অবশেষে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার এর সেই কাঙ্খিত ট্যাগ অর্জন
আসসালামু আলাইকুম
সবাই ভাল আছেন নিশ্চয়। আমিও বেশ ভাল আছি।
বন্ধুরা আজ আমি বেশ বেশ বেশ আনন্দিত। কারন প্রায় ৫মাস পরিশ্রম করার পর আজ আমি আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ট্যাগ পেলাম। আজ আমার প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার আমাকে তাদের ভেরিফাইড মেম্বার করে নিয়েছে। তাই আমি ধন্যবাদ ও ভালবাসা জানাতে চাই আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে। ধন্যবাদ জানাতে চাই সম্মানিত ফাউন্ডার @rme দাদা কে। আরও ধন্যবাদ জানাতে চাই সম্মানিত এডমিন, মডারেটরগন কে। যাদের ছড়ানো জ্ঞান ও মেধা নিয়ে আমি আজ এখানে। তাই বলব আমার আজকের এই সাফল্য আমার না। আজ এই সাফল্যের পুরোটাই আমি দিতে চাই আমার বাংলা ব্লগ পরিবার কে।
বন্ধুরা বেশকিছু দিন আগের কথা আমি সবেমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স এর উপর দক্ষতা অর্জন করলাম। সরকারি চাকুরীর পাশাপাশি নিজেকে দক্ষ করে গড়ে তোলাই আমার উদ্দেশ্য ছিল। তখন আমি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি। সেই ইউটিউব চ্যানেলটি তৈরি করতে আমাকে ইউটিউবে প্রায় অনেক সময় ব্যয় করতে হয়েছে। কারন আমার চ্যানেল এর জন্য কপিরাইট ফ্রি গান ও কনটেন্ট প্রয়োজন ছিল। এরই মধ্যে একদিন আমার চোখে পড়ে Steemit নামক একটি ব্লকচেইন ব্লগ সাইটের নাম। তাই তখন কিছুদিন নাড়াচাড়া করে আমি Steemit -এ একটি একাউন্ট করে কয়েকটি কমিউনিটিতে আমার পরিচিত মূলক পোস্ট দিলাম। ধীরে ধীরে জানতে পারি এখানে আরও একটি কমিউনিটি আছে যেখানে আমি আমার মাতৃভাষায় আমার মনের আবেগ অনুভুতি দিয়ে আমার সৃজনশীলতা কে কাজে লাগাতে পারবো।আর সেই কমিউনিটিটির নাম আমার বাংলা ব্লগ। তাই আমি সাথে সাথে এই কমিউনিটির নিয়ম কানুন জানার চেষ্টা করি।
পরবর্তীতে আমি নতুন মেম্বার হওয়ার নিয়ম অনুযায়ী আমার প্রথম পরিচিতি মূলক পোস্ট প্রদান করি। তার কিছুদিন পর আমার বাংলা ব্লগের সম্মানিত ফাউন্ডার, এডমিন প্যানেল এবং মডারেটরগন আমার ভাইভা গ্রহণ করে আমাকে কমিউনিটি তে নিউ মেম্বার হিসাবে স্বীকৃতি প্রদান করে।
এই নিউ মেম্বার ট্যাগ পাওয়ার ফলে আমার এবিবি ক্লাস এর যাত্রা শুরু হয়ে গেল। এবিবি হলো আমার বাংলা ব্লগের একটি স্কুল যেখানে ব্লগাররা ব্লগিং করার নিয়ম কানন সঠিকভাবে রপ্ত করে একজন দক্ষ ব্লগার হয়ে উঠতে পারে। আমি যতদূর জানি এটা মনে হয় স্টিমিট এর আর কোন কমিউনিটিতে নেই। আমি নতুন মেম্বার হওয়ার নিয়ম অনুযায়ী আমার প্রথম পরিচিতি মূলক পোস্ট প্রদান করি। তার কিছুদিন পর আমার বাংলা ব্লগের সম্মানিত ফাউন্ডার, এডমিন প্যানেল এবং মডারেটরগন আমার ভাইভা গ্রহণ করে আমাকে কমিউনিটিতে নিউ মেম্বার হিসাবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকে শুরু হয় আমার বাংলা ব্লগের এবিবি স্কুলে আমার ব্লগিং এর শিক্ষা গ্রহণ করার যাত্রা। প্রথমেই শুরু করা হয় লেভেল১ এর ট্যাগ পাওয়ার ক্লাস। এখানে শ্রদ্বেয় @shuvo-ADMIN, @Rupok-MOD এবং @Ayrin-MOD ম্যাম আমাদের কে অত্যান্ত যত্নের সহিত লেভেল১ এর ক্লাস করান। আর এখানে আমি আমার বাংলা ব্লগে পোস্ট করার নিয়মাবলী শিক্ষা পাই। যেমন-আমার বাংলা ব্লগে কি পোস্ট করা যাবে আর কি পোস্ট করা যাবে না, প্লাগিরিজম, কপিরাইট, ফ্রি ইমেজ সাইট, ট্রাভেল পোস্ট, রেসিপি পোস্ট ও রিভিউ পোস্ট করার নিয়ম কানন এবং এবাউস, স্পামিং ইত্যাদি বিষয়। আমি প্রতিটি বিষয়ে ভাল করে শেখার চেষ্টা করি এবং লেভেল১ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে লেভেল১ এর ট্যাগ অর্জন করি।
এবার লেভেল১ এর ট্যাগ অর্জন করার পর শুরু হলো আমার লেভেল২ এর ট্যাগ পাওয়ার ক্লাস করার পালা। তাই শুরু করে দিলাম @Kingporos-MOD অধীনে লেভেল২ এর ট্যাগ পাওয়ার জন্য এবিবি স্কুল এর ক্লাস করা। এখানে দাদা অত্যান্ত সাবলীল ভাষায় লেভেল এর প্রতিটি বিষয় তুলে ধরেন। লেভেল১-তে যে বিষয়গুলো শিক্ষানো হয় তা হলো-Key Security, Power Up, Delegation, Wallet. আমি এবারও প্রতিটি বিষয়ে ভাল করে শেখার চেষ্টা করি এবং লেভেল১ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে লেভেল২ এর ট্যাগ অর্জন করি।
লেভেল২ এর ট্যাগ অর্জন করার পর শুরু হলো আমার লেভেল৩ এর ট্যাগ পাওয়ার ক্লাস করার পালা। তাই শুরু করে দিলাম @alsarzilsiam-MOD অধীনে লেভেল৩ এর ট্যাগ পাওয়ার জন্য এবিবি স্কুল এর ক্লাস করা। এখানেও দাদা অত্যান্ত সাবলীল ভাষায় লেভেল এর প্রতিটি বিষয় তুলে ধরেন। লেভেল২-তে যে বিষয়গুলো শিক্ষানো হয় তা হলো-Learning Markdown Coding, Content Category, Curation. আমি এবারও প্রতিটি বিষয়ে ভাল করে শেখার চেষ্টা করি এবং লেভেল২ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে লেভেল৩ এর ট্যাগ অর্জন করি।
লেভেল৩ এর ট্যাগ অর্জন করার পর শুরু হলো আমার জন্য এক মহাযু্দ্ধ । হয়ে পরলাম অসুস্থ্য। কিন্তু এই অসুস্থ্য অবস্থায় আমি লেভেল৪ এর ট্যাগ পাওয়ার জন্য এবিবি ক্লাস করার কথাও ভুলিনি। তাই শুরু করে দিলাম @Nowrin -MOD অধীনে লেভেল৪ এর ট্যাগ পাওয়ার জন্য এবিবি স্কুল এর ক্লাস করা। কিন্তু না বললেই নয় এই লেভেলটা ছিল ক্লাস আর ভাইভা একদিনেই । তবে আমি যতই অসুস্থ্য থাকি না কেন সম্মানিত মডারেটরগনের ক্লাস করে আমি অত্যান্ত সহজে ক্লাসটি বুঝতে পেরে যাই। কারন এখানেও সম্মানিত মডারেটর অত্যান্ত সাবলীল ভাষায় লেভেল এর প্রতিটি বিষয় তুলে ধরেন। লেভেল৩ -তে যে বিষয়গুলো শিক্ষানো হয় তা হলো-p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer, Internal Market এ SBD থেকে Steem এ Convert করা, External Market এ Steem এবং TRX Exchange করা ইত্যাদি। আমি এবারও প্রতিটি বিষয়ে ভাল করে শেখার চেষ্টা করি এবং লেভেল৩ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে লেভেল৪ এর ট্যাগ অর্জন করি।
সবগুলো লেভেল শেষ করার পর এখন সময় শুধু ভেরিফাইড মেম্বার হওয়ার। আমি খুব টেনশনে পরে গেলাম। এরই মধ্যে discord চ্যানেলে এনাউন্সমেন্ট-এ বলা হলো ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য লেভেল১ থেকে থেকে লেভেল৪ পর্যন্ত সকল লেকচারশীট ফলো করতে। কারন লেভেল৫ এর ভেরিফাইড মেম্বার হওয়ার ভাইভা পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন করা হবে। অফিস, সংসার সব কিছুর পর পারিবারিক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বয়ে চলা আমার ব্যস্ত জীবনে ৪টি লেভেল এর লেকচারশীট পড়া। এতকিছুর পরও আজ আমিআমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ট্যাগ প্রাপ্ত ভেরিফাইড মেম্বার।
আজকে আমার বার বার একটি কথাই শুধু মনে হচ্ছে প্রায় ৫টি মাস আমার বাংলা ব্লগ তার এবিবি স্কুল এর মাধ্যমে একজন দক্ষ ব্লগার হিসাবে গড়ে তোলার জন্য আমাদের কে অনেক কিছু দু হাত উজার করে দিয়েছে। আর আজ আমাদের সময় এসেছে তার প্রতিদান দেয়ার। তাই সকলের কাছে দোয়া চাই যাতে এবিবি স্কুল এর শিক্ষাকে কাজে লাগিয়ে আমি একজন দক্ষ ব্লগার হতে পারি।
কেমন লাগলো? জানাতে ভুলবেন না যেন।
আপনারা ভাল ও সুস্থ্য থাকুন।
thank you
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার ভেরিফাইড হওয়ার সফলতা গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ৷ আসলে আপনার মতো একটি একটি করে লেভেল পার হয়ে আমরাও ভেরিফাইড মেম্বার হয়েছি ৷ প্রতিটি লেভেল ছিলো অনেক গুরুত্বপূর্ণ ৷ অনেক কিছু শিখতে এবং জানতে পেরেছি প্রতিটি লেভেলে ৷ আর এতো কিছু শিখার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন মডারেটর গণ ৷ আসলে আমাদের প্রিয় দাদা আর এই মানুষ গুলো না থাকলে অনেক পিছিয়ে থাকতাম আমরা সবাই৷ তাই আমাদের সাফল্যের পুরোটাই আমার বাংলা ব্লগ পরিবারের জন্য ৷
জীবে তারপর ঠিকই বলেছেন এই মানুষগুলো না থাকলে আমরা আসলে অনেক কিছুই জানতাম না অনেক পিছিয়ে থাকতাম। তাইতো আমি আমাদের সাফল্য পুরোটাই দিতে চাই আমার বাংলা ব্লগকে।
আমার বাংলা ব্লগে আপনার শুরু থেকে ভেরিফাইড হবার জার্নি পড়ে অনেক ভাল লাগল।ভেরিফাইড মেম্বার ট্যাগ এর জন্য অভিনন্দন।তবে আমাদের লেভেল ১ এর ক্লাসের লেকচার শুভ ভাই দেন।আর বেশ কয়েকটি বানান একটু সমস্যা রয়েছে। আপনার অনন্দে সামিল হতে পেরে অনেক ভাল লাগছে।আপনার আগামির স্টিমিট যাত্রা অনেক শুভ হোক।
ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আশা করি এভাবে আগামীতে শুভাকাঙ্ক্ষী হয়ে আমার পাশে থাকবেন।
আমার বাংলা ব্লগের সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কমিউনিটিতে আপনার ভেরিফাইড মেম্বার হওয়ার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। লেভেল ওয়ান থেকে লেবেল ফাইভ পর্যন্ত সবগুলোর সমস্যা সমাধান করতে পেরেছেন এবং আরো বহুদূর এগিয়ে যান এটাই আপনার জন্য আমার কামনা।
জি আপু আমার জন্য দোয়া করবেন। আমি যদি আমার বাংলা ব্লগের প্রত্যাশিত একজন মেম্বার হতে পারি।
ভাইয়া,, অবশেষে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার এর সেই কাঙ্খিত ট্যাগ অর্জন করায় আপনাকে সু স্বাগতম জানাচ্ছি।সেই সাথে উষ্ণ অভিনন্দন।এবার সুন্দর কাজের মাধ্যমে আরও এগিয়ে যেতে হবে। প্রত্যাশা রাখলাম। শুভকামনা আপনার জন্য।♥♥
জ্বী আপু আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম ভেরিফাইড মেম্বার হয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি
আসলে এটা অনেক ভালোলাগার একটা জিনিস। বেশ কয়েক মাস আগে আমিও যখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার হয়েছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে। ৫ মাস লেভেলের ক্লাস করে আপনি যখন ভেরিফাইড মেম্বার হলেন তখন আমি বুঝতে পারছি কতটা আনন্দ পেয়েছেন। আশা করি আপনি এই দীর্ঘ সময়ে সকল বিষয়গুলো খুবই সুন্দর ভাবে আয়ত্ত করে ফেলেছেন।
জি ভাই আপনি সত্যিই ধরেছেন। আমি পাঁচ মাস পর ভেরিফাইড মেম্বার হওয়ার আনন্দ আমাকে অনেক উৎসাহিত করেছে।
আপু আপনাকে অভিনন্দন জানাই। আমার বাংলা ব্লগ এ ভেরিফাইড ইউজার হয়ে কাজ করার আনন্দ উপভোগ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি এর আগে কখনো এরকম প্লাটফর্ম কখনো দেখিনি, এখানে সবাই একটি পরিবারের মতো। আপনিও সেই পরিবারের একজন শিখে পড়ে ভেরিফাইড ইউজার সত্যি অনেক ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে আপনার অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করেছেন। আপু বানানের প্রতি একটু যত্নশীল হবেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।
আসলে এটি এমন একটি প্লাটফর্ম যা আমি এর আগে কখনো দেখিনি। আর আপু আপনাকে ধন্যবাদ আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। আশা করি এভাবে সবসময় আমার পাশে থেকে সহায়তা করবেন।
ধন্যবাদ আপু, দীর্ঘদিনের পরিশ্রম এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ করে আপনি আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য। আমি আপনার সহযাত্রী হিসেবে আছি। আশা করছি আপনি বাকি দিনগুলো খুব ভালো ভাবেই আমার বাংলা ব্লগের সাথে কাটিয়ে দিবেন। আসলে আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হওয়ার গৌরব অনেক।
ভাইয়া শুনে খুবই খুশি হলাম যে আপনি সহযোগিতার জন্য আমার পাশে থাকবেন।