গলেই মেলে। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনার মাধ্যমে ফুলগুলোর ছবি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

চেষ্টা করেছি একটু বিস্তারিত বলার ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68145.39
ETH 3732.87
USDT 1.00
SBD 3.65