লেভেল ওয়ানের' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 01 Exam]
level 1 exam [Prof: @rex-sumon]
লেভেল ওয়ানের' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা।
আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেলিং সিস্টেমে অনেক পরিবর্তন আনা হয়েছে। একজন নতুন ইউজার কমিউনিটিতে জয়েন করার পর তার একটা পরিচয় মূলক পোস্ট করতে হয়। পরিচয় মূলক পোষ্ট টি যাচাই-বাছাই করে তাকে লেভেল ওয়ানে' উন্নতি করা হয়। 'লেভেল ওয়ান' ট্যাগ প্রাপ্ত ইউজারদের আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রফেসর দের দ্বারা ক্লাস নেওয়া হয়। লেভেল ওয়ান থেকে লেভেল ২ তে যেতে হলে প্রত্যেকটি ইউজারের কিছু বেসিক বিষয় জানতে হয়। লেভেল ওয়ানের' ক্লাসে প্রফেসরগণ ইউজারদেরকে সেগুলো শিখিয়ে থাকেন।
লেভেল ওয়ানে যে সমস্ত বিষয়গুলো শেখানো হয় তা হলঃ
spamming কি, abusing & copyright infringement কি , পোষ্ট করার সঠিক নিয়ম, কমিউনিটির নিয়মাবলী ইত্যাদি।
উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সফলভাবে শিক্ষা গ্রহণ শেষ হলে সেই ইউজার লেভেল টু তে যেতে পারবে। তবে লেভেল টু তে যেতে হলে ইউজারদের দুইটি পরীক্ষা দিতে হবে । প্রথম পরীক্ষা ইউজারের প্রফেসর ডিসকর্ড চ্যানেল থেকেই মৌখিকভাবে গ্রহণ করবে । দ্বিতীয় পরীক্ষা হিসেবে ইউজারদেরকে কমিউনিটিতে একটি পোস্ট লিখতে হবে। যে পোস্টে ইউজারদের উল্লেখ করতে হবে, সে কি কি বিষয় শিখতে পেরেছ। পরীক্ষার্থীদের ওই পোস্টের মধ্যে থাকা ইনফরমেশন গুলো দেখে, তার প্রফেসর যদি সন্তুষ্ট হতে পারে তাহলে তাকে লেবেল টু তে উন্নতি করে দিবে। আর তা না হলে, পুনরায় ওই শিক্ষার্থীকে আবারো নতুন করে ক্লাস করতে হবে।
একটি ইউজার যখন সফলভাবে তার প্রফেসরের কাছ থেকে মৌখিক পরীক্ষায় পাশ করে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কমিউনিটিতে পোস্ট লিখবে তখন ওই ইউজার যেসকল বিষয়ে শিক্ষা পেয়েছে সে সকল বিষয়গুলো তার লেখা পোস্ট এর মধ্যে উল্লেখ করবে।
ইউজারদের সুবিধার জন্য কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে ইউজাররা তার পোস্টের মধ্যে অবশ্যই উল্লেখ করবেন। নিম্নে উল্লেখ করা পয়েন্টগুলো ছাড়াও ইউজাররা ইচ্ছা করলে নিজেদের মতো করে আরও কিছু লিখতে পারবে।
কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
re-write আর্টিকেল কাকে বলে?
ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
একটি ইউজার এই বিষয়গুলো যত বেশি ভালো ভাবে উপস্থাপন করতে পারবে তার লেভেল টু তে যাওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকবে। কেউ অন্যের লেখা কপি করবেন না। সবাই নিজের মত করে লেখার চেষ্টা করবেন। কোন ধরনের কপি-পেস্ট ধরা পড়লে আবার প্রথম থেকে ক্লাস করতে হবে। নিজে লেখার চেষ্টা করুন। কোনো ভুল-ভ্রান্তি হলে আপনার প্রফেসর আপনাকে সমাধান দিয়ে দিবে।
টাইটেল: লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @your-user-name
ট্যাগ: #abb-level01
নতুন ইউজারদের জন্য তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ পোষ্ট এটি। নতুন ইউজারদের কিভাবে মৌখিক এবং লিখিত পরীক্ষা দিতে হবে তা স্পষ্ট ভাবে এই পোস্টে তুলে ধরা হয়েছে। আমি মনে করি নতুন ইউজাররা যদি এই পোস্টটি ভালোভাবে পড়ে তাহলে তাদের জন্য লেভেল আপ করা খুবই সহজতর হবে।
এই পোষ্টয়ের মাধ্যমে খুবই উপকৃত হবে নতুন ইউজাররা। তারা এখন সঠিকভাবে বুঝতে পারবে কিভাবে লেভেল ১ কমপ্লিট করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই অনবদ্য উদ্যোগ। abb-school এ ক্লাসের মধ্যে দিয়ে কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করা । কিভাবে স্বচ্ছ ভাবে সঠিক নিয়ম মেনে কাজ করা এবং কমিউনিটি সম্পর্কে সকল কিছু সহজবোধ্যভাবে বুঝতে পারবে। নতুনরাও সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে পারবে। সত্যিই সেলুট করি বাংলা ব্লগের এই উদ্যোগকে। অসংখ্য ধন্যবাদ দাদা পোস্ট টি করার জন্য।
তথ্যবহুল পোস্ট সকল নতুন ইউজারদের জন্য।
আশাকরি সকল নতুন ইউজার abb-school এর সকল লেভেল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে "আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে কাজ করার সুযোগ পাবে। কাজ করার জন্য অনেক অভিজ্ঞতা লাভ করবে। নতুনদের জন্য শুভকামনা রইল।
খুবই চমৎকার হয়েছে এই পোস্টটি। যারা নতুন ইউজার বিশেষ করে লেভেল ওয়ানের' জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই প্রয়োজনীয়। এটা একটা সুন্দর গাইডলাইন হয়েছে।
১০ টি প্রশ্ন দেয়াতে এটা অনেক স্পেসিফিক ও সুন্দর হয়েছে। যে কেউ এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করে প্রথম লেভেল পাশ করা একজন ভাল ব্যবহারকারী হতে পারবে। ধন্যবাদ।
সত্যি অনেক ভালো লাগছে অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট হয়েছে এটি। আমাদের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দাদা এবং সকল এডমিন মডারেটর সকলে পরিশ্রম করে যাচ্ছেন। সকলের প্রতি ভালোবাসা রইলো। নতুনদের জন্য খুবই সহায়ক হবে এটি
সত্যিই খুব ভালো একটি উদ্যেগ এটি।কারণ এখন সবাই ই সব কিছু জানতে এবং শিখতে পাবেন।আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো কোনো কমিউনিটি ই হয়তো এইভাবে সাহায্য করবেনা।