লেভেল ওয়ান থেকে আমার অর্জন By@maksudakawsar - তারিখ-8-6-2022|| 10% বেনিফিট @shy-fox এবং 5% বেনিফিট @ abb-school এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

মনের ভাব প্রকাশ করার জন্য সর্বত্তোম উপায় হলো ভাষা। আর বাঙ্গালী হওয়ায় আমরা বাংলা ভাষাতেই আমাদের মনের ভাবগুলো প্রকাশ করে থাকি। আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে আমরা আমাদের মাতৃ ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারবো। তাই ধন্যবাদ জানাতে চাই আমার বাংলা ব্লগের সম্মানিত এডমিন, মডারেটর এবং ফাউন্ডার সহ যারা আমাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মনের ভাব প্রকাশ করার সুযোগ প্রদান করেছেন।

level-01.jpg
ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট, শেয়ার অথবা পোস্ট যাই করা হউক না কেন তাতে কেবল ঐ সমস্ত মিডিয়ার ভেলু বাড়ে। অন্যদিকে যেহেতু steemit platfrom এ একজন ব্লগার সময় দিয়ে পোস্ট লিখেন, লাইক, কমেন্ট ও শেয়ার করেন তার জন্য steemit blog chain এবং criptocarency এর মাধ্যমে তার ব্লগারদের স্টিম (steem) এবং এসবিডি (SBD) পেমেন্ট করে থাকেন।

আমার বাংলা ব্লগ একটি সৃজনশীল কমিউনিটি । যেখানে সবাই স্বাচ্ছন্দে লেখা পোস্ট করতে পারে। তবে এখানে কোন লেখা পোস্ট করতে হলে কমিটি কর্তৃক কিছু নিয়মনীতি মেনে চলতে হয় যার কিছু অংশ তুলে ধরা হলো-শুধুমাত্র বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এখানে লেখা যাবে না, এখানে শুধুমাত্র এক্সক্লুসিভ পোস্টই শেয়ার করা যাবে, একই পোস্ট একাধিকবার এখানে শেয়ার করা যাবে না, ধর্ম ও রাজনীতি বিষয়ের উপর লেখা curation এর জন্য সম্পূর্ণরূপে উপেক্ষা করা হবে, ২৫০ শব্দের একটি লেখায় সর্বোচ্চ ৫ টি বানান ভুল tolerate করা হবে, যে কোন পোষ্ট লেখার সময় একটি টাইটেল দিতে হবে যা 255 ক্যারেকটারের বেশী হবে না এবং বডিতে 65536 টি শব্দ লেখা যাবে যা 65 কিলোবাইটের বেশী হবে না, ছবি পোস্ট করার ক্ষেত্রে 10 মেগাবাইট সাইজের উপরে কোন ছবি পোস্ট দেওয়া যাবে না, প্রত্যেকটি পোস্টে বেনিফেশিয়াল এড করতে হবে ইত্যাদি। নিচে ছবির মাধ্যমে পোস্ট করার বিষয়টি আরো সুন্দর ভাবে তুলে ধরা হলো-
RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2M8AUy8ThG2wtcDRiiKPGKfdnfBMEfDvjxUv61sCH1mypC5NbZVrNBGuUSNJE7XvgSDpLr69Y1yZAxcEza.png
source
4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XLFBGQ1VnAZzi7ox53eUBxqFvYbZf89vpmkuAfhWskT7pFyL6TvqFzGD9QjgbNpEuuLGPqNuUmxi.png
source

আমার বাংলা ব্লগের নতুন সদস্য হিসাবে study -level1 হতে আমি steemit ও আমার বাংলা ব্লগ সম্পর্কে যা অর্জ ন করলাম-

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

স্প্যাম বলতে অপ্রাসঙ্গিকও অবাঞ্চিত বিষয়কে বোঝায় যা বারবার করা হয়ে থাকে। যেমন-স্পামিং হতে পারে একই কোন ঘটনাকে বারবার বিভিন্ন ভাবে বর্ণনা করার চেষ্টা, একই ছবি বার বার পোস্ট করা, বিরক্তিকরভাবে কোন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন দিয়ে, অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা, কমেন্টে মন্তব্য করার সময় একই কমেন্ট বার বার করা ইত্যাদি। আর আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং স্টিমিটে স্প্যামিং পুরুপুরি নিষিদ্ধ কাজ।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

Copyright Infringement হলো অন্যের যে কোনো intellectual property আসল মালিক বা creator এর অনুমতি ছাড়া সম্পূর্ণ নিজের কাজে ব্যবহার করা । এটা plagiarism আওতায় না পড়লেও একটা অপরাধ । কারণ এখানে intellectual property -র মূল মালিক বা creator "কপিরাইট ল" নামে একটা বিশেষ আইনে ঐ সকল intellectual property -কে প্রোটেক্টেড রেখেছেন । সুতরাং যদি মূল মালিক বা creator -কে তাঁর প্রাপ্য রয়্যালটি দিয়ে intellectual property গুলো ব্যবহার করা হয় তবে কোনো প্রব্লেম নেই । অন্যথায় এই ধরনের পোস্ট Copyright Infringement এর কারণে mute করতে হতে পারে।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

কপিরাইট ফ্রি ছবি ডাউনলড করার ৩টি ওয়েবসাইটের নাম -
https://pixabay.com
https://www.pexels.com/
https://unsplash.com

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

আমরা স্টিমেটে পোস্ট করার সময়ে মূল অংশ লেখার পর যে খালি বক্সটি দেখতে পাই সেটাকে বলা হয় ট্যাগ বক্স। এখানে পোস্ট রিলেটেড কিছু কীওয়ার্ডস ব্যবহার করতে হয়। আর ট্যাগ হচ্ছে সাধারনত পোস্ট রিলেটেড কিছু কীওয়ার্ডস। যেমন আমরা যদি ভ্রমন নিয়ে কিছু পোস্ট করি তাহলে travel travelling tour visit bangladesh nature sea hill ইত্যাদি শব্দ ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। যাতে কেউ ভ্রমন সম্পর্কিত কোন পোস্ট খোঁজ করলে ঐ ট্যাগে ক্লিক করলে সহজেই খুজেঁ পায়। তবে অন্যান্য প্ল্যাটফর্মের মতো এখানে ট্যাগ ব্যবহারের জন্য হ্যাশ (#) চিহ্ন দিতে হবে না, একটি ট্যাগের পর স্পেস দিয়ে আরেকটি শব্দ লিখলেই হবে। তবে পোস্টের ভিতরে যদি ট্যাগ ব্যবহার করতে হয় তবে (#) চিহ্ন দিতে হবে। এছাড়া এখানে কোন বড় হাতের অক্ষর লিখা যাবে না, সংখ্যা ১, ২, ৩ ইত্যাদি লিখা যাবে না এবং সর্বোচ্চ আটটি ট্যাগ ব্যবহার করা যাবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

আমার বাংলা ব্লগে যে সকল বিষয় পোস্ট করা নিষিদ্ব-
১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা । ২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট । ৩. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট । ৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট । ৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট। ৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট । ৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট । ৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ । ৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না । ১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট । ১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট । ১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

অন্যের কোন লেখাকে একেবারে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়ােই হচ্ছে প্লাগিয়ারিজম। আবার এমন যদি হয় পূর্বে অতীতে কেউ এটি কোথাও লিখেছে বা পাবলিশ করেছে এবং সেখান থেকে হুবহু অথবা কিছুটা পরিবর্তন করে যখন নিজের লেখা বলে চালিয়ে দেওয়া হয় সেটা প্লাগারিজম এর আওতায় পড়বে আর এটা একটা মারাত্মক অপরাধ। এক্ষেত্রে অন্যের কোন লেখা যদি নিজের ভাষায় লেখতে হয় তবে তার ৭০ শতাংশেরও বেশি লেখা নিজের হতে হবে এবং হয়তোবা ৩০% লেখা নেওয়া যাবে। তবে সেটাও কিছু নিয়ম নীতির মধ্যে অর্থাৎ উপযুক্ত সোর্স দেওয়ার মাধ্যমে।

Re-write আর্টিকেল কাকে বলে?

অন্যের কোন লেখা অথবা কোন বিষয় কে যদি নিজের মত করে নিজের ভাষায় সাজিয়ে লেখা হয় তখন সেটা কে রি-রাইট বলা হয়। এইক্ষেত্রে নিজের লেখা হতে হবে 75 শতাংশ আর বাকীটুকু অন্য সাইট হতে নেওয়া যাবে। তবে সেক্ষেত্রে সোর্স উল্লেখ করতে হবে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলি থেকে জ্ঞান আহরণ করে সম্পূর্ণ নিজের মতো করে লেখলে তাকে rewrite হিসাবে গণ্য করা হবে । rewrite করা আর্টিকেল গুলোতে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে -
১. রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে,
২. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে,
৩. যেসব কালেক্টেড তথ্য সমূহ ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে
৪. আর্টিকেল সম্বন্ধীয় কোনো ইমেজ যদি কোনো ওয়েব সোর্স থেকে কালেক্ট করা হয় তবে সেগুলি অবশ্যই copyright free হতে হবে এবং
৫. কালেক্টেড কপিরাইট ফ্রি ইমেজ গুলির সোর্স অবশ্যই উল্লেখ করবেন ।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

একটি মাত্র ছবি, বা, ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্ট "মাইক্রো পোস্ট" হিসাবে গণ্য করা হবে ও curation এর জন্য সম্পূর্ণ উপেক্ষা করা হবে । বার বার "মাইক্রো পোস্ট" করা ব্লগারকে "spammer" হিসাবে গণ্য করা হবে ।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ]

আমার বাংলা ব্লগ" -এ প্রতি ২৪ ঘন্টায় এক জন ব্লগার সর্বোচ্চ ৩টি পোস্ট করতে পারবেন । তার বেশি পোস্ট করাকে স্প্যামিং attempt হিসাবে গণ্য করা হবে ।

@maksudakawsar
@maksudakawsar#5058

Sort:  
 2 years ago 

Level-1 ভেরিফিকেশন পোস্ট কিভাবে করতে হবে আপনি সেটা ভালোভাবে না বুঝেই পরীক্ষা দিয়েছেন। কিভাবে পোস্টটি করতে হবে সেটা নিচের লিঙ্কে ক্লিক করলেই জানতে পারবেন।

https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam

 2 years ago 

রুপক, ভাইয়া গতকাল থেকে আমার স্টিম একাউন্টে কোন কিছু পোস্ট করা বা ইডিট করা যাচ্ছে না। বাই স্টিম পাওয়ার দেখাচ্ছে। আমি এখন কি করব। লেভেল ওয়ান এর পোস্ট কবে পর্যন্ত ইডিট করা যাবে?

 2 years ago 

আপনার রিসোর্স ক্রেডিট কমে গিয়েছে। আপনাকে অপেক্ষা করতে হবে রিসোর্স ক্রেডিট যখন আবার রিচার্জ হবে তখন আপনি পোস্ট করতে পারবেন। এর ভেতরে আর অন্য কোন পোস্টে লাইক কমেন্ট কোন কিছুই করবেন না।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমি পোষ্ট টা এডিট করে দিয়েছি।

 2 years ago 

ভাইয়া আমি পোস্ট টি এডিট করেছি। একটু দেখবেন প্লিজ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43