বাংলাদেশের সকল অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও সিলেট অঞ্চলের তাপমাত্রা কম কেন?

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


আশা করি সকলেই ভালো আছেন।আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি।আজকে আপনাদের সামনে শেয়ার করবো " বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এবছর বাংলাদেশের তাপমাত্রা সর্বোচ্চ হওয়া সত্ত্বেও সিলেট অঞ্চলের তাপমাত্রা কম কেন?"সেই বিষয়টা নিয়ে।

free-photo-of-man-lying-down-on-rickshaw.jpeg
Source

সারা বাংলাদেশ গরমে হাহাকার করলেও সিলেটের মানুষ কেন স্বস্তিতে?বাংলাদেশে গত ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৪৭-৪৮ সালের পর এবারেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তারমানে আমরা বলতে পারি বাংলাদেশ জন্মের পর এটা বাংলাদেশের মানুষের জন্য সর্বোচ্চ তাপমাত্রা।
বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায় সেখানে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।এছাড়াও রাজশাহীতে ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।চুয়াডাঙ্গা, রাজশাহী সহ দেশের ২৫ টি জেলাতে মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করছে।
তবে আমরা অনেকেই হয়তো জেনে অবাক হবো যে সিলেট বিভাগের মানুষ বেশ স্বস্তিতে আছেন।তাদের কাছে সারাদেশের মানুষের মতো এতো গরম অনূভত হচ্ছে না।সেখানে তাপমাত্রা ৩০-৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।

pexels-photo-12552888.jpeg
Source

সিলেটে নিয়মিত বৃষ্টি হওয়ায় গরম কম অনুভূত হওয়ার প্রধান কারণ। আর যদি বনাঞ্চলের হিসেব করি, ওইসব অঞ্চলে বনায়ন বেশি এবং আশেপাশে জলাধার আছে।বনাঞ্চলের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে সিলেট। বাংলাদেশের সর্বোচ্চ বনায়ন ঐ অঞ্চলে। এছাড়া ভৌগলিক অবস্থাগত কারণে সিলেটে নিয়মিত বৃষ্টি হচ্ছে।সিলেটের মানুষদের সাথে কথা বলে জানা যায় যে তাদের কাছে গরমটা এতোটাও অসহনীয় মনে হচ্ছে না।
তাই আমরা আমাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সিলেট অঞ্চলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি। যা ভবিষ্যতে আমাদের পরিবেশকে সতেজ রাখবে।কেবল মাত্র বনাঞ্চলের কারণে একটা অঞ্চলের তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। ভাবা যায়! তাই আমাদের সকলের এখনি সচেতন হওয়া দরকার প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করার মাধ্যমেই আমরাও আমাদের অঞ্চলের তাপমাত্রার নিয়ন্ত্রণ করতে পারি।চলুন সকলে সতর্ক হই।নিজের এলাকাকে নিজেই সতেজ রাখি।

pexels-photo-9851989.jpeg
Source
ধন্যবাদ সকলকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 months ago 

আসলে ভৌগোলিকভাবে সিলেট অঞ্চলে একটু বৃষ্টিপাত বেশি হয়, যার কারণে সিলেট অঞ্চলে তাপমাত্রা সব সময় কম থাকে। হ্যাঁ এটাও স্বীকার করি সিলেট অঞ্চলে সবুজ গাছের সংখ্যা বেশি যার কারণে তাপমাত্রা অনেকটা কম থাকে।

 5 months ago 

হ্যাঁ অবশ্যই।আমাদের উচিত আমাদের নিজ এলাকায় বনাঞ্চল বৃদ্ধি করা।সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

 5 months ago (edited)

প্যারাগ্রাফগুলোর মাঝে কাংখিত ফাঁকা থাকছে না, একটি প্যারাগ্রাফ অন্যটির সাথে লেগে যাচ্ছে। ইতিপূর্বে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিলো, আপনি চাইলে এবিবি স্কুলের লেভেল-৩ এর লেকচার শীটটি দেখতে পারেন, সেখানে এই বিষয়ে আইডিয়া পাবেন। এছাড়া লেখার পরিমান একটু বৃদ্ধি করলে ভালো হয়। ধন্যবাদ। নিচে লেকচার শীট এর লিংক দেয়া হলো-

https://steemit.com/hive-129948/@abb-school/level-03-lecture-sheet

 5 months ago 

আচ্ছা ঠিক আছে। আমি লেকচার সিট ফলো করবো।পরবর্তী পোস্ট থেকে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60250.23
ETH 2335.37
USDT 1.00
SBD 2.52