|| এই গরমে প্রাণীদের জন্য আমাদের করণীয় ||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো 'এই গরমে পশুপাখির জন্য আমাদের করণীয় ' বিষয়টা নিয়ে। এই গরমে মানুষের পাশাপাশি জীবের প্রতি নজর রাখুন।

pexels-photo-1044056.jpeg
Source
আমাদের চারপাশে প্রচুর প্রচুর পরিমাণে পশু পাখি রয়েছে।যেমন গরু, ছাগল,কুকুর,বিড়াল ইত্যাদি। এগুলোর প্রতি আমাদের নজর রাখা উচিত।বর্তমানে তাপমাত্রা অসহনীয়। এই তীব্র গরমে নাজেহাল সবাই।বৈশাখের কড়া রোদে নিস্তার নেই কারোরই।প্রচন্ড রোদ মানুষের পাশাপাশি ভুগাচ্ছে আমাদের প্রিয় পোষা প্রাণীদেরকেউ।আমরা মানুষজন বলতে পারি গরমের কথা কিন্তু প্রাণীকূলের ক্ষেত্রে তা সম্ভব হয় না।এই চরমমাত্রার গরমের কারণে ডিহাইড্রেশনে ভুগে প্রাণীরা।তাদেরো শরীরে পানি শূন্যতা দেখা দেয়।তাই রোদের মধ্যে শখের প্রাণীকে ঘরে রাখুন।ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখুন।নিয়মিত পানি পান করানোর ব্যবস্থা করুন।এবং প্রতিদিন অন্তত দুইবার গোসল করান।এছাড়াও নজর রাখুন কোনোরকম অসুস্থ হচ্ছে না কিনা আপনার পছন্দের প্রাণীটি।তার যত্ন নিন।এবং সবচেয়ে বড় কথা যেটি সেটি হলো তাকে নিয়ে রোদের মধ্যে একদমই বের হবেন না।যতোটা পারেন তাকে ঘরের মধ্যে রাখেন।

pexels-photo-1143005.jpeg
Source
এতোক্ষন তো ঘরের পোষা প্রাণীর কথা বললাম কিন্তু এশিয়ার দেশগুলোর রাস্তায় প্রচুর কুকুর বিড়াল দেখা যায়।বিশেষভাবে বাংলাদেশ ভারতের এমন কোন রাস্তা নেই যেখানে এসব প্রাণী পাবেন না।তাদের অবস্থা তো আরো খারাপ। আমরা তাদের জন্য কি করতে পারি। আসলে এই মূহুর্তে তাদের জন্য আমরা তেমন কোনো কিছুই করতে পারি না।যেটুকু করতে পারি সেটুকু হলো রাস্তার পাশে গাছের নিচের ছায়াযুক্ত স্থানে কোনো একটা পাত্রে পানির রাখুন যাতে করে রাস্তার কুকুর বা অন্য প্রাণীগুলো কিছুটা স্বস্থি পেতে পারে। এছাড়াও লোকালয়ে থাকা পুকুর বা নালা তে যদি কুকুর বা অন্যপ্রাণীগুলো গোসল করতে চায় তবে তাদের তাড়িয়ে না দিয়ে সুযোগ করে দিন।এছাড়াও কোনো প্রাণী অসুস্থ দেখলে তাকে যতোটুকু পারেন সেবা করার চেষ্টা করবেন।মনে রাখবেন জীবের সেবা করতে প্রত্যেক ধর্মে নির্দেশ দেওয়া আছে।জীবের সেবা করাও একটা মানবিক কাজের মধ্যে পড়ে। তাই যার যার জায়গা থেকে যতোটুকু পারি জীবের সেবা করি।এতে সৃষ্টিকর্তাও আপনার প্রতি খুশি হবেন।

pexels-photo-2776108.jpeg
Source
ধন্যবাদ সকলকে।🙏

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রচন্ড এই গরমের দিনে সকলের অবস্থায় খারাপ। শুধু পোশা প্রাণী বা পথের প্রাণীর কথা বাদ দেন। আগে নিজের জীবন বাঁচানো ফরজ। খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন অবশ্য। তবে আমাদের সবদিক থেকেই সজাগ ও সচেতন থাকতে হবে। প্রচন্ড এই মুহূর্তে আমাদের নিকটস্থের সব মানুষকে ভালো থাকার সুযোগ সহায়তা দিতে হবে।

 4 months ago 

হ্যাঁ অবশ্যই।আমি মানুষের পাশাপাশি প্রাণীদের দিকটি যাতে নজরে আসে সে চেষ্টা করেছি।আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপনার মধ্যে সুন্দর সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে দেখছি। আপনার এই জনসচেতন মূলক একটি পোস্ট লিখতে দেখে আমার খুবই ভালো লেগেছে। আশা করব বিভিন্ন বিষয়ের সমসাময়িক সচেতন দৃষ্টিভঙ্গি রেখে এমন সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করবেন যেগুলো মানুষের উপকারে আসবে। এবং এই থেকে অনেকে উপকৃত হবে।

 4 months ago 

হ্যাঁ অবশ্যই।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য।দোয়া করবেন আমার জন্য জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63686.15
ETH 2727.43
USDT 1.00
SBD 2.59